ফুড সাব ইন্সপেক্টর সাধারণ জ্ঞান-13 pdf || gk questions  pdf

ফুড সাব ইন্সপেক্টর সাধারণ জ্ঞান-13 pdf || gk questions  pdf

প্রিয় বন্ধুরা,

আজ আপনাদের জন্য নিয়ে এলাম, জেনারেল নলেজ প্রশ্ন উত্তর যা সমস্ত চাকরির পরীক্ষার জন্য খুবই উপকারী হবে।

তাই আর দেরি না করে তাড়াতাড়ি যোগদান করুন এবং  জেনারেল নলেজ এর pdf এর লিংক নিচে দেওয়া হল।

gk questions  pdf

1. অ্যামিবার গমন অঙ্গের নাম কি?:- সিউডোপোডিয়া/ক্ষণপদ।

2. আলোর প্রভাবে উদ্ভিদের বৃদ্ধিকে বলা হয়:- ফটোট্রপিজম।

3. মানবদেহের দীর্ঘতম পেশী কোনটি?:- সারটোরিয়াস।

4. পেশি সম্পর্কিত বিদ্যাকে কি বলে?:- মায়োলজি

5. মৃত্যুর পর পেশি দৃঢ় হয়ে যাওয়াকে কি বলে?:- রাইগর মর্টিস ।

6. লজ্জাবতী লতায় কি প্রকার চলন দেখা যায়?:- সিসমোন্যাস্টি চলন।

7. অভিকর্ষ প্রতিকুলবর্তী মূল কাদের দেখা যায়?:- হ্যালোফাইট।

8. গমনের সক্ষম উদ্ভিদ কোনটি?:- ভলভক্স

9. রাত্রি বেলায় ফুল ফোটে, এটি কি প্রকার চলন পদ্ধতি?:- নেগেটিভ ফটোন্যাস্টি।

10. সূর্যমুখী উদ্ভিদের ফুল কার প্রভাবে ফোটে?:- আলোর তীব্রতা

11. মাছের গমন অঙ্গের নাম কি?:- পাখনা

12. কোন আয়নটি পেশি সংগঠনের জন্য অপরিহার্য?:- ক্যালসিয়াম

13. কব্জা সন্ধি কোথায় দেখা যায়?:- হাঁটুতে ও কনুইতে।

14. প্যারাপোডিয়া কার গমনের সাহায্য করে?:- নেরিস

15. কোন পাখি মানুষের মতন গমন করে?:- পেঙ্গুইন

16. কোন পেশি মাছেদের গমনে সাহায্য করে?:- মায়োটোম

17. বাস্তু তন্ত্রের জড় উপাদান কি কি?:- জৈব উপাদান, অজৈব উপাদান, ভৌত উপাদান।

18. কোষ নামকরণ করেন কে?:- রবার্ট হুক।

19. মিয়োসিসের কোন দশায় ক্রসিং ওভার হয়?:- প্যাকিটিন।

20. কোন দশায় ক্রোমোজোম গুলি V,L,I,J আকৃতি ধারণ করে?:- অ্যানাফেজ

21. কোন বিভাজনকে হ্রাস বিভাজন বলা হয়?:- মিয়োসিস

22. দেহের কোন কোষ বিভাজিত হয় না?:-স্নায়ু কোষ

23. DNA দ্বিতন্ত্রী গঠন কে আবিষ্কার করেন?:- বিজ্ঞানী ওয়াটসন ও ক্রিক

24. ডান অলিন্দ ও ডান নিলয় এর মধ্যে কোন ধরনের কপাটিকা থাকে?:-ত্রিপত্র কপাটিকা

25. কোন গ্রুপের রক্তে কোন এন্টিজেন থাকে না?:- O গ্রুপের।

26. হেপারিন ক্ষরণ করে কোন শ্বেত রক্তকণিকা?:- বেসোফিল

27. ‘হার্ট মারমার’ কিসের ত্রুটির জন্য ঘটে?:- কপাটিকা

28. হৃদপিন্ডের আবরণ কে কি বলা হয়?:- পেরিকার্ডিয়াম

29. কোন ভ্রুনুজ কলা থেকে রক্ত উৎপন্ন হয়?:- মেসোডার্ম

30. একটি জুপ্লাংটন উদাহরণ হল:- রটিফার

31. নেকটন হল:- জলে সন্তরণশীল জীব

32. পৃথিবীপৃষ্ঠে যতটা অংশ জীব বিরাজ করে তা হল:- বায়োস্ফিয়ার

33. ‘Hot Spot’ যে সকল অঞ্চলের জীব সেটি হল:- বেশি বৈচিত্রপূর্ণ

34. বাস্তু তন্ত্রের শক্তি প্রবাহ কিরূপ?:- একমুখী

35. 10% Law এর প্রবক্তা হলেন কে?:- লিন্ডাম্যান

36. Sericulture কোন বিষয়ের সঙ্গে সম্পর্কযুক্ত?:- রেশন চাষ‌

37. Apiculture কোন বিষয়ের সঙ্গে সম্পর্কযুক্ত?:- মৌমাছি প্রতিপালন

38. Vermiculture কোন বিষয়ের সঙ্গে সম্পর্কযুক্ত?:- কেঁচো প্রতিপালন

39. জীবজনি সূত্রটি কে বর্ণনা করেছেন?:- বিজ্ঞানী হেকেল।

40. Germplasm তত্ত্বটি কার ?:- ভাইসম্যান

41. জীবনের আবির্ভাব সম্পর্কিত ‘সায়ানোজেন’ মতবাদ এর প্রবক্তা কে?:- বিজ্ঞানী ফুজার।

42. নিউম্যাটোফোর এর উপস্থিতি দেখা যায়:- ম্যানগ্রোভ উদ্ভিদে

43. সরীসৃপ ও পাখির মধ্যে যোগ সূত্র হলো:- আর্কিওপটেরিক্স

44. অরনিথোলজি যার সঙ্গে সম্পর্কিত তা হল:- পাখির সঙ্গে

45. একটি ডিমপাড়া স্তন্যপায়ী প্রাণী হল:- একডিনা

46. ‘ব্যবহার ও অব্যবহার’ এর সূত্র কে বর্ণনা করেছেন?:- ল্যামার্ক

47. বর্তমান সময় কোন যুগের অন্তর্গত?:- সিনোজোয়িক

48. হরমোন কে আবিষ্কার করেন?:- বেলিস ও স্টার্লিং।

49. উদ্ভিদের হরমোনের উৎস স্থল কোনটি?:- ভাজক কলা ।

50. মানবদেহে হরমোন কোথা থেকে উৎপত্তি লাভ করে?:- অনাল গ্রন্থি থেকে

51. অমেরুদন্ডী প্রাণীদের হরমোন কোথা থেকে নিঃসৃত হয়?:- নিউরো সেক্রেটরি কোশ থেকে

52. ফল পাকাতে কোন হরমোন ব্যবহৃত হয়?:- ইথিলিন

53. নারকেলের জলে কোন হরমোন থাকে?:- কাইনিন

54. ইনসুলিন কোথা থেকে নিঃসৃত হয়?:- অগ্নাশয় এর বিটা কোষ থেকে।

55. রক্তে গ্লুকোজের মাত্রা বাড়ায় কোন হরমোন?:- গ্লুকাগন

56. STH হরমোন কোন গ্রন্থি থেকে নিঃসৃত হয়?:- পিটুইটারি

57. কোন হরমোনকে জরুরী কালীন হরমোন বলা হয়?:- অ্যাড্রিনালিন

58. ডিম্বাশয় থেকে নিঃসৃত হরমোন হলো:- ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন ও রিলাক্সইন।

59. কোন গ্রন্থী BMR নিয়ন্ত্রণ করে?:- থাইরয়েড

60. লোকাল হরমোন নয়:- ইনসুলিন

61. শিশুদের ক্রেটিনিজম রোগ হয় কোন হরমোনের কম ক্ষরণে?:- থাইরক্সিন

62. ক্যালোরিজেনিক হরমোন বলা হয়:- থাইরক্সিনকে

63. কোন হরমোনটি অ্যাড্রিনাল গ্রন্থিকে উদ্দীপিত করে?:- ACTH.

64. কৃত্রিম হরমোন নয়:- IAA.

65. নিউমোনিয়া কি ঘটিত রোগ?:- ব্যাকটেরিয়া

66. পি- মোজাইক ভাইরাস কোথায় আক্রান্ত করে?:- মটর পাতা

⇐নীচে pdf এর লিংক টি শেয়ার করা হল ⇒

  • File Name:- ফুড সাব ইন্সপেক্টর (GK)-13
  • No.of Page:- 3
  • Location:- Google Drive
  • Download Link:- [Download Here]

 

Leave a comment