ফুড সাব ইন্সপেক্টর সাধারণ জ্ঞান-14 pdf || gk questions pdf

ফুড সাব ইন্সপেক্টর সাধারণ জ্ঞান-14 pdf || gk questions pdf 

 

প্রিয় বন্ধুরা,

আজ আপনাদের জন্য নিয়ে এলাম, জেনারেল নলেজ প্রশ্ন উত্তর যা সমস্ত চাকরির পরীক্ষার জন্য খুবই উপকারী হবে।

তাই আর দেরি না করে তাড়াতাড়ি যোগদান করুন এবং  জেনারেল নলেজ এর pdf এর লিংক নিচে দেওয়া হল।

gk questions

1. তেলেঙ্গানা একটি পূর্ণ রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করে:- 1 জুন,2014।

2. কোন রাজ্যের মন্দির দিয়ে কর্কটক্রান্তি রেখা অতিক্রম করেছে?:-মিজোরাম’ত্রিপুরা’ মধ্যপ্রদেশ।

3. সিকিম ভারতের full-fledged রাজ্য ঘোষিত হয়:- 1975-এ।

4. নবগঠিত অন্ধ্রপ্রদেশ রাজ্যের রাজধানীর নাম হল:-হায়দ্রাবাদ।

5. পৃথিবীর মোট স্থলভাগের অংশ হিসেবে ভারতের ভাগ হলো:- 2.4%

6. দ্রাঘিমা হিসেবে পূর্বতম প্রান্তে অবস্থিত ভারতের রাজ্যটি হল:- অরুনাচল প্রদেশ।

7. জনসংখ্যার হিসেবে পৃথিবীতে ভারত দ্বিতীয় স্থানে, কিন্তু আয়তন হিসেবে ভারত ভারতের স্থান:- সপ্তম।

8. আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ 1944 খ্রিস্টাব্দে অস্থায়ী আজাদ হিন্দ সরকারের অধীনে প্রথম ভারতীয় স্বাধীনতা প্রাপ্ত ভূখণ্ডের পুনঃনামকরণ হয়েছিল?:-শহীদ ও স্বরাজ দ্বীপ।

9. শিলং মালভূমি ‘মেঘালয়’ নামে পরিচিত। কোন ব্যক্তি এই নামকরণ করেন:- এস.পি. চ্যাটার্জী।

10. ‘খেরওয়ারি হুল’ বলতে কী বোঝায়?:- সাঁওতাল বিদ্রোহ।

11. কুকা আন্দোলন কোন রাজ্যের সঙ্গে সম্পর্কিত?:- পাঞ্জাব।

12. ব্রিটিশদের বিরুদ্ধে দেওয়ান ভেলু থাম্পির বিদ্রোহ যে দেশীয় রাজ্যে ঘটে সেটি হয়েছিল:- ত্রিবাঙ্কুর।

13. মুন্ডা বিদ্রোহ (উলগুলান) এর নেতৃত্ব কে দেন:- বিরসা মুন্ডা।

14. সিধু ও কানুর নাম কোন বিদ্রোহের সঙ্গে জড়িত:- সাঁওতাল বিদ্রোহ।

15. 1921-এর মোপলা বিদ্রোহ কোথায় সংঘটিত হয়েছিল?:- কেরল।

16. ‘তিতুমীর’ কে ছিলেন?:- ওয়াহাবি আন্দোলন এর নেতা।

17. ব্রিটিশদের বিরুদ্ধে ‘উলগুলান’ উপজাতি বিদ্রোহ সংঘটিত হয়েছিল যার দ্বারা:-বিরসা মুন্ডা।

18. ভীল বিদ্রোহ কোথায় হয়েছিল?:- খান্দেশ।

19. কোন জায়গাকে সাঁতালরা ‘দামিন-ই-কোহ’ বলত:- রাজমহল পাহাড়।

20. বাংলার তারিকা আন্দোলনের নেতা কে ছিলেন?:- তিতুমীর।

21. লোকসভার পাবলিক একাউন্টস কমিটির সদস্য সংখ্যা:- ১৫ জন।

22. রাজ্য আইনসভার একটি বিল আইন রূপে রূপান্তরিত হয় যখন:- রাজ্যের রাজ্যপাল তাদের সই করেন ‌।

23. একজন রাজ্যসভার সদস্যদের পদে থাকার মেয়াদ:- ৬ বছর।

24. ভারতের রাষ্ট্রপতি কে ইনপিচ করতে পারে:- সংসদ

25. সবুজ বিপ্লব প্রথমে কোথায় ঘটেছিল?:- পাঞ্জাব ও হরিয়ানা।

26. ভারতের নয়া অর্থনৈতিক নীতি চালু হয়েছে কোন বছরে?:- ১৯৯১ সালে।

27. অণুৎপাদক সম্পদ হলো(NPA) ভারতীয় বাণিজ্য ব্যাংকের:- যে ঋণ নির্দিষ্ট সময় ফেরত দেওয়া হয়নি।

28. ১৪ টি বাণিজ্যিক ব্যাংক জাতীয়করণ করা হয়:- ১৯৬৯ সালে।

29. ECF কী?:- Economic Capital Framework.

30. মহেঞ্জোদারো স্থানটি কোথায় অবস্থিত?:- সিন্ধুপ্রদেশের লারকানা জেলায়।

 

    ⇐নীচে pdf এর লিংক শেয়ার করা হল ⇒

  • File Name:- ফুড সাব ইন্সপেক্টর সাধারণ জ্ঞান-14
  • No.of Page:- 
  • Location:- Google Drive
  • Download Link:- [Download Here]

 

Leave a comment