1st to 7th April Current Affairs 2024: এক নজরে দেখে নিন এপ্রিল মাসের প্রথম সপ্তাহের কারেন্ট অ্যাফেয়ার্স

1st to 7th April Current Affairs 2024: এক নজরে দেখে নিন এপ্রিল মাসের প্রথম সপ্তাহের কারেন্ট অ্যাফেয়ার্স

1st to 7th April Current Affairs 2024: এক নজরে দেখে নিন এপ্রিল মাসের প্রথম সপ্তাহের কারেন্ট অ্যাফেয়ার্স গুলি। যা WBP, KP, WBP SI, LADY CONSTABLE পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।

1st to 7th April Current Affairs 2024

1. ইউনেস্কো সম্প্রতি কয়টি জিওপার্কস নেটওয়ার্ক সাইট যুক্ত করার অনুমোদন দিয়েছে?:- ১৮টি

2. হকি ইন্ডিয়া ৬ তম বার্ষিক পুরস্কার ২০২৩ এর কে বর্ষসেরা পুরুষ খেলোয়াড় পুরস্কার জিতেছেন?:-হার্দিক সিং।

3. করোনা ভাইরাসের জন্য একটি বিশ্বব্যাপী নেটওয়ার্ক CoViNet চালু করেছে কে?:- WHO.

4. কোঙ্কণ রেল কর্পোরেশনের সিএমডি হিসেবে নিযুক্ত হয়েছেন কে সম্প্রতি?:- সন্তোষ কুমার ঝা

5. কাকে সম্প্রতি ASSOCHAM এর সভাপতি হিসেবে নিযুক্ত করা হয়েছে?:- সঞ্জয় নায়ার

6. কোন রাজ্যের রাজ্যপাল আর. এন. রবি পরম বীরচক্র বাগান এবং আইকিয়াম প্রদর্শনীর উদ্বোধন করেছেন?:- তামিলনাড়ু

7. প্রতিবছর কোন তারিখে পালিত হয় বিশ্ব অটিজম সচেতনতা দিবস?:- ২রা এপ্রিল

8. ২০২৩-২৪ আর্থিক বছরে দেশের মধ্যে বৃহত্তম পণ্য পরিবহনকারী বন্দর হিসেবে পরিগণিত হল কোন বন্দর?:- পারাদ্বীপ বন্দর

9. কে সম্প্রতি আইআইটি বোম্বেতে ক্যান্সারের জন্য ভারতের প্রথম দেশীয় পদ্ধতিতে জিন চিকিৎসার সূচনা করেছেন?:- দ্রৌপদী মুর্মু

10. আবদেল ফাত্তাহ আল-সিসি তৃতীয় মেয়াদে কোন দেশের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন?:- মিশর

11. FAO এর সদর দপ্তর কোথায়? যেখানে ২৯ মার্চ ২০২৪ আন্তর্জাতিক মিলে বর্ষের সমাপ্তি অনুষ্ঠানের আয়োজন করা হয়?:- রোম

12. কোন দেশ সম্প্রতি প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে জুভিথ সুমিনওয়া তুলুকাকে নিয়োগ করেছে?:- কঙ্গো

13. প্যারিস অলিম্পিকে যোগ্যতা অর্জনকারী একমাত্র ভারতীয় ভারত্তোলক হয়ে উঠেছেন কে?:- মীরাবাঈ চানু।

14. কে প্রথম ভারতীয় যিনি IWF ভারত্তোলন বিশ্বকাপে মহিলাদের ৫৫ কেজি ইভেন্টে পদক জিতেছে?:- বিন্দ্যারানি দেবী

15. মিয়ামি ওপেন ২০২৪ টেনিস টুর্নামেন্টে পুরুষদের একক বিভাগে কে জয়ী হয়েছেন?:- জ্যানিক সিনার

16. কোন দল জাতীয় খো খো চ্যাম্পিয়নশিপ ২০২৩-২৪ পুরুষদের শিরোপা জিতেছেন?:- মহারাষ্ট্র

17. কে সম্প্রতি বিশ্ব ব্যাংক গ্রুপ কর্তৃক অর্থনৈতিক উপদেষ্টা প্যানেলের সদস্য হিসেবে নিযুক্ত হয়েছেন?:-রাকেশ মোহন

18. প্রতিবছর কত তারিখে পালিত হয় বিশ্ব স্বাস্থ্য দিবস?:-৭ই এপ্রিল

19. ভারতের প্রথম মহিলা হিসেবে প্যারিস গ্রীষ্মকালীন অলিম্পিক জুরি সদস্য হিসেবে কাজ করবেন কে?:- বিলকিস মীর

20. বর্তমান বিশ্বের এক নম্বর পুরুষ টেনিস খেলোয়ার কে?:- নোভাক জকোভিচ

 

Leave a comment