ভারতের সংবিধানের গঠন ও বৈশিষ্ট্য || Established of Indian Constitution and Characteristics

ভারতের সংবিধানের গঠন ও বৈশিষ্ট্য || Established of Indian Constitution and Characteristics

 

Established of Indian Constitution and Characteristics

 

ভারতীয় সংবিধানের মূল বৈশিষ্ট্য:

1. বিশ্বের দীর্ঘতম ও জটিলতম সংবিধান।

2. সুপরিবর্তনীয় ও দুষ্পরিবর্তনীয়।

3. বিভিন্ন উৎস থেকে আহরিত সংবিধান।

4. নাগরিকের মৌলিক অধিকারের স্বীকৃতি।

5. রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি।

6. সংসদীয় শাসনব্যবস্থা।

7. এক নাগরিকত্ব।

8. মৌলিক কর্তব্য।

9. ধর্মনিরপেক্ষ।

সুপরিবর্তনীয় সংবিধান কাকে বলে? উদাহরণ দাও?

উঃ- যখন আইনসভা সংখ্যাগরিষ্ঠ ভোটে সংবিধান সংশোধন করতে সক্ষম তখন তাকে সুপরিবর্তনীয় সংবিধান বলে।

উদাহরণ: ব্রিটেন, নিউজিল্যান্ড এর সংবিধান।

দুষ্পরিবর্তনীয় সংবিধান কাকে বলে? উদাহরণ দাও?

উঃ- সাধারণ আইন প্রণয়ন পদ্ধতি অনুসারে যে সংবিধানকে পরিবর্তন বা সংশোধন করা সম্ভব নয় তাকে দুষ্পরিবর্তনীয় সংবিধান বলে।

উদাহরণ: মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান।

ভারতীয় সংবিধানের গঠন

• বিশ্বের দীর্ঘতম লিখিত সংবিধান।

• ১৯৫০ খ্রিস্টাব্দে 26 শে জানুয়ারি ভারতের সংবিধান কার্যকর হওয়ার সময় এই সংবিধানের মোট ৩৯৫ টি ধারা এবং ধারা গুলি ২২টি পার্টে ও ৮টি তপশীল -এ বিভক্ত।

• বর্তমানে এই সংবিধানে মোট ৪৭০ টি ধারা আছে এবং ধারা গুলি ২৫টি পার্টে ও ১২ টি তপশিলে বিভক্ত।

 

  • ভারতের সংবিধান বিভিন্ন দেশ থেকে আহরিত করা হয়েছে। কোন দেশ থেকে ভারতের সংবিধানের নীতিগুলি গৃহীত হয়েছে তা দেখে নেব।

ব্রিটেন:

• পার্লামেন্টারী/সংসদীয় শাসন ব্যবস্থা।

• আইন প্রণয়ন পদ্ধতি।

• এক নাগরিকত্ব।

• পাবলিক অ্যাকাউন্টস কমিটি।

আয়ারল্যান্ড:

• রাষ্ট্র পরিচালনার নির্দেশাত্মক নীতি।

• রাষ্ট্রপতি দ্বারা রাজ্যসভায় সদস্য মনোনয়ন।

• রাষ্ট্রপতি নির্বাচন।

আমেরিকা যুক্তরাষ্ট্র:

• প্রস্তাবনা।

• মৌলিক অধিকার।

• আর্থিক জরুরি অবস্থা।

• বিচার ব্যবস্থা।

• সুপ্রিমকোর্ট ও হাইকোর্টের বিচারপতিদের অপসারণ পদ্ধতি।

কানাডা:

• নির্বাচন ব্যবস্থা।

• কেন্দ্র ও রাজ্যের মধ্যে ক্ষমতার বন্টন।

দক্ষিণ আফ্রিকা:

• সংবিধান সংশোধন পদ্ধতি (Procedure for Amendment).

জার্মানি:

• জরুরি অবস্থা (Emergency Provisions).

জাপান:

• সুপ্রিম কোর্টের কার্যপ্রণালী (Procedure Established by Law).

রাশিয়া:

• মৌলিক কর্তব্য(Fundamental Duties).

 

প্রতিদিন বিভিন্ন পরীক্ষার নোটস বিনামূল্যে পেতে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেটেলিগ্ৰাম চ্যানেলে যুক্ত হয়ে যান 

 

আরও পড়ুন:- খসড়া কমিটি ও প্রস্তাবনা 

আরও পড়ুন:- ভারতের সংবিধানের গণপরিষদের গঠন 

 

Leave a comment