27th April to 3rd May Current Affairs 2024 : মে মাসের কারেন্ট অ্যাফেয়ার্স গুলি জেনে নিন

27th April to 3rd May Current Affairs 2024 : মে মাসের কারেন্ট অ্যাফেয়ার্স গুলি জেনে নিন

27th April to 3rd May Current Affairs 2024

27th April to 3rd May Current Affairs 2024: আজ এই প্রতিবেদন টির মাধ্যমে মে মাসের কারেন্ট অ্যাফেয়ার্স গুলি জেনে নেব । পরীক্ষায় ভালো ফল করার জন্য এটি একটি গুরুত্বপূর্ণ ট্রপিক।

গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স 

1. ভারতের প্রথম Multi-Purpose Green Hydrogen Pilot Project উদ্বোধন করা হল কোথায়?:- হিমাচল প্রদেশ।

2. সম্প্রতি অবসর ঘোষণাকারী বিশ্বমা মারুফ কোন দেশের মহিলা ক্রিকেটার?:- পাকিস্তান

3. সম্প্রতি অবসর ঘোষণা করলেন কোন দেশের মহিলা টেনিস খেলোয়াড় Garbine Muguruza?:- স্পেন

4. ভারতের বৃহত্তম Climate Clock ইন্সটল করা হলো কোথায়?:- নিউ দিল্লি

5. Ocean Decade Conference 2024 অনুষ্ঠিত করা হলো কোথায়?:- স্পেন

6. সমস্ত অফিসারদের ডিজিটাল সিগনেচার বাধ্যতামূলক করল কোন সরকার?:- জম্মু-কাশ্মীর

7. “Adventure of a Travelling Monk” শিরোনামে বই লিখলেন কে?:- ইন্দ্রদ্যুমনা স্বামী।

8. ICC Men’s T20 World Cup 2024-এর অ্যাম্বাসেডর হলেন কে?:- যুবরাজ সিং

9. Ministry of Housing & Urban Affairs (MoHUA)-এর ডিরেক্টর পদে নিযুক্ত হলেন কে?:- সুনীল কুমার যাদব।

10. ভারতের কাছে ছোট অস্ত্র বিক্রির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল কে?:- জার্মানি

11. ২০২৩ অর্থবর্ষে ভারতে মোট কত হাজার পেমেন্ট ফাইল করা হয়েছে?:- ৮৩ হাজার।

12. ICC Women’s T20 World Cup Qualifier -এর অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন কোন দেশের মহিলা ক্রিকেটার সানা মীর?:- পাকিস্তান

13. সম্প্রতি ভারতের শীর্ষ মহিলা টেবিল টেনিস খেলোয়াড় হলেন কে?:- সৃজা আফুলা

14. FIFA World Cup স্পনসর করবে কোন কোম্পানি?:- Aramco.

15. “The Winner’s Mindset” শিরোনামে বই লিখলেন কোন দেশের ক্রিকেটার শেন ওয়াটসন?:- অস্ট্রেলিয়া

16. কোন দেশের ODI এবং T20-1 টিমের হেড কোচ হিসেবে নিযুক্ত হলেন Gary Kirsten?:- পাকিস্তান

17. ভারতের প্রথম আপগ্ৰেডেবল ATM লঞ্চ করলো কে?:- Hitachi Payment Service.

18. রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনকে লড়তে অস্ত্র সরবরাহ করবে কোন দেশ?:- আমেরিকা

19. কোন দেশের ডেপুটি প্রাইম মিনিস্টার পদে নিযুক্ত হলেন ইশাক দার?:- পাকিস্তান

20. রসায়ন ও পেট্রোরসায়ন দপ্তরের ডেপুটি সেক্রেটারি পদে নিযুক্ত হলেন কে?:- অনুরাগ চন্দ্র

21. G7 Summit 2024 হোস্ট করবে কোন দেশ?:- ইতালি

22. কোন সালের মধ্যে ভারতের ইকমার্স মার্কেট হবে বিশ্বের তৃতীয় বৃহত্তম?:- 2030.

23. 3D Printed Dummy Ballot Unit তৈরি করল কে?:- IIT Guwahati.

24. Archery World Cup Stage-1 -এ সোনা জিতল কোন দেশের পুরুষ টিম?:- ভারত

25. যানবাহন আমদানির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল কোন দেশ?:- শ্রীলংকা

26. বিশ্বের বৃহত্তম এয়ারপোর্ট তৈরির ঘোষণা করল কোন দেশ?:- সংযুক্ত আরব আমিরাত (VAE).

27. NTPC Ltd -এর চিফ ভিজিলেন্স অফিসার পদে নিযুক্ত হলেন কে?:- রশ্মিতা ঝা।

28. ১৪ টি পতঞ্জলি আয়ুর্বেদ প্রোডাক্ট লাইসেন্স বাতিল করল কোন রাজ্য?:- উত্তরাখণ্ড

29. 9th ICC Men’s T20 Cricket World Cup হোস্ট করবে কোন দেশ?:- ওয়েস্ট ইন্ডিজ ও আমেরিকা।

30. 2024 T20 Cricket World Cup -এ ভারতীয় টিমের ক্যাপ্টেন হলেন কে?:- রোহিত শর্মা।

31. কোন দেশের সীতা আম্মা মন্দির অভিষেকের জন্য সরষূ নদীর পবিত্র জল পাঠালো ভারত?:- শ্রীলংকা

32. বিশ্বের “অস্বাস্থ্যকর বাতাস” শহরের তালিকায় শীর্ষে রয়েছে কে?:- কাঠমান্ডু

33. 2024 এপ্রিল মাসে মোট GST সংগ্ৰহের পরিমাণ কত লক্ষ কোটি টাকা?:- 2.10 লক্ষ কোটি টাকা।

34. আকাশবাণী নিউজের ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত হলেন কে?:- মৌসুমী চক্রবর্তী।

35. ভারতের প্রথম Constitution Park লঞ্চ করা হলো কোথায়?:- পুনে।

 

 

Leave a comment