কারেন্ট অ্যাফেয়ার্স 2023 || 13th October Current Affairs 2023 Bengali

কারেন্ট অ্যাফেয়ার্স 2023 || 13th October Current Affairs 2023 Bengali

13th October Current Affairs 2023 Bengali

1. ইজরায়েলে আটকে পড়া ভারতীয় নাগরিকদের ফিরিয়ে আনতে ভারত সরকার কোন অপারেশন লঞ্চ করল?

উঃ-অপারেশন অজয়।

2. হিন্দু আমেরিকান চেম্বার অফ কমার্সের জাতীয় সভাপতি হিসেবে কে দায়িত্ব নিয়েছেন?
উঃ-পঙ্কজ বোহরা।

3. Sultan of Johor Cup কোন খেলার সাথে যুক্ত?
উঃ-হকি।

4. “The Book of Life: My Dance with Buddha for Success” শিরোনামে বইটির লেখক কে?
উঃ-বিবেক অগ্নিহোত্রী।

5. ভারত পরবর্তী পাঁচ বছরে খেলাধুলাকে প্রমোট করতে কত কোটি টাকা খরচ করবে?
উঃ-3000 কোটি টাকা।

6. কোন রাজ্যে সেতুবন্ধন প্রকল্পের অধীনে 118.50 কোটি টাকার 7টি সেতু প্রকল্প অনুমোদন করল?
উঃ-অরুণাচল প্রদেশ।

7. Association of mutual fund in India (AMFI) এ চেয়ারম্যান পদে নির্বাচিত হলেন কে?
উঃ-নবনীত মুনোট।

8. 8th BRICS International Competition Conference অনুষ্ঠিত হচ্ছে কোথায়?
উঃ-নিউ দিল্লি।

9. বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস কবে পালিত হয়?
উঃ-10th October

10. 2029 Asian Winter Games কোন দেশে অনুষ্ঠিত হবে?
উঃ-সৌদি আরব।

11. বিশ্ব ডাক দিবস কবে পালিত হয়?
উঃ-9th October

 

প্রতিদিন এই ধরনের পোস্ট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ও টেলিগ্ৰাম চ্যানেলে যুক্ত হয়ে যান ✅✅

 

আরও পড়ুন:- 12th October Current Affairs 2023

 

Leave a comment