ফুড সাব ইন্সপেক্টর সাধারণ জ্ঞান-৬ || gk questions

ফুড সাব ইন্সপেক্টর সাধারণ জ্ঞান-৬ || gk questions

 

প্রিয় বন্ধুরা,

আজ আপনাদের জন্য নিয়ে এলাম কিছু গুরুত্বপূর্ণ জেনারেল নলেজ প্রশ্ন উত্তর যা সমস্ত চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ।

তাই আর দেরি না করে তাড়াতাড়ি যোগদান করুন আর pdf পাওয়ার জন্য নীচে দেওয়া pdf file ডাউনলোড করে নিন।

gk questions

1. ভারতের প্রতিবছর জাতীয় ভোক্তা অধিকার দিবস কবে পালিত হয়?

A) ১৫ মার্চ

B) ২ অক্টোবর

C) ২৪ ডিসেম্বর

D) ২৪ নভেম্বর

২৪ ডিসেম্বর

2. সুর সরোবর চা কীথাম লেক নামে পরিচিত এটি কোন রাজ্যে অবস্থিত?

A) হরিয়ানা

B) উত্তরাখণ্ড

C) উত্তর প্রদেশ

D) গুজরাট

উত্তর প্রদেশ

3. ভারতের সংবিধানের নিচের কোন ধারাটি রাষ্ট্রপতির শপথের সাথে সম্পর্কিত?

A) ৫২ ধারা

B) ৬০ ধারা

C) ৫৪ ধারা

D) ৬১ ধারা

৬০ ধারা

4. রিকেট এবং রাতকানা রোগ যথাক্রমে নিম্নের কোনটির ঘাটতির কারণে হয়?

A) ভিটামিন ডি, ভিটামিন সি

B) ভিটামিন ডি, ভিটামিন এ

C) ভিটামিন বি 1 , ভিটামিন সি

D) ভিটামিন ই, ভিটামিন এ

ভিটামিন ডি, ভিটামিন এ

5. ভারতের মিউচুয়াল ফান্ড শিল্প নিজের কোন সংস্থা দ্বারা নিয়ন্ত্রিত হয়?

A) IRDA এবং IFCI

B) SEBI এবং RBI

C) NITI Aayog এবং IIFCL

D) বাণিজ্য মন্ত্রণালয় এবং SIDBI

SEBI এবং RBI

6. চম্বল নিচের কোন নদীর উপনদী?

A) নর্মদা

B) যমুনা

C) গঙ্গা

D) ব্রহ্মপুত্র

যমুনা

7. নিমের কোন নদীকে দক্ষিণের গঙ্গা/The Ganga of the South উল্লেখ করা হলো?

A) নর্মদা

B) গোদাবরী

C) কাবেরী

D) কৃষ্ণা

কাবেরী

8. লোকসভার নির্বাচনের জন্য যোগ্য ভোটার হওয়ার নূন্যতম বয়স কত?

A) 25 বছর

B) ২১ বছর

C) ১৮ বছর

D) ৩০ বছর

১৮ বছর

9. লোহিত নদী হল একটি উপনদী:-

A) ঘর্ঘরা

B) যমুনা

C) চম্বল

D) ব্রহ্মপুত্র

ব্রহ্মপুত্র

10. Microsoft excel এ একটি প্রদত্ত শাড়ির উপরে একটি নতুন শাড়ি যুক্ত করার জন্য কিবোর্ড শর্টকাট কি?

A) Alt+l+R

B) Alt+C+l

C) Shift+Spacebar

D) Shift+l+R

Alt+l+R

11. সরিস্কা টাইগার রিজার্ভ কোথায় অবস্থিত?

A) রাজস্থান

B) হরিয়ানা

C) গুজরাট

D) কর্ণাটক

রাজস্থান

12. নিচের কোন খেলার সাথে মরুগাপ্পা গোল্ড কাপ যুক্ত?

A) টেবিল টেনিস

B) হকি

C) ফুটবল

D) ক্রিকেট

হকি

13. নিচের কোন রাজ্যে ভদ্রা বন্যপ্রাণী অভয়ারণ্য অবস্থিত?

A) পশ্চিমবঙ্গ

B) কর্ণাটক

C) বিহার

D) গুজরাট

কর্ণাটক

14. ভারতে মামলুক রাজ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?

A) কুতুবউদ্দিন আইবক

B) বক্তিয়ার খলজি

C) রাজিয়া সুলতান

D) ইলতুৎমিস

কুতুবউদ্দিন আইবক

15. সিকিম ভারতের full-fledged যে ঘোষিত হয়:-

A) ১৯৮৫ এ

B) ১৯৭৫ এ

C) ১৯৬৫ এ

D) ১৮৭৫ এ

১৯৭৫ এ

16. কে খলসা প্রবর্তন করেন?

A) গুরু তেগ বাহাদুর

B) গুরু নানক

C) গুরু গোবিন্দ সিং

D) গুরু হর গোবিন্দ

গুরু গোবিন্দ সিং

17. “ I do what I do “ বইটির লেখক কে?

A) প্রণব মুখার্জী

B) রঘুরাম রাজন

C) উর্জিত প্যাটেল

D) জগদীশ প্রকাশ

রঘুরাম রাজন

18. বাণিজ্যের উদ্দেশ্যে কারা প্রথম ভারতে এসেছিল?

A) ফরাসি

B) অলন্দাজ

C) পর্তুগিজ

D) ইংরেজ

পর্তুগিজ

19. বক্সারের যুদ্ধের সময় বাংলার নবাব কে ছিলেন?

A) মীর কাসিম

B) মীরজাফর

C) নিজাম উদ দৌলা

D) সুজা উদ দৌলা

মীর কাসিম

20. ভারতীয় সংবিধান গৃহীত হয়:-

A) জানুয়ারি ২৬, ১৯৫০

B) জানুয়ারি ২৬, ১৯৪৯

C) নভেম্বর ২৬, ১৯৪৯

D) ডিসেম্বর ৩১, ১৯৪৯

নভেম্বর ২৬, ১৯৪৯

21. গৌতম বুদ্ধ তার বাণী কোথায় প্রথম প্রচার করেন?

A) বোধগয়া

B) শ্রাবন্তী

C) সারনাথ

D) বৈশালী

সারনাথ

22. কে চাহলগামী অভিজাতদের ক্ষমতা খর্ব করেছিলেন?

A) গিয়াসউদ্দিন বলবন

B) ইলতুৎমিস

C) আলাউদ্দিন খলজি

D) মোহাম্মদ বিন তুঘলক

গিয়াসউদ্দিন বলবন

23. গোলামগিরি গ্রন্থটি কে লেখেন?

A) স্যার সৈয়দ আহমেদ খান

B) রামমোহন রায়

C) জ্যোতিবা ফুলে

D) বি আর আম্বেদকর

জ্যোতিবা ফুলে

24. ১৯২১ এর মোপালা বিদ্রোহ কোথায় সংঘটিত হয়েছিল?

A) আসাম

B) কেরালা

C) পাঞ্জাব

D) বাংলা

কেরালা

25. রাজ্যসভার চেয়ারম্যান হলেন-

A) বিরোধী দলের নেতা

B) রাষ্ট্রপতির মনোনীত সদস্য

C) ভারতের উপরাষ্ট্রপতি

D) উপরাষ্ট্রপতির মনোনীত সদস্য

ভারতের উপরাষ্ট্রপতি

26. জম্মু-কাশ্মীরের দ্বিতীয় লেফটেন্যান্ট গভর্নর কে হলেন?

A) মনোজ সিনহা

B) প্রফুল প্যাটেল

C) রাধা কৃষ্ণ মাথুর

D) গিরিশচন্দ্র মর্মু

মনোজ সিনহা

27. স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া গঠিত হয় কোন সালে?

A) ১৯৮২

B) ১৯৮৩

C) ১৯৮৭

D) ১৯৮৪

১৯৮৪

28. দ্বিতীয় গোল টেবিল সম্মেলন কত সালে অনুষ্ঠিত হয়?

A) ডিসেম্বর ১৯২৯

B) অক্টোবর ১৯৩০

C) মার্চ ১৯৩১

D) ডিসেম্বর ১৯৩১

ডিসেম্বর ১৯৩১

29. দুধ এবং ফ্রেশ ক্রিম কিসের উদাহরণ?

A) ইমালশন

B) এরোসল

C) সল

D) ফেনা

ইমালশন

30. স্টাম্পিং শব্দটি নিচের কোন খেলার সাথে সম্পর্কিত?

A) ক্রিকেট

B) বেসবল

C) টেনিস

D) বাস্কেটবল

ক্রিকেট

31. একটি বেসরকারি সত্তার প্রাথমিক উদ্দেশ্য কি?

A) লাভ

B) জনকল্যাণ

C) সরকারি নীতি প্রচার করুন

D) দাতব্য

লাভ

32. কোন কমিটির সুপারিশের ভিত্তিতে ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্য ও অন্তর্ভুক্ত করা হয়?

A) শাহ কমিশন

B) প্রশাসনিক সংস্কার কমিশন

C) স্বরণ সিং কমিটি

D) মন্ডল কমিটি

স্বরণ সিং কমিটি

33. ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠান কোন ব্যক্তিদের আর্থিক সেবা প্রদান করে?

A) অবৈধ আয়

B) উচ্চ আয়

C) নিম্ন আয়

D) প্রাক্তন সেনা সদস্য

নিম্ন আয়

34. অরুণাচল প্রদেশের প্রথম গ্রীনফিল্ড বিমানবন্দরের নাম কি?

A) কল্যাণী বিমানবন্দর

B) রাজকোট বিমানবন্দর

C) ডনি পোলো বিমানবন্দর

D) সিন্ধু দুর্গ বিমানবন্দর

ডনি পোলো বিমানবন্দর

35. নিম্নলিখিত লোকনৃত্য ফর্ম গুলির মধ্যে কোনটি প্রধানত মহারাষ্ট্র রাজ্যে পরিবেশিত হয় না?

A) তামাশা

B) রউফ

C) লাভণী

D) কলি

রউফ

36. ভারতের ১৫তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার আগে, দ্রৌপদী মুর্মু নিচের কোন রাজ্যের রাজ্যপাল ছিলেন?

A) ওড়িশা

B) পশ্চিমবঙ্গ

C) ঝাড়খন্ড

D) বিহার

ঝাড়খন্ড

37. ভারতের ২০১১ সালের আদমশুমারি অনুসারে, বিহার ছিল ভারতের কততম জনবহুল রাজ্য?

A) প্রথম

B) চতুর্থ

C) তৃতীয়

D) দ্বিতীয়

তৃতীয়

38. মেক ইন ইন্ডিয়া স্কিম ভারত সরকার কত সালে চালু করেছিল?

A) ২০১৯

B) ২০১৪

C) ২০১৮

D) ২০১৬

২০১৪

39. ভারতীয় সংবিধানের পার্ট IV নিম্নের কোনটিকে বর্ণিত করে?

A) মৌলিক অধিকার

B) রাষ্ট্র পরিচালনার নির্দেশাত্মাক নীতি

C) পুলিশের নৈতিক দায়িত্ব

D) মৌলিক কর্তব্য

রাষ্ট্র পরিচালনার নির্দেশাত্মাক নীতি

40. ম্যাগমার দৃঢ়তা ও শীতলকরণ থেকে কোন শিলা গঠিত হয়?

A) রাসায়নিক পাললিক শিলা

B) রূপান্তরিত শিলা

C) পাললিক শিলা

D) আগ্নেয় শিলা

আগ্নেয় শিলা

41. প্রশিক্ষকদের জন্য দ্রোণাচার্য পুরস্কার কত সালে শুরু হয়?

A) ১৯৮৫

B) ১৯৮৪

C) ১৯৮২

D) ১৯৮৭

১৯৮৫

42. নিচের কে ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে কালিদাস সম্মানে ভূষিত হয়েছে?

A) সুরেন্দ্র ভার্মা

B) অরুনা সাইরাম

C) এম ভেঙ্কটেশকুমার

D) ওপেন খাঁর

এম ভেঙ্কটেশকুমার

43. ২০১১ সালের আদমশুমারি অনুসারে কোন রাজ্যের লিঙ্গ অনুপাত সবচেয়ে বেশি?

A) উড়িষ্যা

B) অন্ধ্রপ্রদেশ

C) কেরালা

D) তামিলনাড়ু

কেরালা

44. নিম্নলিখিত শাস্ত্রীয় নৃত্য গুলির মধ্যে কোনটির প্রথম দুটি ফর্ম হল জাগোই এবং চোলোম?

A) কথক

B) ওড়িশি

C) মনিপুরী

D) সাত্তরিয়া

মণিপুরী

45. ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে ভারতের একজন উপরাষ্ট্রপতির পদকে বাধ্যতামূলক করা হয়েছে?

A) ৪২ ধারা

B) ৫৩ ধারা

C) ৬৩ ধারা

D) ৪৯ ধারা

৬৩ ধারা

46. বিশ্বে প্রথমবারের মতো পঞ্চবার্ষিকী পরিকল্পনা(১৯২৮-৩২) কোনটি দ্বারা বাস্তবায়িত হয়েছিল সোভিয়েত ইউনিয়নে?

A) স্টিভ জবস

B) কাল মার্কস

C) অ্যাডাম স্মিথ

D) জোসেফ স্ট্যালিন

জোসেফ স্ট্যালিন

47. নিচের কোনটি ভারতের গ্রীষ্মকালীন ফসলের ঋতু?

A) জাইদ

B) বর্ষা

C) খরিফ

D) রবি

জাইদ

48. স্বচ্ছ ভারত মিশন কত সালে চালু হয়েছিল?

A) ২০১২

B) ২০১৪

C) ২০১৬

D) ২০১৩

২০১৪

49. নিচের কোন প্রধান ঘটনাটি ১৯১৯ সালে ঘটেছিল?

A) জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড

B) বঙ্গভঙ্গ

C) অসহযোগ আন্দোলন

D) চম্পারন আন্দোলন

জালিয়ানওয়ালাবাগের হত্যাকান্ড

50. কত Hz এর কম ফ্রিকোয়েন্সি বিশিষ্ট শব্দ তরঙ্গ কে বলে ইনফ্রাসোনিক তরঙ্গ?

A) ১৫

B) ৫

C) ১০

D) ২০

২০

 

আজকের জেনারেল নলেজ এর pdf টি বিনামূল্যে অনলাইন ডাউনলোড করুন

File name:- জেনারেল নলেজ

Location:-  Google drive

Page:- 11

Download Here

Leave a comment