8th November Current Affairs 2023

8th November Current Affairs 2023

8th November Current Affairs 2023

1. মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকি টুর্নামেন্ট ২০২৩ ভারতীয় মহিলা হকি দল কোন পদক জিতল?

উঃ- সোনা।

2. ওয়েস্ট ইন্ডিজের কোন খেলোয়াড় সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন?

উঃ- সুনীল নারিন।

3. RBI এর নতুন নির্বাহী পরিচালক(এক্সিকিউটিভ ডিরেক্টর) হিসেবে কে নিযুক্ত হলেন?

উঃ- মনোরঞ্জন মিশ্র।

4. ব্যাঙ্ক অফ মহারাষ্ট্রের নতুন নির্বাহী পরিচালক (এক্সিকিউটিভ ডিরেক্টর) হিসেবে কে নিযুক্ত হলেন?

উঃ- রোহিত ঋষি।

5. কোন রাজ্য সরকার ধর্মীয় পর্যটন বৃদ্ধি করতে multi language microsite লঞ্চ করছে?

উঃ- কেরালা।

6. পশ্চিমবঙ্গের কোন শিক্ষক Global Teacher Prize 2023 শীর্ষ 10 চূড়ান্ত প্রার্থীদের একজন হিসেবে স্বীকৃতি অর্জন করেছে?

উঃ- দীপ নারায়ণ নায়েক।

7. Vikram 1 নামে রকেট তৈরি করল কে?

উঃ- Skyroot.

8. TRIDENT নামে বিশ্বের বৃহত্তম Ghost Particle Detector তৈরি করছে কোন দেশ?

উঃ- চীন।

9. 7 নভেম্বর স্যার চন্দ্রশেখর ভেঙ্কট রমনের কততম জন্মবার্ষিকী পালিত হল?

উঃ- 135 তম।

10. PM Garib Kalyan Anna Yojana আগত কত বছরের জন্য বর্ধিত করা হলো?

উঃ- 5 বছরের জন্য।

 

প্রতিদিন এই ধরনের পোস্ট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ও টেলিগ্ৰাম চ্যানেলে যুক্ত হয়ে যান ✅✅

 

আরও পড়ুন:- 7th November Current Affairs 2023

 

 

Leave a comment