6th November Current Affairs 2023

6th November Current Affairs 2023

6th November Current Affairs 2023

1. Bharat Heavy Electricals Limited (BHEL) এর চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর পদে কে নিযুক্ত হলেন?

উঃ-কোপ্পু সদাশিব মূর্তি।

2. 2023 সালের 1 নভেম্বর কোন রাজ্যের গঠনের 50 তম প্রতিষ্ঠা দিবস পালিত হলো?

উঃ-কর্ণাটক।

3. বিশ্বে প্রথম যাত্রী বহনকারী “Flying Taxi” অনুমোদন করল কোন দেশ?

উঃ-চীন।

4. কোন রাজ্য সরকার মেয়েদের Nandagaura Yojana পোর্টাল লঞ্চ করল?

উঃ-উত্তরাখণ্ড।

5. iStart Talent Connect Portal লঞ্চ করল কোন রাজ্য সরকার?

উঃ-রাজস্থান।

6. World Tsunami awareness day কবে পালিত হয়?

উঃ-5 নভেম্বর।

7. Cold Blooded Love শিরোনামে বইটির লেখক কে?

উঃ-গিরিশ দত্ত শুক্লা।

8. কোন রেসিং ড্রাইভার US grand Prix 2023 শিরোপা জিতলেন কে?

উঃ-ম্যাক্স ভার্স্টাপেন।

9. ভারত সহ সাতটি দেশের নাগরিকদের ফ্রি টুরিস্ট ভিসা প্রদান করবে কোন দেশ?

উঃ-শ্রীলংকা।

10. সম্প্রতি প্রয়াত ডক্টর বীরেন্দ্রনাথ দত্ত কোন ভাষার লেখক, সংগীতজ্ঞ ও পন্ডিত ছিলেন?

উঃ-অসমীয়া।

11. 2023 সালের 1 নভেম্বর কেরালা রাজ্য কত তম প্রতিষ্ঠা দিবস পালন করলো?

উঃ-67 তম।

 

প্রতিদিন এই ধরনের পোস্ট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ও টেলিগ্ৰাম চ্যানেলে যুক্ত হয়ে যান 

 

আরও পড়ুন:- 5th November Current Affairs 2023

Leave a comment