4th to 11th May Current Affairs 2024 || মে মাসের কারেন্ট অ্যাফেয়ার্স গুলি দেখে নাও

4th to 11th May Current Affairs 2024 || মে মাসের কারেন্ট অ্যাফেয়ার্স গুলি দেখে নাও

4th to 11th May Current Affairs 2024

4th to 11th May Current Affairs 2024:‌আজকের অনুচ্ছেদের মাধ্যমে মে মাসের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স গুলি আলোচনা করা হয়েছে। যা বিভিন্ন পরীক্ষা প্রস্তুতি জন্য খুবই উপকারী হয়ে উঠবে।

 

Important Current Affairs 2024

1. T20 World Cup 2024-এ আমেরিকা এবং সাউথ আফ্রিকা টিমের পঞ্চ হলো কোন কোম্পানি?:-Amul.

2. কোন দেশের ক্রিকেটার Devon Thomas -কে পাঁচ বছরের জন্য ব্যান করলো ICC?:- ওয়েস্ট ইন্ডিজ

3. Oxford Bookstore Book Cover Prize 2024 জিতলেন কে?:- ভাবী মেহতা

4. কোথাকার নতুন প্রধানমন্ত্রী পদে নির্বাচিত হলেন Jeremiah Manele?:- সলোমন আইসল্যান্ডস

5. আরাবল্লি পর্বত শ্রেণী থেকে অবৈধ খনন বন্ধ করার জন্য কোন রাজ্যকে নির্দেশ দিল সুপ্রিমকোর্ট?:- রাজস্থান

6. National Jute Board-এর সেক্রেটারি পদে নিযুক্ত হলেন কে?:- শশীভূষণ সিং

7. ইন্ডিয়ান নেভির ভাইস চিফ পদে নিযুক্ত হলেন কে?:- কৃষ্ণ স্বামীনাথন

8. World Press Freedom Index 2024-এ ভারতের স্থান কত?:- 159 তম

9. ICC Men’s T20 World Cup 2024-এর অফিসিয়াল অ্যান্থেম হিসাবে ঘোষিত হলো কোনটি?:- Out of this World.

10. কোথায় “Run for Sun” ম্যারাথন হোস্ট করল কেন্দ্র?:- নিউ দিল্লি।

11. “Victoria Shi” কিসের প্রথম AI কূটনৈতিক নিযুক্ত করল কোন দেশ?:- ইউক্রেন

12. বিশ্বের গভীরতম ব্লু হোল আবিষ্কৃত হলো কোথায়?:- মেক্সিকো

13. National Women’s Hockey League 2024-25 শুরু হলো কোথায়?:- রাঁচি

14. “নক্ষত্র সভা” নামে ভারতের প্রথম অ্যাস্ট্রো ট্যুরিজম ক্যাম্পেইন লঞ্চ করল কে?:- উত্তরাখণ্ড

15. Thoman Cup এবং Uber Cup 2024 উভয়ই জিতলো কোন দেশ?:- চীন

16. কোন ব্যাংকের MD এবং CEO পদে নিযুক্ত হলেন সঞ্জীব নৌটিয়াল?:-Ujjivan Small Finance Bank.

17. UNICEF India-র ন্যাশনাল এম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন কে?:- করিনা কাপুর খান।

18. বিশ্বের প্রথম সিএনজি চালিত বাইক লঞ্চ করলো কে?:- Bajaj Auto.

19. ভারতের যোগা সিস্টেম গ্রহণ করল কোন দেশ?:-: পাকিস্তান

20. আয়ুষ মন্ত্রকের ডিরেক্টর পদে নিযুক্ত হলেন কে?:- সুবোধ কুমার

21. কোন দেশের রাষ্ট্রপতি নির্বাচন জিতল Jose Raul Mulino?:- পানামা

22. Paytm Money কোম্পানির নতুন CEO পদে নিযুক্ত হলেন কে?:- রাকেশ সিং

23. তৃতীয় বার মহাকাশে যাচ্ছে কোন ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারী?:- সুনিতা উইলিয়ামস

24. ICC Women’s T20 World Cup 2024 হোস্ট করবে কোন দেশ?:- বাংলাদেশ

25. কোথাকার কচ্ছ আজরাম টেক্সটাইল ক্রাফট GI Tag পেল?:- গুজরাট

26. পৃথিবীর চুম্বক ক্ষেত্রের প্রাচীনতম প্রমাণ পাওয়া গেল কোন দেশের শিলায়?:- গ্রিনল্যান্ড

27. ভারতের মানবিক অধিকার কাউন্সিলের জাতীয় মুখপাত্র হিসেবে নিযুক্ত হলেন কে?:- শ্রীলেখা মিত্র।

28. ভারত Visa কোম্পানির কান্ট্রি ম্যানেজার পদে নিযুক্ত হলেন কে?:- সুজয় রায়না

29. ভারতের Best Trading Platform -এর তকমা পেল কোন কোম্পানি?:- Quant Power.

30. কোন দেশের রাষ্ট্রপতি হিসেবে পঞ্চমবির শপথ নিলেন ভ্লাদিমির পুতিন?:- রাশিয়া

31. ভারতীয় মহিলা হকি টিমের ক্যাপ্টেন হিসেবে নিযুক্ত হলেন কে?:- সালিমা টেটে

32. 350 টি T20 উইকেট নেওয়া প্রথম ভারতীয় বোলার হলেন কে?:-যুজবেন্দ্র চাহাল

33. 2022 সালে প্রথম দেশ হিসেবে 111 বিলিয়ন ডলার রেমিট্যান্স পেয়েছে কে?:- ভারত

34. জাপানকে অতিক্রম করে বিশ্বের তৃতীয় বৃহত্তম সৌর শক্তি উৎপাদনকারী দেশ হলো কে?:- ভারত

35. কোন দেশের সাথে Local Currency Settlement System চুক্তি স্বাক্ষর করলো ভারত?:- নাইজেরিয়া

36. বিশ্বের সবচেয়ে ধনী শহরের তালিকায় শীর্ষস্থানে রয়েছে কে?:- নিউইয়র্ক

 

 

 

আরও পড়ুন:- 27th April to 3rd May Current Affairs 2024

 

Leave a comment