General knowledge || জেনারেল নলেজ

General knowledge || জেনারেল নলেজ 

WBP, KP Constable, Jail police, Food Si All Competitive Exam -এর জন্য কিছু জেনারেল নলেজের প্রশ্ন উত্তর। বিভিন্ন বিষয়ের এবং বিভিন্ন অধ্যায়ের বিষয়বস্তু থেকে প্রশ্ন উত্তরগুলি সংগ্রহ করা হয়েছে। আশা করি আগত  সরকারি চাকরির পরীক্ষার জন্য উপকৃত হবে।

General knowledge

1. ওজোন স্তরের ঘনত্ব কোন এককের সাহায্যে প্রকাশ করা হয়?

:- ডবসন একক (DU)

2. প্রাকৃতিক সৌর পর্দা কাকে বলে?

:- ওজোন স্তরকে

3. কত সালে কোন যন্ত্রের সাহায্যে সর্বপ্রথম ওজোন গ্যাসের ঘনত্ব পরিমাপ করা হয়?

:- ১৯২০ সালের ডবসন স্পেক্টোমিটার যন্ত্রের সাহায্যে

4. কার নামানুসারে ওজোন স্তরের ঘনত্বের একক নামকরণ করা হয়েছে?

:- ব্রিটিশ পদার্থবিদ গর্ডন ডবসন

5. ওজন গর্ত সর্বপ্রথম কে আবিষ্কার করেন?

:- ডঃ ফারমেন

6. নিরক্ষীয় অঞ্চলে ওজোন গ্যাসের গড় ঘনত্ব কত?

:- 250 DU

7. নাতিশীতোষ্ণ অঞ্চলে ওজোন গ্যাসের গড় ঘনত্ব কত?

:- 350 DU

8. মেরু ও উপমেরু অঞ্চলে ওজন স্তরের গড় ঘনত্ব কত?

:- 450 DU

9. ওজোন স্তর সংরক্ষণের জন্য কত খ্রিস্টাব্দে মন্ট্রিল চুক্তি স্বাক্ষর হয়?

:- ১৯৮৭ সালের ১৬ সেপ্টেম্বর। কানাডার মন্ট্রিল শহরে।

10. প্রতিবছর কোন দিনটি আন্তর্জাতিক ওজোন স্তর সংরক্ষণ দিবস হিসেবে পালন করা হয়?

:- ১৬ সেপ্টেম্বর।

11. ওজোন স্তর ক্ষয়রোধের জন্য কত খ্রিস্টাব্দে বসুন্ধরা সম্মেলন অনুষ্ঠিত হয়?

:- ১৯৯২ সালের ৩ থেকে ১৪ই জুন। ব্রাজিলের রিও-ডি-জেনিরো শহরে।

12. পৃথিবীর গড় উষ্ণতা বৃদ্ধির জন্য কোন গ্রিনহাউস গ্যাস সর্বাধিক দায়?

:- কার্বন ডাই অক্সাইড

13. ওজন সংরক্ষণের জন্য কত খ্রিস্টাব্দে ভিয়েনা কনভেনশন অনুষ্ঠিত হয়?

:- ১৯৮৫ সালের ২২ শে মার্চ। অস্ট্রিয়ার ভিয়েনা শহরে।

14. ভারতের সবচেয়ে বেশি লিগনাইট উৎপাদক কোনটি?

:- তামিলনাড়ু

15. পান্না মধ্যপ্রদেশের একটি গুরুত্বপূর্ণ স্থান কোন খনির জন্য বিখ্যাত?

:- হীরা।

16. ভারতের কোন অংশে খনিজ সম্পদের সবচেয়ে বেশি মজুদ রয়েছে?

:- দক্ষিণ পূর্ব অংশেষ।

17. খেত্রী বিখ্যাত কেন?

:- তামা উৎপাদনের জন্য।

18. ভারতের প্রথম তেল পরীক্ষার কেন্দ্র কোথায় স্থাপিত হয়?

:- ডিগবয় (আসাম)

19. ভারতের বৃহত্তম তাপবিদ্যুৎ উৎপাদনকারী রাজ্য কোনটি?

:- মহারাষ্ট্র।

20. ভারতের শক্তির প্রধান উৎস কি?

:- তাপ বৈদ্যুতিক শক্তি।

21. ভারতের বৃহত্তম লোহা উৎপাদনকারী রাজ্য কোনটি?

:- ওড়িশা

22. ভারতের বৃহত্তম দস্তা উৎপাদনকারী রাজ্য কোনটি?

:- রাজস্থান

23. ভারতের প্রথম ইউরেনিয়াম খনি কোথায়?

:- জাদুগুদা

24. দামোদর উপত্যকা প্রকল্প কোন রাজ্যে অবস্থিত?

:- ঝাড়খন্ড এবং পশ্চিমবঙ্গ।

25. আরব সাগরের রাজধানী বলা হয় কোনটি?

:- কোচি বন্দর

26. পশ্চিমবঙ্গের কোচবিহার কেন বিখ্যাত?

:- রেশম শিল্প।

27. ভারত ও বাংলাদেশের সীমান্তে ফারাক্কা বাঁধ প্রকল্পটি কোন নদীর উপর অবস্থিত?

:- গঙ্গা

28. এশিয়ার বৃহত্তম টিউলিপ গার্ডেন কোন রাজ্যে অবস্থিত?

:- জম্মু ও কাশ্মীর

29. স্বাধীনতার পর প্রথমবারের মতো ২০১১ সালে কোন রাজ্য থেকে সামাজিক,অর্থনৈতিক ও বর্ণ শুমারি শুরু হয়েছিল?

:- ত্রিপুরা

30. ভারতের অধিকাংশ খনিজ খনি কোন রাজ্যে অবস্থিত?

:- মধ্যপ্রদেশ

31. “জাতীয় বীজ গবেষণা ও প্রশিক্ষণকেন্দ্র” কোন স্থানে অবস্থিত?

:- বারাণসী

32. চন্দনরেঞ্জ কোন রাজ্যে অবস্থিত?

:- রাজস্থান

33. ভারতের কোন রাজ্যে সর্বাধিক সংখ্যক পাটকল অবস্থিত?

:- পশ্চিমবঙ্গ

34. ভারতে সর্বাধিক বৃষ্টিপাতের কারণ কি?

:- উত্তর-পূর্ব বর্ষা।

35. পেনগঙ্গা কোন নদীর উপনদী?

:- গোদাবরী

36. কোন স্থানটিকে ‘তৃতীয় মেরু’ বলা হয়?

:- সিয়াচেন হিমবাহ

37. ONGC-এর পল্টনা প্রকল্প কোন রাজ্যে অবস্থিত?

:- ত্রিপুরা

Leave a comment