ফুড সাব ইন্সপেক্টর সাধারণ জ্ঞান-১ || gk questions

ফুড সাব ইন্সপেক্টর সাধারণ জ্ঞান-১ || gk questions

 gk questions

1. অক্সিজেন গ্যাসকে ‘ফায়ার এয়ার’ নাম দিয়েছিলেন কোন বিজ্ঞানী?

:- ল্যাভয়সিয়র।

2. কৃত্রিম হীরক প্রস্তুত করেছিলেন কোন বিজ্ঞানী?

:- ক্যাভেন্ডিস।

3. “চিকিৎসাশাস্ত্রের জনক” আখ্যা দেয়া হয় কাকে?

:- হিপোক্রেটাসকে।

4. ধননন্দ কার হাতে পরাজিত ও নিহত হন?

:- চন্দ্রগুপ্ত মৌর্য।

5. কোন উদ্ভিদের জীবাণুনাশক গুন আছে?

:- নিমের।

6. টলেমি ছিলেন একজন বিখ্যাত:- জ্যোতির্বিদ।

7. জগদীশচন্দ্রের প্রথম গ্রন্থের নাম কি?

:- Response in the living and non living world.

8. তিন বিঘা করিডর যোগ করেছে:- ভারত ও বাংলাদেশকে ।

9. বাউন্ডারি কমিশনের প্রধান হিসেবে কোন ব্যক্তি ভারত ও পাকিস্তানের সীমানা নির্দেশ করেছিলেন?

:- স্যার সিরিল রাডক্লিফ।

10. ভারতের মধ্যে দেশীয় রাজ্যগুলির সংযুক্তির ক্ষেত্রে কোন ভারতীয় নেতার একটি মুখ্য অবদান রয়েছে?

:- সর্দার বল্লভ ভাই প্যাটেল।

11. ভারতের কোন রাজ্যটি ভাষার ভিত্তিতে প্রথম গঠিত হয়?

:- অন্ধ্রপ্রদেশ।

12. কে ইন্ডিয়ান ওমেন্স ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করেছিলেন?

:- ধন্দো কেশব কার্ভে।

13. জামিয়া মিলিয়া ইসলামিয়ার প্রতিষ্ঠাতা কে ছিলেন?

:- ড. জাকির হোসেন।

14. কবে হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়?

:- 1817 সালে।

15. কে তত্ত্বারোধিনী সভার প্রতিষ্ঠাতা ছিলেন?

:- দেবেন্দ্রনাথ ঠাকুর।

16. কে অ্যাংলো ভেদিক কলেজ প্রতিষ্ঠা করেন?

:- লালা হংসরাজ ।

17. ‘Back to Vedas’ এই স্লোগান কে প্রবর্তন করেন?

:- স্বামী দয়ানন্দ সরস্বতী।

18. কে ‘সত্যশোক সমাজ’ প্রতিষ্ঠা করেন?

:- জ্যোতিবা ফুলে।

19. কোন সমাজ সংস্কারক ‘পেরিয়ার’ নামে জনপ্রিয় ছিলেন?

:- ই. ভি. রামাস্বামী নাইকার।

20. রামমোহন রায় কে ‘রাজা’ উপাধি প্রদান করেন কোন মুঘল সম্রাট?

:- দ্বিতীয় আকবর।

21. সতী প্রথা আইনত নিষিদ্ধ করা হয় কত সালে?

:- 1829 খ্রিস্টাব্দে।

22. ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে 1885 সালে কোন শহর অনুষ্ঠিত হয়?

:- বোম্বাই।

23. ভারতের জাতীয় কংগ্রেস কত খ্রিস্টাব্দে গঠিত হয়?

:- 1885 খ্রিস্টাব্দে।

24. ‘স্বরাজ’ আমার জন্মগত অধিকার এটি কে বলেছিলেন?

:- অরবিন্দ ঘোষ।

25. বঙ্গভঙ্গ কবে রদ করা হয়?

:- 1911 সালে।

26. জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনের সভাপতি ছিলেন কে?

:- ফিরোজ শাহ মেহতা।

27. সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী ‘ forcing a person to undergo polygrap, brain mapping and narco analysis tests, as violative of’ কোন ধারায় বলা হয়েছে?

:- ধারা 21 এবং ধারা 20(3)।

28. ভারতীয় সংবিধানের কোন ধারায় সর্বপ্রথম অস্পৃশ্যতার অবলুপ্তি ঘটানো হয়েছে?

:- 17 নং ধারায়।

29. ভারতীয় সংবিধানের কোন ধারায় ভারতীয় রাষ্ট্র সম্বন্ধে একটি কার্যকরী ব্যাখ্যা দান করা হয়েছে?

:- 12 নং ধারায়।

30. ভারতীয় সংবিধানের কোন ধারায় নাগরিকগণের বাক স্বাধীনতার অধিকার অলঙ্ঘনীয় করা হয়েছে?

:- 19 নং ধারায়।

 

Leave a comment