সাধারণ বিজ্ঞান প্রশ্ন উত্তর পার্ট ১ || GK questions part 1

সাধারণ বিজ্ঞান প্রশ্ন উত্তর পার্ট ১ || GK questions part 1

 

GK questions part 1

1. যে যন্ত্রের সাহায্যে বৃষ্টিপাত পরিমাপ করা হয় তাকে কি বলে?

উঃ-রেইন গেজ।

2. এক্স রশ্মি কে আবিষ্কার করেন?

উঃ-উইলহেলম কনরাড রন্টজেন।

3. লুনার কস্টিক আসলে কি?

উঃ- সিলভার নাইট্রেট।

4. গ্ৰানা ও স্টোমা কোথায় থাকে?

উঃ- ক্লোরোপ্লাস্টে।

5. ব্রঙ্কাইটিস কিসের রোগ?

উঃ-শ্বাসনালীর রোগ।

6. ব্যাঙের শীতঘুম কে কি বলে?

উঃ- হাইবারনেশন।

7. কোন কোষ অঙ্গানুকে ক্লডের ডানা বলা হয়?

উঃ- রাইবোজোম।

8. গতিশীল ট্রেনে বসে থাকা ব্যক্তির কাছে ট্রেনের গতিবেগ কেমন মনে হবে?

উঃ- স্থির মনে হবে।

9. কোন প্রাণীর গমন অঙ্গের নাম ফ্লিপার?

উঃ-সামুদ্রিক কচ্ছপ।

10. কোন বিজ্ঞানী রক্তের শ্রেণীবিভাগ করেন?

উঃ-কার্ল ল্যান্ডস্টেনার।

11. কোন প্রকার উৎসেচক রক্ত তঞ্চনে সাহায্য করে?

উঃ-থ্রম্বোকাইনেজ।

12. কোন গ্রন্থি থেকে গোনাডোট্রপিক হরমোন ক্ষরিত হয়?

উঃ-পিটুইটারি গ্রন্থি।

আরও পড়ুন:- পশ্চিমবঙ্গের ভূগোল প্রশ্ন উত্তর পার্ট ৪

13. জলের স্থায়ী খরতা কিসের সাহায্যে দূর করা হয়?

উঃ-জিওলাইট।

14. হাইগ্রোমিটারে কি পরিমাপ করা হয়?

উঃ- বায়ুর আপেক্ষিক আর্দ্রতা।

15. ব্যাকটেরিয়া ধ্বংসের জন্য লালারসে কি উৎসেচক থাকে?

উঃ-লাইসোজোম।

16. কোন ভিটামিন যকৃতে সঞ্চিত হয়?

উঃ-ভিটামিন A ও D।

17. মৃত্যুর পর পেশী কঠিন হয়ে যাওয়ার কারন কি?

উঃ- এটিপি কমে যাওয়া।

18. স্ত্রী দেহে স্তন গ্রন্থি কিসের প্রকৃত রূপান্তর?

উঃ- ঘর্মগ্রন্থি বা সিবেসিয়াস গ্ল্যান্ড।

19. বেশি ভিটামিন নিলে শরীরে কি সমস্যা দেখা দেয়?

উঃ-মাথাব্যথা ও তন্দ্রাচ্ছন্নতা।

20. মানুষের দাঁতের কঠিন অংশের নাম কি?

উঃ-এনামেল।

21. নিষেকের পর কোষের ক্রোমোজোম সংখ্যা কত হয়?

উঃ-2n.

22. পারনিসিয়াস অ্যানিমিয়া কোন ভিটামিনের অভাবে ঘটে?

উঃ-ভিটামিন B12.

23. কোন স্তন্যপায়ী প্রাণীর দেহে লোম থাকে না?

উঃ- তিমি।

24. যেসব প্রাণীদের রাত্রে মল খাওয়ার অভ্যাস আছে তাদের কি বলে?

উঃ- কপ্রফ্যাগি।

25. কোন কীটনাশকের ছোয়ায় পতঙ্গের মৃত্যু ঘটতে পারে?

উঃ-প্যারাথিয়ন।

26. কোন অ্যাসিডের উপস্থিতির জন্য বৃষ্টির জল আম্লিক প্রকৃতির হয়?

উঃ-নাইট্রিক অ্যাসিড ও নাইট্রাস অ্যাসিড।

27. ধুমায়মান নাইট্রিক অ্যাসিডের রং কি?

উঃ-বাদামি।

28. নাইট্রিক অ্যাসিডকে অনেকদিন রেখে দিলে কেমন রং হবে?

উঃ-হলুদ।

29. লাফিং গ্যাস আসলে কি?

উঃ-নাইট্রাস অক্সাইড।

30. ফোকাস দৈর্ঘ্য কাকে বলে?

আরও পড়ুন:-মাধ্যমিক পাশে পৌরসভায় কর্মী নিয়োগ 

উঃ-লেন্সের আলোককেন্দ্র থেকে মুখ্য ফোকাস দৈর্ঘ্যকে।

 

 

প্রতিদিন এই ধরনের পোস্ট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ও টেলিগ্ৰাম চ্যানেলে যুক্ত হয়ে যান 

 

আরও পড়ুন:-ভারতের ভূগোল প্রশ্ন উত্তর পার্ট ৯

আরও পড়ুন:- সাধারণ বিজ্ঞান প্রশ্ন উত্তর পার্ট ২

Leave a comment