General knowledge -4 || সাধারণ জ্ঞান -৪

General knowledge -4 || সাধারণ জ্ঞান -৪

 

General knowledge -4

 

1. “পথের দাবী” গ্রন্থের লেখক কে?

:- শরৎচন্দ্র চট্টোপাধ্যায়।

2. আধুনিক ভারতের জাতীয়তাবাদের জনক কে?

:- রাজা রামমোহন রায়।

3. কবে হিন্দু কলেজ প্রেসিডেন্সি কলেজ নামে পরিচিত হয়?

:- 1855 সালে।

4. শ্রীরামপুর কলেজ কবে স্থাপিত হয়?

:- 1818 সালে।

5. কংগ্রেসের প্রথম অধিবেশনের সভাপতি কে ছিলেন?

:- উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়।

6. জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা কে?

:- অ্যালান অক্টাভিয়ান হিউম।

7. ‘হাজং’ উপজাতিদের বিদ্রোহকে ‘হাতিখেদা বিদ্রোহ’ কেন বলা হয়?

:- 1770 সাল থেকে সুসঙ্গের জমিদারের হয়ে হাতি ধরার কাজ করত বলে।

8. নেতাজি কবে আজাদ হিন্দ ফৌজের সিপাহসালার(সেনাবাহিনীর প্রধান) হন?

:- 1943 সালের 25 আগস্ট।

9. রায়তওয়ারী প্রতাপ প্রথম কোথায় কার্যকরী হয়?

:- চেন্নাই ও মুম্বাইয়ে।

10. বরাহ গিরি ভেঙ্কট গিরি ও দেওয়ান চমনলাল কাদের আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন?

:- শ্রমিক আন্দোলন।

11. ব্রাহ্মসমাজ কি উদ্দেশ্যে করা হয়েছিল?

:- একেশ্বরবাদ প্রচারের জন্য।

12. স্বাধীনতা আন্দোলনের শুরুতে কোন জাতীয়তাবাদী নেতা ভারতীয় জাতীয় আন্দোলনের প্রতি ইংল্যান্ড জনমত গড়তে উদ্যোগ নেন?

:- দাদাভাই নওরাজী।

13. 1782 সালে চাকমা উপজাতিরা কার নেতৃত্বে দ্বিতীয়বার বিদ্রোহ করেন?

:- জানবক্স খাঁর নেতৃত্বে(দৌলত খাঁর ছেলে)।

14. বাঁকুড়া ও বীরভূমে পাহাড়িয়া আদিবাসীরা প্রথম কবে ইংরেজদের বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহ করে?

:- 1789 সালের জানুয়ারির প্রথম সপ্তাহে (প্রতিপক্ষ ছিল ব্রিটিশ জেলা শাসক ক্রিস্টোফার কিটিং)।

15. বাঁকুড়া জেলার দক্ষিণ-পশ্চিম, পশ্চিম মেদিনীপুর জেলার উত্তর-পশ্চিম, বীরভূম জেলার পূর্বাঞ্চলকে ব্রিটিশ শাসকরা কি নাম দেন?

:- জঙ্গলমহল।

16. হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও কবে হিন্দু কলেজ থেকে উত্থাপনার কাজ ছেড়ে দেন?

:- 1831 সালে।

17. ন্যাশনাল লাইব্রেরীর নাম আগে কি ছিল?

:- ক্যালকাটা পাবলিক লাইব্রেরী (1836 সালে)।

18. মেদিনীপুরের বগড়ী অঞ্চলের অধিবাসী নায়েকেরা কার নেতৃত্বে 1806 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে জমি উদ্ধারের জন্য সশস্ত্র লড়াই করেন?

:- অচল সিংহের।

19. ভারতীয় জাতীয় কংগ্রেসেরই উপদল সোসালিস্ট পার্টিতে 1953 ও 1954 সালে চেয়ারম্যান কে ছিলেন?

:- আচার্য নরেন্দ্র দেব।

20. ময়মনসিংহ জেলার গারো পার্বত্য অঞ্চলের উপজাতিরা কার নেতৃত্বে 1775 সালে জমিদারদের বিরুদ্ধে বিদ্রোহ করেন?

:- করম শাহ নামে এক ফকিরের নেতৃত্বে(পরে নেতা হন সুসঙ্গ পরগনার শংকরপুরের গারো সর্দার ছপতি গারো)।

Leave a comment