ফুড সাব ইন্সপেক্টর সাধারণ জ্ঞান-১২ pdf || gk questions  pdf

ফুড সাব ইন্সপেক্টর সাধারণ জ্ঞান-১২ pdf || gk questions  pdf

 

 প্রিয় বন্ধুরা,

আজ আপনাদের জন্য নিয়ে এলাম, জেনারেল নলেজ প্রশ্ন উত্তর যা সমস্ত চাকরির পরীক্ষার জন্য খুবই উপকারী হবে।

তাই আর দেরি না করে তাড়াতাড়ি যোগদান করুন এবং  জেনারেল নলেজ এর pdf এর লিংক নিচে দেওয়া হল।

gk questions

1. কোন প্রাণী সালোকসংশ্লেষে সক্ষম?:- ক্রাইস্যামিবা

2. সালোকসংশ্লেষের প্রধান স্থান:- পাতায় উপস্থিত মেসোফিল কলা। 

3. সালোকসংশ্লেষে সক্ষম ব্যাকটেরিয়া হলো:- রোডোস্পাইরিলিয়াম।

4. এনার্জি কারেন্সি কাকে বলে?:- ATP।

5. সালোকসংশ্লেষে উৎপন্ন অক্সিজেন গ্যাসের উৎস হল:- জল।

6. সালোকসংশ্লেষীয় একক বলা হয়:- কোয়ান্টোজোমকে।

7. সালোকসংশ্লেষের সৃষ্ট গ্লুকোজ অনুর অক্সিজেনের উৎস হল:- কার্বন-ডাই-অক্সাইড।

8. সালোকসংশ্লেষ প্রক্রিয়া:- আলোকশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়।

9. সালোকসংশ্লেষে উৎপন্ন প্রথম স্থায়ী যৌগ হলো:- PGA ।

10. সবুজ উদ্ভিদকে বলে:- উৎপাদক।

11. জীবদেহের প্রধান শ্বসন বস্তুটি হল:- গ্লুকোজ।

12. সালোকসংশ্লেষে আলোকের ভূমিকা আবিষ্কার করেন:- জাইনজেনহাউস।

13. অন্ধকার দশায় তৈরি হয়:- গ্লুকোজ।

14. ফটোসিন্থেসিস শব্দের প্রথম প্রবর্তন করেছিলেন:- বার্নেস(1898)।

15. সালোকসংশ্লেষের প্রধান রঞ্জক:- ক্লোরোফিল।

16. পাতায় আপতিত আলোক রশ্মির কত শতাংশ সালোকসংশ্লেষে নিয়োজিত হয়?:- 0.5-3.5% ।

17. আলোক বিক্রিয়ায় সূর্যালোক শক্তি কোন শক্তিতে আবদ্ধ হয়?:- ATP.

18. সন্ধান প্রক্রিয়াটি হল:- অবাত শ্বসন

19. মুক্ত অক্সিজেনের সহায়তায় যে শ্বসন হয় তাকে কি বলে?:- সবাত শ্বসন।

20. ফ্যাটের RQ-এর মান হল:- 0.7

21. পুষ্টি একপ্রকার:- উপচিতি বিপাক প্রক্রিয়া।

22. প্রোটিন জাতীয় খাদ্যের অভাবে কোন রোগ হতে পারে?:- কোয়াশিয়কর, ম্যারাসমাস।

23. কোন উৎসেচকটি লালারসে পাওয়া যায:- টায়ালিন।

24. ভিটামিন ডি এর অভাবে কি রোগ হয়?:- রিকেট

25. একটি আদর্শ খাদ্য হলো:- দুধ

26. ভিটামিন-C এর অভাবে যে রোগ হয়:- স্কার্ভি

27. দুধ, চিজ ও ইওগার্ট যেটিকে সবল রাখে সেটি হল:- অস্থি, দাঁত ও পেশি।

28. ভিটামিন কে আবিষ্কার করেন?:- কাশিমির ফ্রাঙ্ক।

29. নিয়াসিন ভিটামিনের অভাবে যে রোগ হয়:- পেলেগ্রা।

30. সর্পগন্ধা গাছ থেকে কোন উপক্ষার পাওয়া যায়?:- রেসারপিন।

31. হাঁপানি রোগের উপশমে কোন উপক্ষার ব্যবহৃত হয়?:- ডাটুরিন

32. অ্যাট্রোপিন কোথা থেকে পাওয়া যায়?:-বেলেডোনা গাছের পাতা ও শিকড়ে।

33. পাখির প্রধান রেচন পদার্থ কী?:- ইউরিক অ্যাসিড।

34. মানবদেহের ইউরিয়া উৎপন্ন হয় কোথায়?:- যকৃত

35. অ্যামিবার রেচন অঙ্গের নাম কি?:- সংকোচনশীল গহ্বর।

36. চিংড়ির রেচন অঙ্গের নাম কি?:- সবুজ গ্রন্থি।

37. মানুষের কোন বৃক্কটি আকারে বড় হয়?:- বাম বৃক্ক।

38. মূত্রে বর্ণ নির্ধারক রঞ্জক এর নাম কি?:- ইউরোবিলিন।

39. হিমাচুরিয়া রোগে মূত্রের সঙ্গে কি নির্গত হয়?:- RBC.

40. মুত্রের ঈষৎ হলুদ বর্ণের জন্য দায়ী বস্তুটি হলো?:- ইউরোক্রোম।

41. ব্যাঙ্গাচির নাইট্রোজেন গঠিত পদার্থের নাম কি?:- অ্যামোনিয়া।

 

        নীচে pdf এর লিংক টি শেয়ার করা হল

  • File Name:- জেনারেল নলেজ প্রশ্ন উত্তর
  • No.of Page:- 2
  • Location:- Google Drive
  • Download:- [ Download Here]

 

 

 

Leave a comment