FOOD SI 2018 Previous Year Questions Paper Analysis || WBPSC ফুড SI 2018 বিগত বছরের প্রশ্নপত্র

FOOD SI 2018 Previous Year Questions Paper Analysis || WBPSC ফুড SI 2018 বিগত বছরের প্রশ্নপত্র 

FOOD SI 2018 Previous Year Questions Paper Analysis

বন্ধুরা WBPSC FOOD SI 2023/WBPSC ফুড SI 2023 এর নোটিফিকেশন প্রকাশিত হয়েছে। Exampreparationbengli.com-এর পক্ষ থেকে আজ Food Si 2018 এর বিগত বছরের 50টি জিকে প্রশ্ন উত্তরগুলি আলোচনা করা হলো।

 

1. কোন বিজ্ঞানী ‘এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম’নামে একটি বই লিখেছেন?

:- স্টিফেন হকিং।

2. শান্তি স্বরূপ ভাটনগর পুরস্কারের সঙ্গে যুক্ত- বিজ্ঞান ও প্রযুক্তি।

3. দক্ষিণ গোলার্ধের সামার সলস্টিস (উত্তরায়ণ) ঘটে:- 22শে ডিসেম্বর।

4. ভারতের মধ্যে প্রাচীনতম ট্রেড ইউনিয়ন সংস্থা কোনটি?

:- এ আই টি ইউ সি ।

5. কৃষি গবেষণাগার ভারতীয় পরিষদ কোথায় অবস্থিত?

:- নয়া দিল্লি।

6. জিরো আওয়ার কি?

:- যখন সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয়গুলি উত্থাপিত হয়।

7. কোন পাথর মার্বেলে রূপান্তরিত হয়?

:- চুনাপাথর।

8. কোনটি পুনর্নবীকরণযোগ্য শক্তির উৎস নয়?

:- জ্বালানি কোষ।

9. ‘সুফি’ শব্দটি এসেছে:- এক ধরনের পোশাক থেকে।

10. সূর্য গ্রহণ ঘটে যখন:- চাঁদ, সূর্য ও পৃথিবীর মাঝে আছে।

11. বায়ুমন্ডলে উপস্থিতি রাসায়নিক নিষ্ক্রিয় গ্যাস হল:- আর্গন।

12. ভারতীয় রিজার্ভ ব্যাংকের প্রধান কে বলা হয়:- গভর্নর।

13. ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু ও কার্যকরী হওয়ার সাল হলো:- 1951.

14. পাবলিক সেক্টরের বিলগ্নীকরণকে বলা হয়:- ব্যক্তিগতকরণ (প্রাইভেটাইজেশন)।

15. সুপ্রিম কোর্টের বিচারকরা অফিসে কার্যভার নেওয়ার আগে যে শপথ নেন তা পরিচালনা করেন:- রাষ্ট্রপতি বা উপরাষ্ট্রপতি।

16. ভিটামিন যা সাধারণভাবে মানুষের প্রস্রাবে দ্বারা নির্গত হয়:- ভিটামিন-C।

17. কাদের দ্বারা লোকসভার স্পিকার নির্বাচিত হন?

:- লোকসভার সমস্ত সদস্য দ্বারা।

18. ভারতে, সর্বাধিক সংখ্যক শ্রমিক নিযুক্ত রয়েছে:- টেক্সটাইল শিল্পে।

19. বিখ্যাত অঙ্কন বা ছবি ‘সত্যম শিবম সুন্দরম’ তৈরি করেছেন:-শিভনন্দন নাতিয়াল।

20. কোনটিতে ক্যালসিয়াম সামগ্রিক সর্বাধিক থাকে?

:- জোয়ার।

21. দূষিত কিডনি রোগীদের জন্য ডায়ালিসিস ব্যবহার করা হয়। এই প্রক্রিয়ায় জড়িত থাকে:- আস্রবণ।

22. নিম্নলিখিত গুলির বিবেচনা করুন:

• 2 জি বর্ণালী (2G Spectrum)30-200 KHZ ব্যান্ডউইথ ব্যবহার করে।

• 3 জি বর্ণালী (3G Spectrum) 15-20 MHZ ব্যান্ডউইথ ব্যবহার করে।

• 4 জি বর্ণালী (4G Spectrum) অন্তত 40MHz ব্যান্ডউইথ ব্যবহার করে।

      :- সবগুলি সঠিক।

23. কোনটি বিশ্বের সবচেয়ে প্রাচীন গ্র্যান্ড স্ল্যাম?

:- উইম্বলডন্।

24. বিশ্বের বৃহত্তম ফুলটি হল:- রাফলেসিয়া।

25. উন্নয়নশীল মাল্টিমিডিয়া ওয়েব পেজগুলির জন্য একটি জনপ্রিয় প্রোগ্রামিং ভাষা হল:- জাভা।

26. স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী কে ছিলেন?

:-: সর্দার বল্লভ ভাই প্যাটেল।

27. ‘কংগ্রেস’ শব্দটি প্রাপ্ত হয়েছিল:- আমেরিকান সংসদ থেকে।

28. পুলিৎজার পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়?

:- সাহিত্য ও সাংবাদিকতা।

29. ‘ঘুমার’ লোক নৃত্য হলো:-রাজস্থানের।

30. অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল হলো একটি:- মানবাধিকার গ্রুপ।

31. ট্রপোস্ফিয়ার বায়ুমন্ডলের উষ্ণতম অংশ কারণ:- এটি পৃথিবীর পৃষ্ঠ দ্বারা উত্তপ্ত হয়।

32. প্রথম সম্পূর্ণ ভারতীয় ব্যাংক:- পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক।

33. ভারতীয় জাতীয় কংগ্রেসের অধিবেশনের প্রথমবার বন্দেমাতরম গান গাওয়া হয়েছিল:- 1896.

34. ভারতের নাগরিক নন এমন কে প্রথম ভারতরত্ন পেয়েছিলেন?

:- খান আব্দুল গফ্ফার খান (1987).

35. কারা প্রথম ভারতের স্বর্ণমুদ্রা প্রচলন করেন?

:- ইন্দ্র গ্রীক।

36. বিখ্যাত সাঁচি স্তুপ কে নির্মাণ করেন?

:- অশোক। এটি মধ্যপ্রদেশে অবস্থিত।

37. গ্রামীণ ও শহুরে এলাকার জন্য পরিকল্পনা কমিশন দ্বারা নির্ধারিত সর্বনিম্ন প্রয়োজনীয় ক্যালোরি যথাক্রমে কত?

:- 2400-2100.

38. ‘মাই লাইফ’ কার আত্মজীবনী?

:- ডঃ এ পি জে আব্দুল কালাম।

39. সবচেয়ে নমনীয় ধাতু:- সোনা।

40. মাউন্ট এভারেস্টে ওঠা প্রথম ভারতীয় মহিলা ছিলেন:- বাচেন্দ্রী পাল।

41. বিশ্বের বৃহত্তম মানুষের তৈরি খাল হল:- সুয়েজ খাল।

42. প্রথম লোকপাল বিল সংসদে উপস্থাপন করা হয়েছিল:- মে,1968.

43. হিমাচল প্রদেশের লোকনৃত্য নয়:- ধাকনী।

44. জাতিসংঘের কোন অঙ্গটি বিশ্ব সংসদ হিসেবে বিবেচিত?

:- সাধারণ পরিষদ।

45. 2020 অলিম্পিক অনুষ্ঠিত হবে:- জাপানে।

46. মন্ত্রীদের নির্বাচন করতে পারে:- লোকসভা ও রাজ্যসভার সদস্যরা।

47. কোন ধারা (আর্টিকেল) ভারতের বাকি অংশের থেকে জম্মু ও কাশ্মীরকে আলাদা করে?

:- 370 ধারা।

48. একটি পালক, একটি কাঠের বল বা একটি ইস্পাতের বলের মধ্যে শূন্যস্থানে কোনটি সবচেয়ে দ্রুত পতিত হয়?

:- সবগুলি সমান দ্রুততায়।

49. কোন জোড়া ঠান্ডা রক্তের প্রাণীদের শ্রেণীভুক্ত?

:- সাপ ও ব্যাঙ।

50. সূর্যের শক্তি মুক্তির জন্য কোনটি দায়ী?

:- ফিউশন(সংযোজন)।

 

Leave a comment