ফুড এস আই প্র্যাকটিস সেট পার্ট ১১ || Food SI Practice Set Part 11

ফুড এস আই প্র্যাকটিস সেট পার্ট ১১ || Food SI Practice Set Part 11

 

Food SI Practice Set Part 11

1. ‘নিস্ক্রিয় প্রতিরোধ’ এর সিদ্ধান্ত কে নিয়েছিলেন?

উঃ- অরবিন্দ ঘোষ।

2. বৃহৎসংহিতা গ্রন্থের রচয়িতা কে?

উঃ- বরাহমিহির।

3. কোন সালে নাইট্রোজেনের পরিমাণ বেশি থাকে?

উঃ- ইউরিয়া।

4. কপিল ধারা জলপ্রপাতের অবস্থান কোথায়?

উঃ- নর্মদা নদীর উপর।

5. ‘ঢাকা অনুশীলন সমিতি’ কে প্রতিষ্ঠা করেছিলেন?

উঃ- পুলীন দাস।

6. মানুষের দুধ দাঁতের সংখ্যা কয়টি?

উঃ- ২০ টি।

7. আইলেটস অফ ল্যাঙ্গারহান্স থেকে কোন হরমোন ক্ষরিত হয়?

উঃ- ইনসুলিন।

8. চোল বংশের সরকারি ভাষা কি ছিল?

উঃ- তামিল ভাষা।

9. ‘ব্রজসূচি’ কে রচনা করেছেন?

উঃ- অশ্বঘোষ।

10. পানিনি রচিত ‘অষ্টাধ্যায়ী’ তে কোন বিষয়ের আলোচনা করা হয়েছে?

উঃ- সংস্কৃত ব্যাকরণ।

11. ‘দায়ভাগ’ গ্রন্থটি কার রচনা?

উঃ-জীমূতবাহন।

12. ভারতের প্রথম ঐতিহাসিক বৃহৎ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কাকে বলা হয়?

উঃ- চন্দ্রগুপ্ত মৌর্য।

13. ‘প্রাচীন ভারতের মিল্টন’ কাকে বলা হয়?

উঃ- অশ্বঘোষ।

14. কাকে ‘দ্বিতীয় বুদ্ধ’ বলা হয়?

উঃ- অতীশ দীপঙ্কর।

15. ‘ভর × ত্বরণ’ হল= ?

উঃ- বল।

16. ‘বল × বেগ’ কে কি বলা হয়?

উঃ- ক্ষমতা।

17. গান্ধীজীর আধ্যাত্মিক গুরু কে ছিলেন?

উঃ- লিও টলস্টয়।

18. গান্ধীজী “কাইজার-ই-হিন্দ” স্বর্ণপদক ফিরিয়ে দেন কোন সালে?

উঃ-১৯২০ সালে।

19. গান্ধীজি ‘নাইটহুড’ উপাধি প্রত্যাখ্যান করেছিলেন কোন সালে?

উঃ- ১৯১৯ সালে।

20. ‘তিন কাঠিয়া’ ব্যবস্থা কোন ক্ষেত্রে প্রচলিত ছিল?

উঃ- নীল চাষের ক্ষেত্রে।

21. তিতুমীর কোন বিদ্রোহের একজন নেতা ছিলেন?

উঃ- ওয়াহাবি আন্দোলন।

22. সেন্ট্রোজোম কোন কোষে থাকে?

উঃ- প্রাণী কোশে।

23. শরীরের সংস্পর্শে স্পিরিট শীতল অনুভূতি দেয় কারণ কি?

উঃ- অত্যন্ত উদ্বায়ী।

24. কতগুলো ব্যাংককে জাতীয়করণ করা হয়েছিল ১৯৬৯ সালে?

উঃ- ১৪ টি।

25. অ্যালুমিনিয়ামের প্রধান আকরিক হলো কি?

উঃ- বক্সাইট।

 

প্রতিদিন এই ধরনের পোস্ট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেটেলিগ্ৰাম চ্যানেলে যুক্ত হয়ে যান 

 

আরও পড়ুন:- পিএসসি ক্লার্কশিপ প্র্যাকটিস সেট ১০

Leave a comment