কারেন্ট অ্যাফেয়ার্স 2023 || 31th October Current Affairs 2023 Bengali

কারেন্ট অ্যাফেয়ার্স 2023 || 31th October Current Affairs 2023 Bengali

31th October Current Affairs 2023 Bengali

1. ইলেকশন কমিশনারের দ্বারা ন্যাশনাল আইকন হিসেবে কে নিযুক্ত হলেন?:- রাজকুমার রাও।

2. মালয়েশিয়ার পরবর্তী রাজা হিসেবে কে নির্বাচিত হয়েছেন?:- সুলতান ইব্রাহিম সুলতান ইস্কান্দার।

3. স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এর নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর পদে কে নিযুক্ত হলেন?:- মহেন্দ্র সিং ধোনি।

4. কোন রাজ্যে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান 124 PM-Shri schools চালু করলেন?:- হরিয়ানা।

5. কেন্দ্রীয় মন্ত্রিসভা জামরানি বাঁধ প্রকল্প অনুমোদন করেছে, এটি কোন রাজ্যের?:- উত্তরাখণ্ড।

6. ভারতীয় বিমান বাহিনীর কমান্ডরদের দুই দিনব্যাপী সম্মেলনের উদ্বোধন করলেন কে?:- রাজনাথ সিং।

7. কোন খেলোয়ার ওয়ানডে বিশ্বকাপের ইতিহাসে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েছেন?:- গ্লেন ম্যাক্সওয়েল।

8. ভারতীয় মহিলা ক্রিকেট দলের নতুন প্রধান কোচ কাকে করা হয়েছে?:- অমল মজুমদার কে।

9. প্রতিটি জেলায় হলমার্কিং সেন্টার থাকা ভারতের প্রথম রাজ্য কোনটি?:- কেরালা।

10. কোন দেশ ‘Forest Fire and Certification’ বিষয়ের জাতিসংঘ ফোরামের আয়োজন করেছে?:- ভারত।

11. ভারতীয় সেনাবাহিনী ২৭ অক্টোবর কত তম পদাতিক দিবস উদযাপন করল?:- ৭৭ তম।

 

প্রতিদিন এই ধরনের পোস্ট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ও টেলিগ্ৰাম চ্যানেলে যুক্ত হয়ে যান ✅✅

 

আরও পড়ুন:- 30th October Current Affairs 2023

 

Leave a comment