ফুড সাব ইন্সপেক্টর সাধারণ জ্ঞান-১১ pdf || gk questions  pdf

ফুড সাব ইন্সপেক্টর সাধারণ জ্ঞান-১১ pdf || gk questions  pdf

প্রিয় বন্ধুরা,

আজ আপনাদের জন্য নিয়ে এলাম, জেনারেল নলেজ প্রশ্ন উত্তর যা সমস্ত চাকরির পরীক্ষার জন্য খুবই উপকারী হবে।

তাই আর দেরি না করে তাড়াতাড়ি যোগদান করুন এবং  জেনারেল নলেজ এর pdf এর লিংক নিচে দেওয়া হল।

gk questions

1. আত্মঘাতী থলি বলা হয়:- লাইসোজোমকে।

2. ভারতীয় বায়ুসেনা দিবস:- ৮ ই অক্টোবর।

3. চৌসার যুদ্ধ সংঘটিত হয়েছিল:- হুমায়ুন ও শেরশাহ সুরির মধ্যে।

4. সিডারাইট হল:- লোহার আকরিক।

5. সিন্ধু সভ্যতার লিপি কি ভাষায় লেখা ছিল?:- পাঠোদ্ধার করা যায়নি।

6. কমলালেবুর শহর নামে পরিচিত:- নাগপুর, মহারাষ্ট্র।

7. ক্রোমোজোম কোথায় গঠিত হয় না?:- প্রোক্যারিওটিক কোষে।

8. খালসা পন্থার প্রতিষ্ঠাতা হলেন:- গুরু গোবিন্দ সিং।

9. AI এর সম্পূর্ণ অর্থ হল:- Artificial Intelligence.

10. পরমাণুর সবচেয়ে হালকা কনা হল:- ইলেকট্রন।

11. ভূমধ্যসাগরীয় অঞ্চলে কোন ঋতুতে অধিক বৃষ্টিপাত হয়?:- শীতকালে।

12. ‘তাহকীক-ই-হিন্দ’ -এর রচয়িতা কে?:- আলবেরুনী।

13. বিশ্বব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত?:- ওয়াশিংটন ডিসি।

14. মৈকাল পর্বত কোথায় অবস্থিত?:- ছত্রিশগড়।

15. ‘বড় ইমামবাড়া’ কোথায় অবস্থিত?:- লক্ষ্মৌ।

16. ‘টেনিদা’ চরিত্রের স্রষ্টা কে?:- নারায়ণ গঙ্গোপাধ্যায়।

17. কোন বৌদ্ধ সম্মেলনে বৌদ্ধ ধর্ম দুই ভাগে বিভক্ত হয়ে যায়?:- চতুর্থ বৌদ্ধ সম্মেলনে।

18. সংসদের যুগ্ম অধিবেশনের সভাপতিত্ব কে করেন?:- স্পিকার।

19. ভারতের জাতীয় পতাকার নকশা কে তৈরি করেন?:- পিঙ্গালী ভেঙ্কাইয়া।

20. CUT-এর শর্টকাট KEY কোনটি?:- Ctrl+X

21. ভারতের কফি গবেষণাগার কোথায় অবস্থিত?:- চিকমাগালুর।

22. 2022 সালে কততম সংবিধান সংশোধনী হয়েছিল?:- 86 তম।

23. হিন্দু কলেজ কবে প্রতিষ্ঠিত হয়?:- 1817 সালে।

24. 1919 খ্রিস্টাব্দ আইন যে নামে পরিচিত:- মন্টিগু-চেমসফোর্ড আইন।

25. শ্রীরঙ্গপত্তমের চুক্তি স্বাক্ষরের মাধ্যমে কোন ইঙ্গ-মহীশূর যুদ্ধের শেষ হয়েছিল?:- তৃতীয়।

26. বাহমনী সাম্রাজ্যের রাজধানী ছিল:- গুলবার্গ।

27. বীরভূম জেলায় অবস্থিত একটি পাহাড় হল:- মামাভাগ্নে পাহাড়।

28. ‘কেশরী পত্রিকার’ সম্পাদক কে ছিলেন?:- বালগঙ্গাধর তিলক ।

29. ভারতের প্রথম পরীক্ষামূলক পারমাণবিক বিস্ফোরণ ঘটানো হয়:- 1974 সালের, রাজস্থানের পোখরানে।

30. অগ্নি নির্বাপক যন্ত্রে কোন গ্যাস ব্যবহার করা হয়?:- কার্বন-ডাই-অক্সাইড।

 

নীচে pdf এর লিংক টি শেয়ার করা হল

  • File Name:- জেনারেল নলেজ প্রশ্ন উত্তর
  • No. of Page:- 2
  • Location:- Google Drive
  • Download now:-  [Download Here]

 

 

Leave a comment