50 GK Questions And Answers || Target Food Si 2023 || 50 টি গুরুত্বপূর্ণ জেনারেল নলেজ প্রশ্ন উত্তর

50+ GK Questions And Answers || Target Food Si 2023 || 50 টি গুরুত্বপূর্ণ জেনারেল নলেজ প্রশ্ন উত্তর

 

 50 GK Questions And Answers

 50 GK Questions And Answers || Target Food Si 2023 || 50 টি গুরুত্বপূর্ণ জেনারেল নলেজ প্রশ্ন উত্তর 

1. রাজ্যসভার সর্বোচ্চ সদস্য সংখ্যা কত?

:- 250 জন।

2. রাজ্যসভার সদস্যরা কত বছরের জন্য নির্বাচিত হন?

:- 6 বছর।

3. কে লোকসভা ও রাজ্যসভার যৌথ অধিবেশন ডাকেন?

:- রাষ্ট্রপতি।

4. কোন বিল অর্থ বিল কিনা তার সিদ্ধান্ত নেন কে?

:- লোকসভার স্পিকার।

5. কোন বিলটি সংসদে পেশের আগে রাষ্ট্রপতির আগাম অনুমোদন প্রয়োজন হয়?

:- অর্থ বিল।

6. লোকসভার প্রথম স্পিকার কে?

:- জি ভি মাভালাঙ্কার ।

7. কে রাজ্যের কার্য নির্বাহক প্রধান?

:- রাজ্যপাল।

8. কে লোকসভা পরিচালনা করেন?

:- লোকসভার স্পিকার।

9. সুপ্রিম কোর্টের বিচারপতিগণ কত বছর বয়স পর্যন্ত পদে বহাল থাকেন?

:- 65 বছর।

10. রাজ্যপাল তার কার্যাবলীর জন্য কার কাছে দায়ী থাকেন?

:- রাষ্ট্রপতি।

11. ডিম্বাশয়ে ডিম্বাণু উৎপাদন পদ্ধতি কে কি বলে?

:- উজেনেসিস।

12. ফল পাকাতে সাহায্য করে কোন হরমোন?

:- ইথিলিন।

13. অগ্নাশয়ের কোন কোষ থেকে ইনসুলিন নিঃসৃত হয়?

:- বিটা।

14. অগ্নাশয় এর কোন কোষ থেকে গ্লুকাগণ নিঃসৃত হয়?

:- আলফা কোশ থেকে।

15. প্রতি 100ml রক্তের শর্করার স্বাভাবিক পরিমাণ কত?

:- 80-120mg.

16. রক্তে শর্করা পরিমাণ বৃদ্ধির হারকে কি বলে?

:- হাইপার গ্লাইসিমিয়া।

17. রক্তের শর্করার পরিমাণে বৃদ্ধি জনিত রোগকে কি বলে?

:- ডায়াবেটিস মেলিটাস।

18. কোন রোগের অপর নাম Big C?

:- ক্যান্সার।

19. কোন হরমোনের অভাবে ডায়াবেটিস ইনসিপিডাস বা বহুমূত্র রোগ হয়?

:- ADH.

20. SI পদ্ধতিতে তাপের একক কি?

:- কেলভিন।

21. PV=RT সমীকরণ মেনে চলে যে গ্যাসগুলি তাদের কি বলে?

:- আদর্শ গ্যাস।

22. সূর্য এবং পৃথিবীর মধ্যে ন্যূনতম দূরত্ব কবে হয়?

:- 4ঠা জানুয়ারি।

23. কিলোওয়াট-ঘন্টা কিসের একক?

:- শক্তির একক।

24. The future of India কার লেখা?

:- বিমল জালান।

25. কর্কটক্রান্তি রেখা ভারতের কোন রাজ্যের উপর দিয়ে যায়নি?

:- উত্তর প্রদেশ।

26. কোন মুঘল সম্রাট জিন্দাপীর নামে পরিচিত?

:- ঔরঙ্গজেব।

27. কাইজার-ই-হিন্দ কাকে বলা হয়?

:- মহাত্মা গান্ধী।

28. জ্যাব(Jab) কথাটি কোন খেলার সাথে যুক্ত?

:- বক্সিং।

29. গিরীশ কারনাড কিসের সাথে যুক্ত ছিলেন?

:- নাটকের সাথে।

30. মহাকাশে কোন মহাকাশচারী আকাশের রং কি দেখবে?

:- কালো।

31. Servents of India Sociey কে প্রতিষ্ঠা করেন?

:- গোপালকৃষ্ণ গোখলে।

32. নীল গ্রহ কাকে বলে?

:- পৃথিবীকে।

33. মনসবদারী প্রথা কে প্রচলন করেছিলেন?

:- আকবর।

34. VVPAT কিসের সাথে সম্পর্কিত?

:- সাধারণ নির্বাচন।

35. 1GB= কত byts?

:- 10power9

36. স্মৃতি বন্ধানা কোন খেলার সাথে যুক্ত?

:- ক্রিকেট।

37. স্যাকারিন কি দিয়ে তৈরি হয়?

:- টলুইন।

38. ব্যারোমিটারের পাঠ হঠাৎ কমে গেলে আবহাওয়া কি পরিবর্তন হবে?

:- খুব ঝড় হবে।

39. নেহেরু ট্রফি কোন খেলার সাথে যুক্ত?

:- ফুটবল।

40. নিচের কোন খাবারের মধ্যে সবচেয়ে বেশি প্রোটিন পাওয়া যায়?

:– মাছ।

41. মোবাইল ফোনে ব্যবহার প্রযুক্তি GSM এর পুরো কথাটি কি?

:- Global System for Mobile.

42. বন্দিপুর অভয়ারণ্য কোথায় অবস্থিত?

:- কর্ণাটক।

43. 2019 এর ভারতের প্রজাতন্ত্র দিবসে কোন দেশের রাষ্ট্রপতি প্রধান অতিথির স্থান অলংকৃত করেছিলেন?

:- সাউথ আফ্রিকা।

44. সতীদাহ প্রথা কে রদ করেন?

:- লর্ড উইলিয়াম বেন্টিক।

45. খনিজ পদার্থ ফ্লোরিন এর অভাবে মানবদেহে কি ক্ষতি হয়?

:- দাঁত দুর্বল হয়ে যায়।

46. ফতেপুর সিক্রি কে প্রতিষ্ঠা করেছিলেন?

:- আকবর।

47. ফল সংক্রান্ত বিদ্যাকে কি বলে?

:- পোমোলজি।

48. জালিয়ানওয়ালাবাগ এর ঘটনা কোন সালে হয়?

:- 1919 সালে।

49. রামধনু কেন হয়?

:- আলোর প্রতিসরণ ও বিকিরণের জন্য।

50. স্পঞ্জ কি?

:- স্পঞ্জ একটি জীবদেহ।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Leave a comment