ফুড সাব ইন্সপেক্টর সাধারণ জ্ঞান-২ || gk questions

ফুড সাব ইন্সপেক্টর সাধারণ জ্ঞান-২ || gk questions

gk questions

1. কৃষিকে কোন তালিকার অন্তর্ভুক্ত করা হয়েছে?
:-রাজ্য তালিকা।
2. ভাস্কো দা গামা কবে ভারত এসেছিলেন?
:- 1498 খ্রিস্টাব্দে।
3. “The Autobiography of an Unknown Indian”বইটি কার লেখা?
:- নীরদচন্দ্র চৌধুরী।
4. বিশ্বের জনসংখ্যা দিবস পালিত হয় কবে?
:- 11 ই জুলাই।
5. ইরানী কাপ কোন খেলার সাথে যুক্ত?
:- ক্রিকেট।
6. তামিলনাড়ুর বর্তমান মুখ্যমন্ত্রী কে?
:- এম.কে.স্ট্যালিন।
7. ‘যাযাবর’ কার ছদ্মনাম?
:- বিনয় মুখোপাধ্যায়।
8. “আরব সাগরের রানী” বলা হয় কোন বন্দরকে?
:- কোচি বন্দরকে।
9. ব্লিচিং পাউডারের রাসায়নিক নাম কি?
:- ক্যালসিয়াম হাইপোক্লোরাইড।
10. ওনাম উৎসবের উৎপত্তি ভারতের কোন রাজ্যে?
:- কেরালা।
11. ভারতীয় সংবিধানে বিচারবিভাগের স্বাধীনতা কোন দেশের সংবিধান অনুকরণে গৃহীত?
:- মার্কিন যুক্তরাষ্ট্র।
12. কবে NITI Aayog প্রতিস্থাপন করা হয়?
:- 2015 সালে 1 লা জানুয়ারি।
13. ভারতের সর্বোচ্চ অসামরিক পুরস্কার হল কি?
:- ভারতরত্ন।
14. যে ধাতুটি তাপ ও তড়িৎ এর উত্তম পরিবাহী তার নাম কি?
:-সিলভার।
15. কে ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন?
:- দাদাভাই নওরোজি।
16. পারাদ্বীপ বন্দর ভারতের কোন রাজ্যে অবস্থিত?
:- ওড়িশা।
17. ভারতে মনসবদারী প্রথা কে চালু করেন?
:- আকবর।
18. দ্রৌপদী মুর্মু ভারতের কততম রাষ্ট্রপতি?
:- 15 তম।
19. হলদিঘাটের যুদ্ধ কত সালে হয়?
:- 1576 সালে।
20. অল ইংল্যান্ড ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ জয়ী প্রথম ভারতীয় কে?
:- প্রকাশ পাড়ুকন।
21. ভারতের প্রথম হাইকোর্ট কোথায় প্রতিষ্ঠিত হয়?
:- কলকাতায়।
22. সূর্যের কিরণ থেকে কোন ভিটামিন পাওয়া যায়?
:- ভিটামিন-D
23. পূর্ব রেলের সদর দপ্তর কোথায় অবস্থিত?
:- কলকাতায়।
24. কবে ভগত সিং ও বটুকেশ্বর দত্ত কেন্দ্রীয় আইনসভায় বোমা নিক্ষেপ করেন?
:- 1929 সালে 8 ই এপ্রিল।
25. ভারতে যুদ্ধক্ষেত্রে ‘রুমি’ কৌশল ব্যবহার করেছিলেন কে?
:- বাবর।
26. সর্দার সরোবর প্রকল্প কোন নদীর উপর গড়ে উঠেছে?
:- নর্মদা নদীর উপর।
27. কোন সমুদ্র স্রোতটি শীতল স্রোত?
:- পেরু স্রোত বা হামবল্ড স্রোত।
28. কোনো বিল অর্থ বিল কিনা সে সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত নেন কে?
:- স্পিকার।
29. ভারতের দীর্ঘতম সেচ খাল কোনটি?
:- ইন্দিরা গান্ধী খাল।
30. জলে ভাসমান আণুবীক্ষণিক জীবদের কি বলা হয়?
:- প্ল্যাংকটন।

Leave a comment