13 to 19 April Current Affairs 2024: চাকরির পরীক্ষায় 100% কমন পাবেন

13 to 19 April Current Affairs 2024: চাকরির পরীক্ষায় 100% কমন পাবেন

13 to 19 April Current Affairs 2024:এক নজরে দেখে নিন এপ্রিল মাসের প্রথম সপ্তাহের কারেন্ট অ্যাফেয়ার্স গুলি। যা WBP, KP, WBP SI, LADY CONSTABLE পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

13 to 19 April Current Affairs 2024

 

1. ভারতের কোন দেশের প্রথম মহিলা হাই কমিশনার হিসেবে নিযুক্ত হলেন Lindy Cameron?:- যুক্তরাজ্য (UK).

2. US-India Tax Forum -এর ফ্রেড পদে নিযুক্ত হলেন কে?:- তরুণ বাজাজ

3. C-Dome নামে ডিফেন্স সিস্টেম মোতায়েন করল কোন দেশ?:-ইজরায়েল

4. কোন সালে চন্দ্রযান-4 মিশন লঞ্চ করবে ভারত?:- 2040 সালে

5. প্রথম বহুজাতিক গাড়ি প্রস্তুতকারক কোম্পানি হিসেবে ভারত থেকে দুটি জনবহন রপ্তানি করবে কে?:- Citroen.

6. Angara-A5 নামে স্পেস রকেট সফলভাবে পরীক্ষা করলো কোন দেশ?:- রাশিয়া

7. University Grants Commission (UGC)-এর মেম্বার হিসেবে নিযুক্ত হলেন কে?:-সচিদানন্দ মোহান্তি

8. Central Bureau of Investigation (CBI) -এর জয়েন্ট ডিরেক্টর পদে নিযুক্ত হলেন কে?:-অনুরাগ কুমার।

9. ভারতে প্রথম মহাকাশ পর্যটক হচ্ছেন কে?:- গোপিচাঁদ খোটাকুরা

10. কোথায় বিশ্বের বৃহত্তম Renewable Energy Park তৈরি করল Adani Group?:- গুজরাট

11. National Housing Bank (NHB)-এর ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হচ্ছেন কে?:- সঞ্জয় শুক্লা

12. কোন দেশের নতুন প্রধানমন্ত্রী হলেন Bjarni Benediktsson?:- আইসল্যান্ড

13. American President’s Volunteer Award 2024 পেলেন কে?:- লোকেশ মুনি

14. উত্তরপ্রদেশের প্রথম Glass Skywalk Bridge তৈরি করা হলো কোথায়?:- চিত্রকূট

15. 12 hour ট্রেডমিলে দৌড়ে জিনিস রেকর্ড গড়লেন কোন রাজ্যের সুমিত সিং?:- ওড়িশা

16. Swami Vivekananda U20 National Football Championship শুরু হলো কোথায়?:- ছত্রিশগড়

17. Asian Wrestling Championship 2024 অনুষ্ঠিত হল কোথায়?:- কিরগিস্তান

18. QS World University Rankings 2024-এ ভারতের মধ্যে শীর্ষ ইউনিভার্সিটির তকমা পেল কে?:- Jawaharlal Nehru University (JNU).

19. কোন দেশকে ৩৫ টি অ্যাম্বুলেন্স ও 66 টি স্কুল বাস দান করল ভারত?:- নেপাল

20. ২০২৫ অর্থবর্ষে কত মিলিয়ন টন কয়লা উৎপাদন করার টার্গেট করল কেন্দ্র?:- ১৭০ মিলিয়ন টন।

21. Newsweek-এর কভার পেজ ফিচার হলেন কোন প্রধানমন্ত্রী?:- নরেন্দ্র মোদি।

22. ডাক দপ্তরের সেক্রেটারি পদে নিযুক্ত হলেন কে?:- বন্দিতা কৌল।

23. কোন সংস্থার ম্যানেজিং ডিরেক্টর পদে পুনরায় নিযুক্ত হলেন Kristalina Georgieva?:- International Monetary Fund (IMF).

24. কোন দেশের নতুন প্রধানমন্ত্রী পদে নিযুক্ত হলেন Sheikh Ahmad Ahmad Abdullah al-Ahmad al-Sabah ?:- কুয়েত

25. বিশ্বের সেরা দশটি ব্যস্ততম বিমানবন্দরের তালিকা স্থান পেল কোথাকার ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর?:- দিল্লি

26. কোন কোম্পানির CEO পদ থেকে পদত্যাগ করলেন অর্জুন মোহন?:- BYJU’S.

27. কোন ফিনটেক কোম্পানির নতুন CEO পদে নিযুক্ত হলেন নলিন নেগি?:- BharatPe.

28. কোথায় ভারতের প্রথম ‘হাইব্রিড পিচ’ তৈরি করছে BCCI?:- ধর্মশালা

29. লতা দীননাথ মঙ্গেশকর শার্ট পাচ্ছেন কে?:- অমিতাভ বচ্চন

30. বিশ্বের প্রথম মেনিনজাইটিসের ভ্যাকসিন লঞ্চ করল কোন দেশ?:- নাইজেরিয়া

31. কোন সালের মধ্যে ধ্বংসাবশেষ মুক্ত মহাকাশ অভিযান অর্জনের লক্ষ্য স্থির করল ভারত?:- 2030.

32. কোন দেশে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হলেন ব্রহ্ম কুমার?:- জিম্বাবোয়ে।

33. ভারতের প্রথম ইলেকট্রিক ডাম্প ট্রাক লঞ্চ করল কোন কোম্পানি?:- Sany India.

34. নৌবাহিনীর পরবর্তী প্রধান হিসেবে নিযুক্ত হলেন কে?:- দীনেশ কুমার ত্রিপাঠী।

 

Leave a comment