কারেন্ট অ্যাফেয়ার্স 2023 || 29th October Current Affairs 2023 Bengali

কারেন্ট অ্যাফেয়ার্স 2023 || 29th October Current Affairs 2023 Bengali

 

29th October Current Affairs 2023 Bengali

1. IRCTC এর চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর(CMD) পদে কে নিযুক্ত হলেন?

উঃ-সঞ্জয় কুমার জৈন।

2. কোন রাজ্য স্কুলের ছাত্র-ছাত্রীদের জন্য Doubt Clearance App লঞ্চ করল?

উঃ-অন্ধ্রপ্রদেশ।

3. 1St Hocky India Sub Junior Men & Women South Zone Championship 2023 কোথায় অনুষ্ঠিত হলো?

উঃ-চেন্নাই।

4. আন্তর্জাতিক সংঘটিত ফাইনান্সিয়াল সাইবার ক্রাইম রুখতে‌ Operation chakra II লঞ্চ করলো কে?

উঃ-CBI

5. ভারতীয় ক্লাসিকাল মিউজিক এ অবদানের জন্য “দুর্গা ভারত সম্মান” পেলেন কে?

উঃ- অজয় চক্রবর্তী।

6. Backward classes census শুরু করবে কোন রাজ্য?

উঃ-অন্ধ্রপ্রদেশ।

7. দুইদিন ব্যাপী Anthurium festival শুরু হল কোথায়?

উঃ-মিজোরাম।

8. দাবা খেলায় নরওয়ের ম্যাগনাস কার্লসেন কে পরিচিত করা কত তম ভারতীয় হলেন কার্তিকেয়ন মুরালি?

উঃ-তৃতীয়।

9. কে চেন্নাই সচিবালয়ে বন্যপ্রাণী সংরক্ষণ প্রকল্প, ‘Project Nilgiri Tahr’ চালু করলেন?

উঃ-M.K. Stalin

10. বিশ্ব অস্টিওপোরোসিস দিবস কবে পালিত হয়?

উঃ-২০ অক্টোবর।

11. আন্তর্জাতিক স্নো চিতা দিবস(International snow leopard day) কবে পালিত হয়?

উঃ-২৩ অক্টোবর।

 

প্রতিদিন এই ধরনের পোস্ট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ও টেলিগ্ৰাম চ্যানেলে যুক্ত হয়ে যান ✅✅

 

আরও পড়ুন:- 28th October Current Affairs 2023

Leave a comment