প্রাইমারি টেট পরিবেশ বিদ্যা প্র্যাকটিস সেট || WB Primary TET Environment Studies Practice Set 9

প্রাইমারি টেট পরিবেশ বিদ্যা প্র্যাকটিস সেট || WB Primary TET Environment Studies Practice Set 9

Environment Studies Practice Set 9

1. আগামী ২০৩০ সালকে লক্ষ্য করে সুস্থায়ী বা সাসটেনেবল উন্নয়নের কর্মসূচিকে বলে-
A) ২০৩০ ফিউচার।
B) অ্যাজেন্ডা ২০৩০।
C) ২০০০+৩০ প্রোগ্রাম।
D) গ্রোথ ২০৩০।

উঃ-B) অ্যাজেন্ডা ২০৩০।

2. অরণ্য ধ্বংসের জন্য কোনটি সবচেয়ে দায়বদ্ধ?
A) মানুষের গাছ কাটার অভ্যাস।
B) অশিক্ষা।
C) জ্বালানির অভাব।
D) অনিয়ন্ত্রিত গাছ কাটা।

উঃ-D) অনিয়ন্ত্রিত গাছ কাটা।

3. যে জীব ভৌগলিক অঞ্চলের জীব বৈচিত্র্য থাকলেও যা নানা কারণে বিপন্ন হয়েছে, তাকে বলে-
A) হটস্পট।
B) বায়োস্ফিয়ার রিজার্ভ।
C) অভয়ারণ্য।
D) ন্যাশনাল পার্ক।

উঃ-A) হটস্পট।

4. মাটির খনিজ উপাদানের পরিমাণ-
A) ৪৫%
B) ২৫%
C) ৫%
D) ২০%

উঃ-A) ৪৫%

5. ভারতের কোন রাজ্যে করোনায় সবচেয়ে আক্রান্ত হয়েছে?
A) পশ্চিমবঙ্গ।
B) মহারাষ্ট্র।
C) কেরল।
D) গোয়া।

উঃ-B) মহারাষ্ট্র।

6. ভারতের কোন জীবভৌগলিক অঞ্চলের স্নো লেপার্ড পাওয়া যায়?
A) ট্রান্স হিমালয় অঞ্চল।
B) ভারতীয় মরু অঞ্চল।
C) উপকূলীয় অঞ্চল।
D) দাক্ষিণাত্যের মালভূমি।

উঃ-A) ট্রান্স হিমালয় অঞ্চল।

7. বিশ্ব অরণ্য দিবস প্রতিবছর পালিত হয়-
A) ২১ মার্চ।
B) ২২মার্চ।
C) ২৪ এপ্রিল।
D) ৭ এপ্রিল।

উঃ-A) ২১ মার্চ।

আরও পড়ুন:- EVS Practice Set-8

8. বিষ্ণোই কারা?
A) রাজস্থান পাঞ্জাব হরিয়ানার মানুষ।
B) অরুণাচল নাগাল্যান্ডের মানুষ।
C) পশ্চিমবঙ্গ বিহার ওড়িশার মানুষ।
D) তামিলনাড়ু কর্ণাটকের মানুষ।

উঃ-A) রাজস্থান পাঞ্জাব হরিয়ানার মানুষ।

9. তেজস্ক্রিয় বিকিরণ কি যন্ত্রের সাহায্যে পরিমাপ করা যায়?
A) থার্মোমিটার।
B) প্যান্টোগ্রাফ।
C) গিগার-মুলার কাউন্টার।
D) জিপিএস।

উঃ-C) গিগার-মুলার কাউন্টার।

10. Periplaneta Americana বিজ্ঞানসম্মত নামটি নিচের কোন প্রাণীর?
A) মাছি।
B) আরশোলা।
C) কুমির।
D) সোনা ব্যাং।

উঃ-B) আরশোলা।

11. পৃথিবীর কোন দেশে সর্বোচ্চ পরিমাণ টার স্যান্ড পাওয়া যায়?
A) ভেনেজুয়েলা।
B) রাশিয়া।
C) কানাডা।
D) আমেরিকা।

উঃ-C) কানাডা।

12. পশ্চিমবঙ্গের কোথায় বায়ু শক্তি। উৎপাদন করা হয়?
A) সাগর দ্বীপ সুন্দরবন।
B) দার্জিলিং।
C) জলপাইগুড়ি।
D) কোচবিহার।

উঃ-A) সাগর দ্বীপ সুন্দরবন।

13. FAO এর মতে বেঁচে থাকার জন্য মানুষের দৈনিক কি পরিমান খাদ্য শক্তি দরকার?
A) ২৭৭০ ক্যালোরি।
B) ৫৫০০ ক্যালোরি।
C) ৩৯২০ ক্যালোরি।
D) ২০২০ ক্যালোরি।

উঃ-A) ২৭৭০ ক্যালোরি।

14. মন্ট্রিল প্রটোকলের উদ্দেশ্য হলো যে গ্যাস বা পদার্থের নিয়ন্ত্রণ-
A) CFC
B) আর্সেনিক।
C) Pb
D) SPM

উঃ-A) CFC

15. প্যারিস সমঝোতা বা প্যারিস এগ্রিমেন্ট কিসের সঙ্গে যুক্ত?
A) কৃষিজ দূষণ।
B) শিল্প দূষণ।
C) জনসংখ্যা নিয়ন্ত্রণ।
D) গ্রীন হাউজ গ্যাস।

উঃ-D) গ্রীন হাউজ গ্যাস।

16. আপিক্কো আন্দোলনের নেতৃত্ব দেন-
A) মহারাজা অভয় সিং।
B) অমৃতা দেবী।
C) পান্ডুরং হেগড়ে।
D) মেধা পাটেকার।

উঃ-C) পান্ডুরং হেগড়ে।

17. টিউপিক হল-
A) বরফের তৈরী ঘর ইগলু।
B) এক্সিমোরা গ্রীষ্মকালের যে চামড়া তৈরি তাবুতে বাস করে।
C) এক্সিমোরা যে চামড়া তৈরি নৌকা ব্যবহার করে।
D) কোনোটিই নয়।

উঃ-B) এক্সিমোরা গ্রীষ্মকালের যে চামড়া তৈরি তাবুতে বাস করে।

18. পুকুর বা হ্রদের প্রাকৃতিক পরিবেশ ও বাস্তুতন্ত্রের প্রাথমিক খাদক নিচের কোনটি?
A) ছোটো মাছ।
B) প্রাণী প্লাংকটন।
C) শ্যাওলা।
D) ছত্রাক।

উঃ-B) প্রাণী প্লাংকটন।

19. কয়েক ঘন্টার প্রচুর বৃষ্টিপাতের ফলে কোন দুর্যোগ ঘটে?
A) হড়পা বান।
B) ভূমিক্ষয়।
C) জল দূষণ।
D) বাঁধের ক্ষতি।

উঃ-A) হড়পা বান।

20. ধানের উৎপাদন বৃদ্ধিতে কোন বিজ্ঞানীর অবদান আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে?
A) নরম্যান বোরলগ।
B) ভার্নিস কুরিয়েন।
C) এম এস স্বামীনাথন।
D) গোবিন্দ বল্লভ পন্থ।

উঃ-C) এম এস স্বামীনাথন।

21. ‘হ্যাবিট্যাট লস’ বলতে কী বোঝায়?
A) অর্থের ক্ষতি।
B) বাড়ি ঘরের ক্ষতি।
C) পারিবারিক ক্ষতি।
D) প্রাকৃতিক বনভূমির ক্ষতি।

উঃ-D) প্রাকৃতিক বনভূমির ক্ষতি।

22. ওজোন স্তর ক্ষয়ের ফলে মানুষের দেহে নিম্নলিখিত কোন রোগ হয়?
A) ব্ল্যাক ফুট।
B) ফ্লোরোসিস।
C) মেলানোমা।
D) মিনামাটা।

উঃ-C) মেলানোমা।

23. অ্যাসিড বৃষ্টিতে থাকে-
A) কার্বন মনোক্সাইড।
B) নাইট্রোজেন ডাইঅক্সাইড।
C) সালফার ডাই অক্সাইড।
D) মিথেন।

উঃ-C) সালফার ডাই অক্সাইড।

24. ছৌ নাচ বেশি অনুষ্ঠিত হয়-
A) পুরুলিয়া।
B) ঝাড়গ্ৰামে।
C) বাঁকুড়ায়।
D) পশ্চিম মেদিনীপুরে।

উঃ-A) পুরুলিয়া।

25. নদীর জলকে সাধারণত বলা হয়-
A) নোনা জল।
B) প্রবাহিত জল।
C) বিশুদ্ধ জল।
D) স্থির জল।

উঃ-B) প্রবাহিত জল।

প্রতিদিন এই ধরনের পোস্ট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ও টেলিগ্ৰাম চ্যানেলে যুক্ত হয়ে যান ✅✅

 

Leave a comment