11th to 16th May Current Affairs 2024: মে মাসের দ্বিতীয় সপ্তাহের কারেন্ট অ্যাফেয়ার্স গুলি দেখে নিন

11th to 16th May Current Affairs 2024: মে মাসের দ্বিতীয় সপ্তাহের কারেন্ট অ্যাফেয়ার্স গুলি দেখে নিন

11th to 16th May Current Affairs 2024

11th to 16th May Current Affairs 2024: মে মাসের দ্বিতীয় সপ্তাহে কারেন্ট অ্যাফেয়ার্স গুলি দেখে নেব একঝলকে।  WBP Constable & SI, KP Constable & SI, Clerkship পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ ‌

গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স 

1. Adani Green Energy -এর থেকে বিদ্যুৎ কেনার জন্য কুড়ি বছরের চুক্তি করল কোন দেশ?:- শ্রীলংকা।

2. T20 World Cup 2024 এর জন্য কোন দেশের ক্রিকেট টিমের অফিশিয়াল স্পন্সর হলো Amul কোম্পানি?:- শ্রীলংকা।

3. আন্টার্টিকায় রিসার্চ স্টেশন তৈরির পরিকল্পনা করছে কোন দেশ?:- ভারত।

4. ভারত ও ফ্রান্সের মধ্যে Shakti 2024 নামে মিলিটারি অনুশীলন অনুষ্ঠিত হবে কোথায়?:- মেঘালয়।

5. আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণাকারী Colin Munro কোন দেশের খেলোয়াড়?:- নিউজিল্যান্ড।

6. কোন দেশের প্রধানমন্ত্রী পদে পুনরায় নিযুক্ত হলেন Mikhail Mishustin?:-রাশিয়া।

7. UN Counter-Terrorism Trust Fund -এ কত লক্ষ ডলার দান করল?:- পাঁচ লক্ষ।

8. ভারতীয় রিজার্ভ ব্যাংকের এক্সিকিউটিভ ডিরেক্টর পদে নিযুক্ত হলেন কে?:- আর. লক্ষীকান্ত।

9. জেলবন্দীদের মিলিটারিতে অংশগ্রহণের জন্য অনুমতি প্রদান করতে বিল পাস করল কোন দেশের পার্লামেন্ট?:- ইউক্রেন।

10. সাম্প্রতিক কোন ভারতীয় রেসলার কে ২০২৪ সালের জন্য সাসপেন্ড করা হলো?:- বজরং পুনিয়া।

11. তরল অক্সিজেন কেরোসিন চালিত সেমি-ক্রায়োজেনিক ইঞ্জিন তৈরি করল কে?:- ISRO.

12. ভারতীয় পুরুষ বাস্কেটবল টিমের হেড কোচ হিসেবে নিযুক্ত হলেন কোন দেশের ‌Scott Flemming?:- আমেরিকা।

13. ভারতে কোন দেশের রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হলেন XU Feihong?:- চীন।

14. কোন রাজ্যের প্রথম মহিলা DGP হিসাবে নিযুক্ত হলেন Idashisha Nongrang?:- মেঘালয়।

15. ২৯ তম বার এভারেস্ট জয় করে বিশ্ব রেকর্ড গড়লেন কোন দেশের কামি রিতা শেরপা?:- নেপাল।

16. Tata Electronics-এর নতুন চেয়ারম্যান হলেন কে?:- এন. চন্দ্রশেখরন।

17. Hockey India -র সাথে প্রথমবার পার্টনারশিপ করল কে?:- Coca-Cola.

18. বিশ্বের প্রথম 6G ডিভাইস লঞ্চ করল কোন দেশ?:- জাপান।

19. রঞ্জি ট্রফি জয়ী মুম্বাই টিমের হেড কোচ হিসেবে নিযুক্ত হলেন কে?:- ওমকার সালভি।

20. বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড নিষ্কাশনের জন্য বিশ্বের বৃহত্তম প্লান্ট চালু করা হলো কোন দেশে?:- আইসল্যান্ড।

21. চাঁদে প্রথম রেলওয়ে সিস্টেম বানাবে কে?:- NASA.

22. 2024 French Moto GP দিলেন কোন দেশের মোটো রেসিং ড্রাইভার Jorge Martin?:- স্পেন।

23. আমেরিকাকে অতিক্রম করে ভারতের শীর্ষ ব্যবসায়িক পার্টনার হল কে?:- চীন।

24. ভারতের কততম দাবা গ্র্যান্ডমাস্টার হলেন পি. শ্যামনিখিল?:- ৮৫ তম।

25. 2024 প্যারিস অলিম্পিক এর জন্য কোয়ালিফাই করা প্রথম ভারতীয় পুরুষ রেসলার হলেন কে?:- আমান সেহরাবাত।

26. কোন দেশের ডিফেন্স মিনিস্টার হিসেবে নিযুক্ত হলেন Andrei Belousov?:- রাশিয়া।

27. Sahitya Akademi Fellowship পেলেন কোন লেখক?:- রাস্কিন বন্ড।

28. সম্প্রতি অবসর ঘোষণাকারী সুনীল ছেত্রী কোন খেলার সঙ্গে যুক্ত?:- ফুটবল।

29. ক্রিকেট থেকে অবসর ঘোষণাকারী James Anderson কোন দেশের খেলোয়াড়?:- ইংল্যান্ড।

30. ডেটা সেন্টার ক্যাপাসিটি তালিকায় শীর্ষস্থানে রয়েছে কোন দেশ?:- ভারত।

31. প্রথম ভারতীয় মহিলা টেবিল টেনিস খেলোয়াড় হিসেবে বিশ্বের সেরা ২৫ মহিলা সিঙ্গেল Ranking-এ স্থান পেলেন কে?:- মনিকা বাত্রা।

32. ভারতের উচ্চতম ট্রানেলের স্বীকৃতি পেল কোন রাজ্যের সেলা টানেল?:- অরুনাচল প্রদেশ।

 

 

 

 

 

 

 

Leave a comment