বৃদ্ধি ও বিকাশের মধ্যে পার্থক্য || Difference between growth and development 

বৃদ্ধি ও বিকাশের মধ্যে পার্থক্য || Difference between growth and development

প্রিয় বন্ধুরা,

আজ আপনাদের জন্য নিয়ে এলাম যা আপনাদের আগত পরীক্ষার জন্য খুবই উপকারী হয়ে উঠবে। যারা Primary & Upper Primary Tet এর জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা আমাদের টেলিগ্রাম চ্যানেলেহোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যান এখানে সিলেবাস অনুযায়ী সমস্ত নোট শেয়ার করা হয়। তাই সময় মত সমস্ত নোট পেতে যুক্ত হয়ে যান।

Difference between growth and development

শিশু বিকাশ এর ধারণা (Concept of Child Development):

শিশুরা দেশের ভবিষ্যৎ। তাদের যথাযথ লালন-পালন এবং সঠিক বিকাশ বিশেষভাবে প্রয়োজন। ভারতে মোট জনসংখ্যার প্রায় ৩৪ শতাংশ জুড়ে রয়েছে শিশু। এই শিশুদের মধ্যে যাদের বয়স ৬ বছরের নিচে তারা দখল করে রয়েছে প্রায় ১৫ শতাংশ এবং ৬ থেকে ১৪ বছর বয়সে শিশুরা দখল করে রয়েছে প্রায় 19 শতাংশ। মানব জীবনের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ এবং সঙ্কটজনক পর্যায় এটি। এই পর্যায়ের ভিত মজবুত এবং স্থায়ী হওয়া প্রয়োজন। বিশিষ্ট অর্থনীতিবিদ অমর্ত্য সেন বলেছেন, “আগামী দিনে ভারতকে প্রগতির দিকে নিয়ে যেতে হলে, এখনই শিশুদের যথাযথ বিকাশের জন্য পিতা-মাতা, অভিভাবক-অভিভাবিকাসহ সংশ্লিষ্ট সবাইকে সচেষ্ট হতে হবে”।

বৃদ্ধির সংজ্ঞা:

একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে মানবশিশুর দেহের আকার বা আয়তন, ওজন ও উচ্চতার স্বতঃস্ফূর্ত ও স্থায়ী পরিবর্তন হলো বৃদ্ধি

বিকাশের সংজ্ঞা:

বিকাশ হল ব্যক্তির সহজাত দৈহিক মানসিক ক্ষমতা বা সামর্থের প্রকাশ ও বিস্তার, যা ব্যক্তিকে জটিল থেকে জটিলতার কর্মসম্পাদন করতে সহায়তা করে। বৃদ্ধির মাধ্যমে বিকাশ অর্জিত হয়। কাজেই জন্মের পর থেকে শিশুর জীবনব্যাপী, সামগ্রিক গুণগত পরিবর্তনের ধারাবাহিক প্রক্রিয়া হলো বিকাশ

বৃদ্ধি ও বিকাশের মাধ্যমে পার্থক্যে

বৃদ্ধি

বিকাশ

বৃদ্ধি হল জৈবিক পরিবর্তন।

বিকাশ প্রক্রিয়া বলতে ব্যক্তির সব ধরনের পরিবর্তনকে বোঝায়। এটি হলো একটি ধারাবাহিক পরিবর্তন।

বৃদ্ধি হলো কারণ ।

বিকাশ হল ফলাফল ‌।

বৃদ্ধি হল ব্যক্তির দেহের আকার ও আয়তনের পরিবর্তন।

বিকাশ হলো ব্যক্তির সামগ্রিক পরিবর্তন।

এটি হলো ব্যক্তির আচরণের পরিমাণগত পরিবর্তন।

এটি হলো ব্যক্তির আচরণের গুণগত পরিবর্তন।

বৃদ্ধি জীবনব্যাপী প্রক্রিয়া নয়।

বিকাশ হলো জীবনব্যাপী প্রক্রিয়া।

ব্যক্তি জীবনে পরিনমন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার সঙ্গে সঙ্গে বৃদ্ধি থেমে যায়।

বিকাশ প্রক্রিয়াটি সমগ্র জীবনব্যাপী স্থায়ী হয়।

বৃদ্ধি সাংগঠনিক নয়।

বিকাশ প্রক্রিয়া সাংগঠনিক।

বৃদ্ধি হল বিকাশ প্রক্রিয়ার একটি অংশ।

বিকাশ প্রক্রিয়াটি বৃদ্ধি অপেক্ষা অনেক বেশি ব্যাপক।

বৃদ্ধি বিকাশ অপেক্ষা সরল প্রক্রিয়া।

বিকাশ প্রক্রিয়াটি বৃদ্ধি অপেক্ষা বেশি জটিল।

বৃদ্ধি পর্যবেক্ষণযোগ্য। অর্থাৎ বৃদ্ধির ক্ষেত্রে বাহ্যিক পরিবর্তন দেখা যায়।

বিকাশ প্রক্রিয়া হলো অভ্যন্তরীণ। বাহ্যিকভাবে এটি পর্যবেক্ষণ সাপেক্ষ নয়।

বিকাশ ব্যতীত বৃদ্ধি সম্ভব নয়।

বৃদ্ধি ব্যতীত বিকাশ সম্ভব হয়।

বৃদ্ধি হল নৈর্ব্যক্তিক।

বিকাশ হলো ব্যক্তিকেন্দ্রিক।

বৃদ্ধি একটি নির্দিষ্ট বয়স পর্যন্ত ঘটে।

বিকাশ আমৃত্যু ঘটে।

 

 আরও পড়ুন:- বৃদ্ধি ও বিকাশ সম্পর্কিত সমস্ত তথ্য

 আরও পড়ুন:- কোহলবার্গের নৈতিক বিকাশের তত্ত্ব 

 আরও পড়ুন:- বৃদ্ধি ও বিকাশ সম্পর্কিত MCQ 

আরও পড়ুন:- শিশুর সঞ্চালনমূলক ও ভাষাগত বিকাশ 

আরও পড়ুন:- বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের অর্থবোধ 

আরও পড়ুন:- CDP practice set 01 

আরোও পড়ুন:- Primary Tet 2023-24 Answer Key 

Leave a comment