4th November Current Affairs 2023 || কারেন্ট অ্যাফেয়ার্স 2023

4th November Current Affairs 2023 || কারেন্ট অ্যাফেয়ার্স 2023

4th November Current Affairs 2023

1. UNESCO ভারতের প্রথম কোন শহর City of Music এর মর্যাদা পেল?

উঃ-গোয়ালিয়র।

2. কোন ড্রোন কোম্পানি সম্প্রতি DGCA সার্টিফিকেশন পেয়েছে?

উঃ- Throttle Aerospace Systems

3. বিশ্বের প্রথম AI Safety Summit 2023 কোন দেশে আয়োজিত হচ্ছে?

উঃ- ব্রিটেন।

4. “Indian International film festival” এ আন্তর্জাতিক জুরি প্যানেলের সভাপতিত্ব করবেন কে?

উঃ- শেখর কাপুর।

5. এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ 2023 এ পুরুষদের 50 মিটার রাইফেল 3P ইভেন্টে কে স্বর্ণপদক দিতেছে?

উঃ- ঐশ্বরিয়া প্রতাপ সিং তোমর।

6. শ্রীলঙ্কার ত্রিনকোমালিতে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার শাখা কে উদ্বোধন করেন?

উঃ- নির্মলা সীতারমন।

7. কে 2023 সালের জন্য British Academy Book Prize এ ভূষিত হয়েছেন?

উঃ- নন্দিনী দাস।

8. ভারতের কোন স্টেডিয়ামে মহান ক্রিকেট খেলো য়ার সচিন তেন্ডুলকারের মূর্তি উন্মোচন করা হয়েছিল?

উঃ- ওয়াংখেড়ে স্টেডিয়ামে।

9. কোন রাজ্য Mera Houchongba 2023 উদযাপন করে?

উঃ- মণিপুর।

10. ওয়ানডে বিশ্বকাপে ইতিহাসে সর্বোচ্চ উইকেট শিকারি বোলার কে?

উঃ- মোহাম্মদ সামি।

 

প্রতিদিন এই ধরনের পোস্ট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ও টেলিগ্ৰাম চ্যানেলে যুক্ত হয়ে যান ✅🔥

 

 

Leave a comment