সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর পার্ট ৩ || GK Questions in Bengali Part 3

সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর পার্ট ৩ || GK Questions in Bengali Part 3

 

GK Questions in Bengali Part 3

 

1. পশ্চিমবঙ্গের জাতীয় ফুল কী?

উঃ- শিউলি।

2. গাইগার কাউন্টার কি কাজে লাগে?

উঃ-পদার্থের তেজস্ক্রিয়তা নিরূপণের কাজে।

3. কার্সিনোজেন কাকে বলে?

উঃ- ক্যান্সার সৃষ্টিকারী পদার্থকে।

4. কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড কাকে বলে?

উঃ-জলে জৈব ও অজৈব পদার্থ জড়িত করতে প্রয়োজনীয় অক্সিজেনের পরিমাণকে।

5. সমুদ্রের গভীরতা মাপতে কোন যন্ত্র ব্যবহার করা হয়?

উঃ- ইকো সাউন্ডার।

6. টাটকা ফল বা মাছ সাধারণত কোন পদ্ধতিতে সংরক্ষিত করে প্যাকেট ফুড করা হয়?

উঃ- শূন্যস্থান শুষ্ককরন পদ্ধতিতে।

7. তেজস্ক্রিয়তা মাপার একক কি?

উঃ- কুরি।

8. অগভীর মজে যাওয়া পুকুর ও গভীর পরিষ্কার জলের পুকুরের মধ্যে কোনটিতে BOD কম হবে?

উঃ- পরিষ্কার জলের পুকুরের।

9. রেড ডাটা বুক কি?

উঃ- বিলুপ্তপ্রায় উদ্ভিদ গোষ্ঠীর নাম গোত্রের তালিকা।

10. জৈব পদার্থ অবিকৃত অবস্থায় সংরক্ষণের উপায় কি?

উঃ- ৫% ফর্মালডিহাইড দ্রবণে ভিজিয়ে রাখা।

11. বিজ্ঞানের কোন শাখার সঙ্গে ইকথিওলজি যুক্ত?

উঃ- মাছ সম্পর্কিত।

12. দ্বিপদ নামকরণের অর্থ কি?

উঃ- দুটি শব্দে কোনো জীবের বৈজ্ঞানিক নাম।

13. দ্বিপদ নামকরণের প্রবক্তা কে?

উঃ-ক্যারোলাস লিনিয়াস।

14. হার্বেরিয়াম কী?

উঃ-শুকনো উদ্ভিদের নমুনা সংগ্রহকারী কেন্দ্র।

15. পশ্চিমবঙ্গের সংরক্ষণ তালিকাভুক্ত দুটি উদ্ভিদের নাম কি?

উঃ-সূর্যশিশির ও নয়নতারা।

16. যে লেন্সের প্রান্তভাগ মধ্যভাগে তুলনায় স্ফীত তাকে কি বলে?

উঃ-অবতল লেন্স।

17. পশ্চিমবঙ্গের সংরক্ষণ তালিকাভুক্ত দুটি প্রাণীর নাম কি?

উঃ- বাঘ ও ধনেশ পাখি।

18. উত্তল লেন্সকে কেন অভিসারী লেন্স বলা হয়?

উঃ-উত্তর লেন্সে সমান্তরাল রশ্মিগুচ্ছ আপতিত হলে লেন্সের দুটি তলে প্রতিসরণের পরে তা একটি অভিসারী রশ্মিগুচ্ছে পরিণত হয় বলে।

19. মুখ্য বা প্রধান ফোকাস কাকে বলে?

উঃ-উত্তল লেন্সের প্রধান অক্ষের সমান্তরাল, নির্দিষ্ট রঙের সরু রশ্মিগুচ্ছ উত্তল লেন্সে আপতিত হয়ে প্রতিসরণের পর লেন্সের প্রধান অক্ষের ওপর যে নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয় সেই বিন্দুকে বলে লেন্সের মুখ্য ফোকাস।

20. TYMV এর T অক্ষরের অর্থ কি?

উঃ- Turnip.

21. এন্ডোপ্লাজমিক রেটিকুলিয়ামের কাজ কি?

উঃ- স্টেরয়েড হরমোন সংশ্লেষণ করা।

22. মানব দেহের ক্ষুদ্রতম গ্রন্থির ওজন কত?

উঃ- ০.৫ গ্ৰাম।

23. স্বাধীনভাবে ভাসমান জলজ মূলবিহীন উদ্ভিদ কোনটি?

উঃ- Utricularia sp.

24. উৎসেচক(Enzyme) নামকরণ করেন কোন বিজ্ঞানী?

উঃ- Wilhelm Friedrichkuhne.

25. ভারতে Pinus এর কতগুলি প্রজাতি সম্পর্কে জানা যায়?

উঃ- ৬টি।

26. জেনোটাইপ কথার প্রবর্তক কে?

উঃ- জোহানসেন।

27. মানুষের প্রতিটি হাতে কতগুলি হাড় থাকে?

উঃ-৩০ টি।

28. বাণিজ্যিক কাঠ কোন গোত্রভুক্ত উদ্ভিদ থেকে পাওয়া যায়?

উঃ- সোলিনেসি।

29. সালোকসংশ্লেষে ক্লোরোফিলের ভূমিকা কি?

উঃ-সূর্যের আলো শোষণ করা ও আলোক রাসায়নিক প্রক্রিয়ায় জলকে বিভাজিত করা।

30. ক্যালসিটোনিন এর উৎপত্তিস্থল কোথায়?

উঃ- অগ্ন্যাশয়।

 

প্রতিদিন বিভিন্ন পরীক্ষার নোটস বিনামূল্যে পেতে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেটেলিগ্ৰাম চ্যানেলে যুক্ত হয়ে যান 

 

 

 

 

Leave a comment