20th to 26th April Current Affairs 2024: চাকরির পরীক্ষায় ১০০% অবশ্যই কমন পাবে

20th to 26th April Current Affairs 2024: চাকরির পরীক্ষায় ১০০% অবশ্যই কমন পাবে

20th to 26th April Current Affairs 2024:আজ আপনাদের সামনে নিয়ে হাজির হলাম 20th to 26th April Current Affairs 2024 । যা আপনাদের সমস্ত পরীক্ষার প্রস্তুতি জন্য গুরুত্বপূর্ণ অংশ নেবে।

20th to 26th April Current Affairs 2024

IMPORTANT CURRENT AFFAIRS 2024

1. কোথাকার তিরঙ্গা বরফি GI Tag পেল?:- বারাণসী

2. কোন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর এবং CEO পদে নিযুক্ত হলেন অজিত কুমার কে. কে.?:-Dhanlaxmi Bank.

3. রাম মন্দিরে “সূর্য তিলক” প্রোগ্ৰামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে কোন প্রতিষ্ঠান?:- Indian Institute of Astrophysics (IIA).

4. National Security Guard (NSG) এর ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত হলেন কে?:-নলিন প্রভাত

5. ভারতে Intel কোম্পানির হেড পদে নিযুক্ত হলেন কে?:- সন্তোষ বিশ্বনাথন।

6. IPL-এর ২৫০ টি ম্যাচ খেলে দ্বিতীয় ক্রিকেটার হলেন কে?:- রোহিত শর্মা।

7. আন্তর্জাতিক ব্যাডমিন্টন থেকে অবসর ঘোষণাকারী Kento Motnota কোন দেশের খেলোয়াড়?:- জাপান

8. ২০২৪ সালে বিশ্বের সেরা এয়ারপোর্ট এর তকমা পেল কোন দেশের হামাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট?:- কাতার

9. কোথায় ২৫৫০ তম ভগবান মহাবীর নির্বাণ মহোৎসবের উদ্বোধন করলেন নরেন্দ্র মোদি?:- নিউ দিল্লি।

10. Intelligence Bureau (IB) এর স্পেশাল ডিরেক্টর পদে নিযুক্ত হলেন কে?:- স্বপ্না তিয়ারী

11. কোন শিক্ষাবর্ষ থেকে ছাত্র-ছাত্রীদের জন্য Permanent Education Number (PEN) বাধ্যতামূলক করা হলো?:- 2024-2025

12. Citroen India-র ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন কে?:- M.S. Dhoni.

13. পূর্ব উপকূল “Poorvi Lehar” নামে অনুশীলন অনুষ্ঠিত করলো কে?:- ইন্ডিয়ান নেভি।

14. কোন দেশে হিন্দি রেডিও সম্প্রচার লঞ্চ করার ঘোষণা করলো ভারত?:- কুয়েত

15. IPL-এ 200 টি উইকেট নেওয়া প্রথম বলার হলেন কে?:- যুজবেন্দ্র চাহাল।

16. HDFC Life Insurance-এর চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন কে?:- কেকি মিস্ত্রি

17. Aligarh Muslim University (AMU)-এর প্রথম মহিলা ভাইস-চ্যান্সেলর পদে নিযুক্ত হলেন কে?:- নাইমা খাতুন।

18. সম্প্রতি অবসর ঘোষণাকারী সৌরভ ঘোষাল কোন খেলার সঙ্গে যুক্ত?:- স্কোয়াশ।

19. ভারতের সবথেকে হালকা বুলেট প্রুফ জ্যাকেট তৈরি করল কে?:- Defence Research and Development Organisation (DRDO).

20. সম্প্রতি পদ্মশ্রী সম্মান পেলেন বাংলাদেশের কোন সংগীত শিল্পী?:- রেজওয়ানা চৌধুরী বন্যা।

21. ভারতে প্রথম ডিফেন্স অ্যাডভাইজার নিয়োগ করলো কোন দেশ?:- পাপুয়া নিউ গিনি।

22. ICC Men’s T20 World Cup 2024-এর অফিসিয়াল এম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন কে?:- উসেইন বোল্ট।

23. কোন ব্যাংকের MD এবং CEO পদে পুনরায় নিযুক্ত হলেন অমিতাভ চৌধুরী?:- Axis Bank.

24. কোন দেশের রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হলেন Prabowo Subianto?:- ইন্দোনেশিয়া।

25. ডেটা ট্রাফিকের নিরিখে বিশ্বের বৃহত্তম মোবাইল অপারেটর হলো কে?:- Reliance Jio.

26. কোথায় নতুন ক্রিকেট একাডেমি লঞ্চ করল Rajasthan Royals?:- জয়পুর।

27. ভারতে Open AI কোম্পানির প্রথম কর্মচারী হিসেবে নিযুক্ত হলেন কে?:- প্রজ্ঞা মিশ্র।

 

Leave a comment