Food Si and wb Tet gk questions part 2

Food Si and Primary Tet gk questions part 2 || জেনারেল নলেজ -2

 

gk questions part 2

1. শরীর থেকে আসা কম অক্সিজেনযুক্ত রক্ত প্রথমে হৃৎপিণ্ডের কোন প্রকোষ্ঠ প্রবেশ করে?:- ডান অলিন্দ

2. হৃদপিন্ডের ওপরে থাকা একেবারে বাইরের পর্দা টির নাম কি?:- পেরিকারডিয়াম

3. হৃদপিন্ডের ত্রিপত্র কপাটিকা থাকে কোথায়?:- ডান অলিন্দ ও ডান নিলয়ের সংযোগস্থলে

4. মাইট্রাল বা মিট্রাল কপাটিকা হৃদপিন্ডের কোথায় আছে?:- বাম অলিন্দ ও বাম নিলয়ের মাঝে

5. মানবদেহে ভেগাস নার্ভ থাকে কোথায়?:- হৃদপিণ্ডে

6. মানব শরীরের হৃদপিন্ডের কোন প্রকোষ্ঠে রক্তের চাপ সবচেয়ে বেশি থাকে?:- বাম নিলয়

7. হৃদপিন্ডের কপাটিকার সংখ্যা:-4টি

8. থোরাসিক কশেরুকার কোন লেভেলের হৃৎপিণ্ডটি থাকে?:- T5-T8.

9. একজন পূর্ণবয়স্ক সুস্থ, স্বাভাবিক মানুষের হৃদপিন্ডের ভর কত?:- 250g-350g

10. পেরিকারডিয়াম আবরণী কয়টি পর্দা নিয়ে গঠিত?:- দুইটি

11. হৃদপিন্ডের দেওয়ালের কোন স্তরে হৃদপেশি রয়েছে?:- মায়োকার্ডিয়াম

12. কোলাজেন কি?:- কোলাজেন একটি প্রোটিন

13. কোন প্রোটিন মানব শরীরে সবচেয়ে বেশি রয়েছে?:- কোলাজেন

14. Cardiac output বলতে বোঝায়:- প্রতিটি অলিন্দ থেকে প্রতি মিনিটে কত আয়তনে রক্ত পাম্প হচ্ছে

15. সিস্টোল বলতে বোঝায়:- অলিন্দ ও নিলয়ের সংকোচন

16. ডায়াস্টোল কি?:- অলিন্দ ও নিলয়ের প্রসারণ

17. বাচ্চা জন্মের পর হৃদপিন্ডের প্রথম ক্রিয়া হয়:- ডায়াস্টোল

18. পেসমেকার কি?:- পেসমেকার হল একটি যন্ত্র

19. দুটি ফুসফুসের মধ্যে থাকা সমগ্র বায়ুপথ এর আনুমানিক দৈর্ঘ্য কত?:- 2400 km

20. আমাদের ফুসফুস দুটি মোট কয়টি ভাগে বিভক্:-পাঁচটি ভাগ

21. একজন সুষ্ঠু পূর্ণবয়স্ক মানুষের স্বাভাবিক রক্তচাপ 120/80 । এই মানের একক হল:- মিলিমিটার পারদস্তম্ভ(mm Hg)

22. পূর্ণবয়স্ক সুস্থ মানুষের সাধারণ ব্যবহৃত এককে সিস্টোলিক রক্তচাপ হলো:- 120

23. ক্লোমশাখাগুলি যে স্থান দিয়ে ফুসফুসে প্রবেশ করে তাকে বলে:- হাইলাম

24. প্রশাসের সময় যে পেশি সংকুচিত হয়:-ইন্টারকস্টাল পেশি ও মধ্যচ্ছদা

25. প্রশ্বাস বায়ুতে অক্সিজেনের অংশ চাপ হলো:- 100-105mm Hg

26. নিঃশ্বাস বায়ুতে অক্সিজেনের অংশ চাপ হল:- 40 mm Hg

27. নিঃশ্বাস ও প্রশ্বাস বায়ুতে কার্বন-ডাই-অক্সাইড এর অংশ চাপ হলো যথাক্রমে: – 44 ও 40 mm Hg

28. ফুসফুসের রক্তের সঙ্গে বায়ুর উপাদানের আদান-প্রদানের জন্য ব্যবহৃত পৃষ্ঠতলের পরিমাণ আনুমানিক:- একটি টেনিস খেলার মাঠের অর্ধেকের মত

29. ডিপথেরিয়া মূলত হয়:- গলবিলে

30. কোন কারখানায় কাজ করলে শ্রমিকদের ফুসফুসে ‘বাইসিনোসিস’ রোগ হয়?:-তুলো কারখানায়

 

আরও পড়ুন:- wb primary tet evs practice set part 1 

আরও পড়ুন:- wb primary tet evs practice set part 2 

 

Leave a comment