17th to 23th May Current Affairs 2024 || মে মাসের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স

17th to 23th May Current Affairs 2024 || মে মাসের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স

 

17th to 23th May Current Affairs 2024:মে মাসের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স গুলি আপনাদের সামনে তুলে ধরা হয়েছে। এগুলিতে আপনার খুবই উপকৃত হবেন।

17th to 23th May Current Affairs 2024

মে মাসের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স 

1. কোন মহাকাশ গবেষণা সংস্থার চিফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অফিসার পদে নিযুক্ত হলেন David Salvagnini?:- NASA.

2. ভুবনেশ্বরে অনুষ্ঠিত Federation Cup 2024-এ কিসের মেডেল জিতলেন চ্যাপলিন থ্রোয়ার নিরাজ চোপড়া?:- সোনা।

3. কোন দেশের চতুর্থ প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্ৰহণ করেছেন Lawrence Wong?:- সিঙ্গাপুর।

4. ইন্ডিয়ান নেভির চিফ অফ পারসোনাল হিসেবে নিযুক্ত হলেন কে?:- সঞ্জয় ভাল্লা।

5. Supreme Court Bar Association -এর প্রেসিডেন্ট পদে নির্বাচিত হলেন কে?:- কপিল সিবল।

6. Central Bureau of Investigation (CBI) -এর অ্যাডিশনাল ডিরেক্টর পদে নিযুক্ত হলেন কে?:- এ.ওয়াই.ভি.কৃষ্ণ, এন.ভেনু.গোপাল।

7. বিশ্বের উচ্চতম কম্পিটিটিভ সুইমিংপুল চালু করা হলো কোথায়?:- ভুটান।

8. সম্প্রতি প্রয়োজন কোন রাজ্যের প্রথম মহিলা মন্ত্রী কমলা বেনিয়াল?:- রাজস্থান।

9. “PIXEL” নামে প্রথম ভার্চুয়াল ক্রেডিট কার্ড লঞ্চ করল কোন ব্যাংক?:- HDFC Bank.

10. সম্প্রতি হেলিকপ্টার দুর্ঘটনায় মারা গেলেন কোন দেশের রাষ্ট্রপতি Ebrahim Raisi?:- ইরান।

11. AI পরিচালিত ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম চালু করবে কোন রাজ্য?:- সিকিম।

12. কোন কোম্পানির চিপ অপারেটিং অফিসার পদে নিযুক্ত হলেন সঞ্জীব জৈন?:-: Wipro.

13. কোন দেশের নতুন রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করলেন Lai Ching-te?:- তাইওয়ান।

14. কোন রাজ্যের প্রথম আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম তৈরি করা হচ্ছে নরসিংগড়ে?:- ত্রিপুরা।

15. ফল পাকানোর জন্য ক্যালসিয়াম কার্বাইড ব্যবহার করার বিরুদ্ধে সতর্ক করলো কে?:- Food Safety and Standards Authority of India (FSSAI).

16. অক্সিজেন সিলিন্ডার ছাড়াই মাউন্ট এভারেস্ট জয় করলেন কোন দেশের পর্বতারোহী সিরবাজ খান?:- পাকিস্তান।

17. পৃথিবীর মেরু অঞ্চলে অধ্যায়ন করার জন্য “PREFIRE” মিশন লঞ্চ করবে কে?:- NASA.

18. সম্প্রতি কোথায় Starlink স্যাটেলাইট ইন্টারনেট সার্ভিস লঞ্চ করলেও এলোন মাক্স?:- ইন্দোনেশিয়া।

 

 

 

 

 

 

Leave a comment