প্রাইমারি টেট+পিএসসি ক্লার্কশিপ পরিবেশ বিজ্ঞান প্রশ্ন উত্তর||Environment Science Practice Set 31

প্রাইমারি টেট+পিএসসি ক্লার্কশিপ পরিবেশ বিজ্ঞান প্রশ্ন উত্তর|| Environment Science Practice Set 31

Environment Science Practice Set 31

1. পৃথিবীর সর্বনিম্ন স্থান কোনটি?:-মারিয়ানা খাত।

2. “Ecosystem” কথাটির প্রবর্তক কে?:-এ.জি. ট্রান্সলে।

3. জাতীয় বিজ্ঞান দিবস কোন তারিখে পালিত হয়?:- 28th February.

4. “Fall of a Sparrow” বইটি কে লিখেছেন?:- সেলিম আলী।

5. তেজস্ক্রিয় বিপর্যয়ের সঙ্গে যুক্ত হল:-চেরনোবিল।

6. WHO নির্দেশিত শব্দ নিরাপদ মাত্রা হলো কত?:- 65 ডেসিবেল।

7. CFC গ্যাসের বাণিজ্যিক নাম কী?:-ফ্রেয়ন গ্যাস।

আরো পড়ুন:- পরিবেশ শিক্ষার গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর পর্ব ৩০

8. বৃষ্টির অম্লতা মাপার যন্ত্রের নাম কি?:-PH-মিটার।

9. ভারতবর্ষে প্রথম জাতীয় উদ্যান প্রতিষ্ঠিত হয়?:-1936

10. পশ্চিমবঙ্গের রাজ্য বৃক্ষ কোনটি?:-ছাতিম গাছ।

11. আদমশুমারি ২০১১ অনুসারে ভারতে শিক্ষার হার কোন রাজ্যে সব থেকে বেশি?:-কেরালা(93.9%)।

12. সৌরজগতের সবচেয়ে ধীর গতির গ্রহ কোনটি?:-প্লুটো।

13. বর্তমানে ভারতে কয়টি UNESCO World Heritage সাইট আছে?:- 42 টি।

14. শান্তিনিকেতন কবে UNESCO World Heritage সাইটের তালিকাভুক্ত হয়?:- 2023.

15. ভারতের সর্বশেষ UNESCO World Heritage সাইট “হোয়সালা মন্দির” কোন রাজ্যে অবস্থিত?:-কর্নাটক।

16. ক্যাডমিয়ামের দূষণের ফলে কোন রোগ হয়?:-ইটাই ইটাই।

17. C.S.F এর পুরো নাম কি?:-সেইব্রো স্পাইনাল ফ্লুইড।

18. রাষ্ট্রপুঞ্জ কত সালকে আন্তর্জাতিক জীববৈচিত্র্য বর্ষ হিসেবে ঘোষণা করে?:-2010

19. “জঙ্গল আমাদের দেয় মাটি, জল, বিশুদ্ধ বাতাস”- কোন আন্দোলনে এই স্লোগান উঠেছিল?:-চিপকো আন্দোলনে।

20. বিশ্ব জলদিবস কবে পালন করা হয়?:-২৩ শে মার্চ।

21. ইকোট্যুরিজম কি?:- বাস্তুসংস্থানের টেকসই ব্যবহারের মাধ্যমে ভ্রমণ কেন্দ্রের উন্নয়ন ও বিকাশ।

22. মৃতজীবী খাদ্যশৃঙ্খল কি?:-ডেট্রিটাস খাদ্য শৃঙ্খল কে।

23. বাতাসের গতিবেগ কী দিয়ে মাপা হয়?:- অ্যানিমোমিটার।

24. লুপ্তপ্রায় প্রাণীদের তালিকা কোন বইতে থাকে?:- Red Data Book.

25. ভারতবর্ষের বৃহত্তম জাতীয় উদ্যান কোনটি?:-হেমিস জাতীয় উদ্যান।

26. “BALA” এর সম্পূর্ণ নাম কি?:- Building as Learning Aid.

27. “Nature’s Kindly” কাকে বলা হয়?:-জলাভূমিকে।

28. নর্মদা বাঁচাও আন্দোলনের প্রধান নেত্রী কে ছিলেন?:-মেধা পাটেকর।

29. পশ্চিমবঙ্গের কোন প্রকল্পটি ২০১৭ সালে নেদারল্যান্ডের হেগ শহরে অনুষ্ঠিত World Forum -এ প্রথম পুরস্কার পায়?:- কন্যাশ্রী।

30. বর্তমানে ভারতের জাতীয় উদ্যানের সংখ্যা কয়টি?:-106 টি।

 

প্রতিদিন এই ধরনের পোস্ট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ও টেলিগ্ৰাম চ্যানেলে যুক্ত হয়ে যান 

 

Leave a comment