5th November Current Affairs 2023

5th November Current Affairs 2023

আগত সমস্ত চাকরির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং কমনযোগ্য প্রশ্ন উত্তর। প্রতিদিন এই ধরনের পোস্ট পেতে আমাদের সাথেই যুক্ত থাকুন।

5th November Current Affairs 2023

1. কোন রাজ্যে ভারতের প্রথম Nano DAP Plant উদ্বোধন করলেন অমিত শাহ?

উঃ- গুজরাট।

2. ‘World Food India 2023’ -এর দ্বিতীয় সংস্করণ কে উদ্বোধন করেন?

উঃ- নরেন্দ্র মোদি।

3. সম্প্রতি ভারত কোন দেশের সাথে Mobility and Migration Agreement স্বাক্ষর করেছে?

উঃ- ইতালি।

4. নির্বাচনী সাক্ষরতা প্রচারের জন্য নির্বাচন কমিশন কার সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে?

উঃ- Ministry of Education.

5. ভারতের প্রথম Wifi6 ready চালু করতে TATA প্লে ফাইবার এর সাথে কোন কোম্পানি অংশীদার করলো?

উঃ- Nokia.

6. বিশ্ব স্বাস্থ্য সংস্থা(WHO) যক্ষা উপদেষ্টা গ্রুপে নিযুক্ত হলেন কে?

উঃ- সারং দেও।

7. জলবায়ু পরিবর্তন বিশেষজ্ঞ অধ্যাপক সালেমুল হক মারা গেছেন, তিনি কোন দেশের বাসিন্দা ছিলেন?

উঃ- বাংলাদেশ।

8. কে গোয়ায় ‘Swayampurna e-bazaar’ চালু করেন?

উঃ- প্রমোদ সাওয়ান্ত।

9. ন্যাশনাল মেডিকেল কমিশন কাদের জন্য “One nation, One Registration Platform” লঞ্চ করেছে?

উঃ- ডাক্তারদের জন্য।

10. কোন শব্দ Collins Dictionary -এর দ্বারা Word of the year 2023 হিসেবে নির্বাচিত হলো?

উঃ- AI

 

  প্রতিদিন এই ধরনের পোস্ট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ও টেলিগ্ৰাম চ্যানেলে যুক্ত হয়ে যান ✅🔥

 

আরও পড়ুন:- 4th November Current Affairs 2023

 

 

 

Leave a comment