এক নজরে দেখে নিন ভারতের সীমানা|| Bharater Simana Indian Geography

এক নজরে দেখে নিন ভারতের সীমানা|| Bharater Simana Indian Geography

Bharater Simana Indian Geography: ভারতের ভূগোলের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় ‘ভারতের সীমানা’ দেখে নিন এক নজরে। এখান থেকে কয়েকটি প্রশ্ন আসে যেমন- ভারতের পূর্বতম বিন্দুটির নাম কি? 

Bharater Simana Indian Geography

ভূমিকা:

আমাদের জন্মভূমি ভারতবর্ষ পৃথিবীবাসীর কাছে বিভিন্ন নামে পরিচিত; যেমন-ইন্ডিয়া, হিন্দুস্থান, ভারতবর্ষ বা ভারত। গ্ৰিক শব্দ ‘Indoi’ [‘Indoi’ শব্দের অর্থ ‘Indos(ল্যাটিন ‘Indus’) অঞ্চলে বসবাসকারী মানুষ] থেকে এই দেশের নামকরণ হয় ‘India’ । প্রধানত হিন্দুধর্মাবলম্বী মানুষের বাসস্থান বলে এই দেশকে হিন্দুস্তান বলে উল্লেখ করা হয়। সরকারি ভাবে বর্তমানে ‘ইন্ডিয়া’ ও ‘ভারত’ উভয় নামেই স্বীকৃত হয়েছে। এখানকার প্রাকৃতিক ও অর্থনৈতিক বৈচিত্র্য এতটাই যে ভারতবর্ষকে ‘পৃথিবীর ক্ষুদ্র সংস্করণ’(Epitome of the World)বলা হয়। ‘বৈচিত্রের মধ্যে একতা’(Unity in diversity) ভারতের প্রধান বৈশিষ্ট্য।

বিস্তৃতি:

ভারতের উত্তর-দক্ষিণ অক্ষরেখা এবং পূর্ব-পশ্চিম দ্রাঘিমা রেখার বিস্তার প্রায় সমান(২৯°-এর কাছাকাছি) হলেও বিস্তার কিন্তু সমান নয়। উত্তরে কাশ্মীর থেকে দক্ষিণে কন্যাকুমারী পর্যন্ত বিস্তার ৩,২১৪ কিমি এবং পূর্বে অরুণাচল প্রদেশ থেকে পশ্চিমে গুজরাটের কচ্ছ পর্যন্ত বিস্তার ২,৯৩৩ কিমি।

জরুরী তথ্য:

1. প্রতিবেশী দেশগুলির মধ্যে বাংলাদেশের সাথে ভারতের সীমারেখার দৈর্ঘ্য সবচেয়ে বেশি।

2. রাজ্যগুলির মধ্যে ক্ষেত্রমানে রাজস্থান বৃহত্তম এবং গোয়া ক্ষুদ্রতম।

3. তেলেঙ্গানা ভারতের নবীনতম রাজ্য।

আরও পড়ুন:-বায়ুমন্ডলের বিভিন্ন উপাদান ও স্তর সমূহ 

4. বর্তমানে হায়দ্রাবাদ অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা রাজধানী। অমরাবতী তৈরি হওয়ার পর তা অন্ধ্রপ্রদেশের রাজধানী হবে।

5. গুজরাটের কচ্ছ দেশের বৃহত্তম জেলা এবং কেরলের মাহে দেশের ক্ষুদ্রতম জেলা।

6. জম্মু-কাশ্মীর এবং লাদাখ দেশের নবতম দুই কেন্দ্রশাসিত অঞ্চল।

7. ক্ষেত্রমানে বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল হল জম্মু ও কাশ্মীর, ক্ষুদ্রতম লাক্ষাদ্বীপ

8. চন্ডীগড় পাঞ্জাব ও হরিয়ানা এই দুই রাজ্যের রাজধানী। পাশাপাশি এটি কেন্দ্রশাসিত অঞ্চলও বটে।

9. বর্তমানে ভারতে ২৮ টি রাজ্য ও ৯টি কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে।

ভারতের সীমা:

ভারতের উত্তর অংশ স্থলভাগ দ্বারা এবং দক্ষিণ অংশ সাগর ও মহাসাগর দ্বারা বেষ্টিত।

স্থলসীমা:- ভারতের উত্তর-পশ্চিম, উত্তর ও উত্তর-পূর্ব অংশ প্রায় ১৫,২০০ কিমি স্থলভাগ বেষ্টিত। উত্তরের সুবিশাল হিমালয় পর্বত ভারত-চীনের প্রাকৃতিক সীমারেখা হিসেবে দাঁড়িয়ে আছে।

ভারত ও তার প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে স্থলসীমার ভিন্ন নাম

রাষ্ট্র

স্থলসীমার নাম

ভারত ও আফগানিস্তান

ডুরান্ড লাইন (১৮৯৬)

ভারত ও চীন

ম্যাকমোহন লাইন (১৯১৪)

ভারত ও পাকিস্তান 

রেডক্লিফ লাইন(১৯৪৭)

ভারতের কাশ্মীর ও পাক

লাইন অফ কন্ট্রোল 

অধিকৃত কাশ্মীর 

(এল.ও.সি)

ভারতের কাশ্মীর ও চীন অধিকৃত কাশ্মীর

লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল (এল.এ.সি)

জলসীমা:- ভারতের দক্ষিণ অংশের তিনদিক প্রায় ৫৪২২.৬ কিমি সাগর ও মহাসাগর দ্বারা পরিবেষ্ঠিত। ভারতের দক্ষিণে রয়েছে ভারত মহাসাগর, পশ্চিমে আরবসাগর এবং পূর্বে বঙ্গোপসাগর। এছাড়া রয়েছে কয়েকটি উপসাগর। পশ্চিমে গুজরাটের কচ্ছ ও কাথিয়াবাড়ের মধ্যে রয়েছে কচ্ছ উপসাগর, কাথিয়াবাড়ের দক্ষিণ-পূর্বে কাম্বে ও খাম্বাত উপসাগর। দক্ষিনে ভারত ও শ্রীলঙ্কার মধ্যে রয়েছে মান্নার উপসাগর, পক উপসাগর ও পক প্রণালী। দ্বীপপুঞ্জসহ ভারতে উপকূল রেখার মোট দৈর্ঘ্য ৭,৫১৭ কিমি।

এক নজরে ভারত:

ক্ষেত্রমানে ভারত পৃথিবীর ‘সপ্তম’ বৃহত্তম দেশ। ভারতের ক্ষেত্রমান ৪২ লক্ষ ৮৭ হাজার ২৬৩ বর্গ কিমি। জম্মু-কাশ্মীরের ‘ইন্দিরাকল’ ভারতের উত্তরতম এবং আন্দামান নিকোবরের ‘ইন্দিরাপয়েন্ট’(আগের নাম পিগম্যালিয়ন পয়েন্ট) ভারতের দক্ষিণতম বিন্দু। ভূখণ্ডের দক্ষিণতম অংশ ‘কুমারিকা অন্তরীপ’। গুজরাটের ‘গুহারমোটার’ ভারতের পশ্চিমতম এবং অরুণাচলের ‘কিবিথ’ ভারতের পূর্বতম স্থান। চীন ভারতের ‘বৃহত্তম’ এবং মালদ্বীপ ভারতের ‘ক্ষুদ্রতম’ প্রতিবেশী দেশ।

 

 

আরও পড়ুন:- ওজোন স্তর সম্পর্কে বিস্তারিত তথ্য 

আরও পড়ুন:- বিশ্ব উষ্ণায়ন সম্পর্কে বিস্তারিত তথ্য 

Leave a comment