Food Si and Primary Tet 16th September gk-questions -1 || জেনারেল নলেজ -1

Food Si and Primary Tet gk questions -1 || জেনারেল নলেজ -1||16th September gk-questions

Food Si and Primary Tet gk questions -1 || জেনারেল নলেজ -1 16th September gk-questions

1. চামড়া পুড়ে গেলে বরফ গলা ঠান্ডা জল দেওয়া হয় কেন?:- ত্বকের ভিতরের স্তরকে বাঁচাতে

2. চামড়ার বেশিরভাগ অংশ পুড়ে গেলে মানুষ মারা যায় কে:- বাইরের জীবাণু দ্বারা সংক্রমণের জন্য।

3. মানব শরীরের সবচেয়ে বড় অঙ্গ কোনটি?:-ত্বক

4. ত্বকে থাকা মেলানিন হলো একটি:- রঞ্জক পদার্থ

5. মেলানিন কিভাবে শরীরের অতিবেগুনি রশ্মির প্রবেশে বাধা দেয়?:- শোষিত করে

6. ত্বকে শ্বেতি(সাদা দাগ)হওয়ার কারণ কী?:- মেলানোসাইট কোষের মৃত্যুর জন্য

7. আমাদের শরীর থেকে ঘাম নির্গত হয়:- পরিবেশের উষ্ণতা বৃদ্ধি পেলে, শরীরে উষ্ণতা বৃদ্ধি পেলে এবং আবেগতাড়িত হয়ে পড়লে।

8. ঘর্মগ্রন্থি ত্বকের কোন স্তরে থাকে?:- ডারমিস স্তরে

9. শরীরের ভিতর থেকে বাইরের দিকে ত্বকের তিনটি স্তরের ক্রম হলো:- হাইপোডারমিস-ডারমিস-এপিডারমিস

10. ঘাম নিষ্কাশনের ফলে কোন কাজটি হয়?:-শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রিত হয় এবং কিছু বর্জ্য পদার্থ নিষ্কাশিত হয়

11. চুলের উপাদান কি?:- চুলের উপাদান হলো প্রোটিন

12. পাকা চুলের কারণ কি?:- চুলে মেলানিন না থাকার জন্য

13. চুল পোড়ালে যে কটু গন্ধ নির্গত হয় তার কারণ কোন মৌল?:- সালফার

14. নখ, চুল এবং গন্ডারের খরগ এ কোন প্রোটিন থাকে?:- কেরাটিন

15. রক্তাল্পতার কারণে:- নখ কালো হয়ে যায়

16. প্রতি হাতে কব্জি থেকে পাঁচ আঙুলে মোট হাড়ের সংখ্যা কয়টি?:- ২৭ টি।

17. শরীরের সবচেয়ে লম্বা হাড়ের নাম কি?:- ফিমার

18. শরীরের সবচেয়ে ছোট হাড়ের নাম কী?:- স্টেপিস

19. কনুই থেকে কব্জির আগে পর্যন্ত হাড়ের সংখ্যা কতগুলি?:- দুইটি

20. কানের শক্ত অংশ হলো:-কার্টিলেজ

21. কোন অস্থির আকৃতি মাছের কানকোর মত?:- স্ক্যাপুলা

22. পঞ্চরাস্থিগুলি বুকের মাঝখানে যে হাড়ের সাথে যুক্ত হয়েছে তার নাম কি?:- স্টারনাম

23. প্যাটেলা হাড়টি থাকে কোথায়?:-হাঁটুতে

24. রেডিয়াস ও আলনা হাড় দুটি থাকে কোথায়?:- হাতে

25. মানব শরীরের ক্ষুদ্রতম হাড় থাকে কোথায়?:- কানে

26. টিবিয়া ও ফিবিউলা হাড় দুটি থাকে:- পায়ে

27. মানব শরীরের দীর্ঘতম হাড় আছে:- পায়ে

28. হিউমেরাস হাড়টি রয়েছে:- হাতে

29. আমাদের মুখের চোয়ালের:- উপরেরটি স্থির ও নিচেরটি সচল

30. “বল ও সকেট” অস্থিসন্ধি দেখা যায়:- হাত ও কাঁধের সংযোগস্থলে

31. কব্জার মতো অস্থিসন্ধি দেখা যায়:- হাঁটুতে

32. পিভট সন্ধি (Pivot joint) দেখা যায়:- ঘাড়ে

33. লিগামেন্টের দ্বারা:- দুটি অস্থি যুক্ত থাকে

34. টেনডন দ্বারা:- একটি অস্থি ও একটি পেশী যুক্ত থাকে

35. অস্থিতে থাকে:-ক্যালসিয়াম ও ফসফরাস

36. দাঁতের এনামেল, কার্টিলেজ অস্থির মধ্যে কাঠিন্যের ক্রমহ্রাসমান ক্রম হলো:- এনামেল-অস্থি-কার্টিলেজ

37. অস্থি, কার্টিলেজ ও এনামেল এর মধ্যে কোনটির উপাদান ক্যালসিয়াম ফসফেট?:- অস্থি ও এনামেল

38. মানব শরীরের কঠিনতম অঙ্গ কি?:- এনামেল

39. আমাদের কর্মছত্রের পেশী হল:- অনৈচ্ছিক পেশি

40. আমাদের দেহে পেশির সংখ্যা:- ৫০০ এর চাইতে বেশি

41. হাতের বুড়ো আঙুলে কারপাল মেটাকারপাল এর মধ্যে থাকা অস্থিসন্ধিটি হল:- স্যাডল সন্ধি

42. অ্যাটলাস হল:-প্রথম কশেরুকা

43. একটি অচল অস্থি সন্ধি হলো:- করোটীয় অস্থি সন্ধি

44. কেঁচোর:- পেশি আছে কিন্তু অস্থি নেই

45. পেশি কোশে থাকা প্রোটিনটি হল:- অ্যাকটিন ও মায়োসিন।

46. মানুষের হৃদপিন্ডের প্রকোষ্ঠ সংখ্যা কটি?:- চারটি

47. হৃদপিন্ডের চারটি প্রকোষ্ঠের মধ্যে সবচেয়ে বড় কোনটি?:- বাম নিলয়

48. ফুসফুস থেকে বেশি অক্সিজেনযুক্ত রক্ত(Oxygenated blood) এসে হৃৎপিণ্ডের কোন প্রকোষ্ঠে প্রবেশ করে?:- বাম অলিন্দ

49. ধমনী ও নিলয়ের সংযোগস্থলের কপাটিকা হল:- অর্ধচন্দ্রকার কপাটিকা

50. রক্তে কোলেস্টেরলের মাত্রা বাড়লে কোন অঙ্গের সমস্যা হওয়ার সম্ভাবনা?:- হৃদপিণ্ড

 

 

Leave a comment