ভারতের সংবিধানের মৌলিক অধিকার || Fundamental Rights of Indian Constitution

ভারতের সংবিধানের মৌলিক অধিকার || Fundamental Rights of Indian Constitution

 

Fundamental Rights of Indian Constitution

 

ভারতের সংবিধানের মৌলিক অধিকার (fundamental rights of Indian Constitution):

• ভারতের সংবিধানের তৃতীয় অংশ (Part-3) ১২ থেকে ৩৫ নম্বর ধারায় ভারতের নাগরিকদের মৌলিক অধিকার গুলি উল্লেখ করা হয়েছে।

• মূল ভারতের সংবিধানে সাত প্রকারের মৌলিক অধিকারের উল্লেখ থাকলেও ১৯৭৮ খ্রিস্টাব্দের ৪৪ তম সংবিধান সংশোধনীর দ্বারা সম্পত্তির অধিকার কে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়েছে বর্তমানে ৬টি মৌলিক অধিকার আছে।

1. সাম্যের অধিকার(right to equality):

• ভারতীয় সংবিধানে তৃতীয় অধ্যায়ের ১৪ থেকে ১৮ অনুচ্ছেদের মধ্যে সাম্যের অধিকার বর্ণিত আছে।

• জাতি, ধর্ম, বর্ণ, স্ত্রী, পুরুষ নির্বিশেষে প্রতি নাগরিকের সমান অধিকার আছে।

• ১৪ নম্বর ধারাতে “Equality before the law or the equal protection of the laws” –“আইনের দৃষ্টিতে সমতা”।

• ১৭ নম্বর ধারাতে আছে অস্পৃশ্যতা নিষিদ্ধকরণ।

2. স্বাধীনতার অধিকার (Right to Freedom):

• ভারতীয় সংবিধানের তৃতীয় অধ্যায়ের ১৯ থেকে ২২ অনুচ্ছেদের মধ্যে স্বাধীনতার অধিকার বর্ণিত আছে।

• মোট ছয় প্রকার স্বাধীনতার অধিকারের কথা আমরা জানতে পারি। যথা:- ১) বাক ও মতামত প্রকাশের স্বাধীনতা, ২)শান্তিপূর্ণ, নিরস্ত্র সমাবিত হওয়ার অধিকার,‌ ৩)ইউনিয়ন গঠন/ সংঘ/ সমিতি গঠনের অধিকার, ৪) দেশের সর্বত্র স্বাধীনভাবে চলাফেরার অধিকার, ৫) দেশের সর্বত্র স্বাধীনভাবে বসবাসের অধিকার, ৬)যেকোনো বৃত্তি, পেশা বা ব্যবসার অধিকার।

3. শোষণের বিরুদ্ধে অধিকার (right against exploitation):

• ভারতের সংবিধানের তৃতীয় অধ্যায়ের ২৩ থেকে ২৪ অনুচ্ছেদ এর মধ্যে শোষণের বিরুদ্ধে অধিকার বর্ণিত রয়েছে।

• ২৩ নম্বর ধারা অনুসারে নিষিদ্ধ রয়েছে- ১) বিনা বেতনে বেকার খাটানো, ২) মানুষ কয় বিক্রয়।

• ১৪ বছরের কম বয়সেরশিশুদের কারখানা বা খনির কাজে লাগানো নিষিদ্ধ করা হয়েছে ২৪ নম্বর ধারা অনুসারে।

4. ধর্মীয় স্বাধীনতার অধিকার (right to freedom of religion):

• ভারতের সংবিধানে তৃতীয় অধ্যায়ের ২৫ থেকে ২৮ অনুচ্ছেদ এর মধ্যে ধর্মীয় স্বাধীনতার অধিকার বর্ণিত রয়েছে।

• কোনো ব্যক্তি স্বেচ্ছায় ধর্মান্তরিত হতে পারেন এবং কোনো নাগরিককে বলপূর্বক ধর্মান্তরিত করা যাবে না। ব্যক্তির ইচ্ছা অনুযায়ী ধর্ম পালন করার অধিকার রয়েছে।

5. সংস্কৃতি ও শিক্ষা বিষয়ক অধিকার (Cultural and Educational Rights):

• ভারতের সংবিধানে ২৯ থেকে ৩০ অনুচ্ছেদ এর মধ্যে সংস্কৃতি ও শিক্ষা বিষয়ক অধিকার বর্ণিত রয়েছে।

• দেশের প্রতিটি নাগরিক তাদের নিজ নিজ ভাষা, লিপি ও সংস্কৃতি সংরক্ষণ করার অধিকার রয়েছে।

6. সাংবিধানিক প্রতিকারের অধিকার (Right to Constitutional Remedies):

• ভারতের সংবিধানের তৃতীয় অধ্যায়ের ৩২ ও ২২৬ অনুচ্ছেদের মধ্যে সাংবিধানিক প্রতিকারের অধিকার বর্ণিত রয়েছে।

• মূলত ভারতীয় নাগরিকদের অধিকার গুলি রক্ষা করে সাংবিধানিক প্রতিবিধানের অধিকার। মৌলিক অধিকার গুলি সংরক্ষণের জন্য নাগরিকরা সুপ্রিম কোর্টের কাছে আবেদন করতে পারে।

• ৩২ নম্বর ধারা অনুসারে সুপ্রিম কোর্টে আদেশ বা নির্দেশ জারি করার মাধ্যমে অধিকার গুলি সংরক্ষণ করতে পারে।

• ২২৬ নম্বর ধারা অনুসারে রাজ্যগুলির হাইকোর্টে আদেশ বা নির্দেশ জারি করার মাধ্যমে অধিকার গুলি সংরক্ষণ করা হয়।

 

 

প্রতিদিন এই ধরনের পোস্ট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেটেলিগ্ৰাম চ্যানেলে যুক্ত হয়ে যান 

 

আরও পড়ুন:- ভারতের সংবিধান গঠন ও বৈশিষ্ট্য 

আরও পড়ুন:-ভারতের সংবিধানের খসড়া কমিটি ও প্রস্তাবনা 

আরও পড়ুন:-ভারতের সংবিধানে গণপরিষদ গঠন 

 

 

Leave a comment