হরমোন সংক্রান্ত প্রশ্ন উত্তর || Hormones MCQ Questions And Answers

হরমোন সংক্রান্ত প্রশ্ন উত্তর || Hormones MCQ Questions And Answers

Hormones MCQ Questions And Answers

1. জীবদেহের রাসায়নিক সমন্বায়করূপে কাজ করে:-হরমোন।

2. কোন হরমোনটি অ্যাড্রিন্যাল গ্রন্থিকে উদ্দীপিত করে?

:- ACTH .

3. অগ্নাশয় একটি:- মিশ্রগ্রন্থি।

4. TSH-এর উৎস স্থল হল:- পিটুইটারি।

5. একটি লোকাল হরমোন হলো:- টেস্টোস্টেরন।

6. একটি নাইট্রোজেন বিহীন হরমোন হলো:- কাইনিন।

7. অ্যাড্রিনাল গ্রন্থিকে উদ্দীপিত করে:- ACTH.

8. ব্যাঙাচির রূপান্তরের সাহায্য করে:- থাইরক্সিন।

9. বীজবিহীন ফল উৎপাদনে সাহায্য করে:-অক্সিন।

10. কোন হরমোনের অভাবে রক্তের শর্করার পরিমাণ বাড়ে?

:- ইনসুলিন।

11. কোন হরমোনকে সংকটকালীন হরমোন বলে?

:- অ্যাড্রিনালিন।

12. অক্সিন কি?

:- উদ্ভিদ হরমোন।

13. কোন গ্রন্থি থেকে পিটুইটারি নিঃসৃত হয়?

:- STH.

14. মিক্সিডিমা রোগ কোন হরমোনের স্বল্প ক্ষরণজনিত ফল?

:- TSH

15. গ্রেভস বর্ণিত রোগ কোন হরমোনের অধিক ক্ষরণের ফলে সৃষ্ট হয়?

:- TSH

16. জাইগ্যানটিজম কোন হরমোনের অধিক ক্ষরণ জনিত হল?

:- STH.

17. অ্যাক্রোমিক্রিয়া কোন হরমোনের স্বল্পক্ষরণের ফলে ঘটে?

:- TSH.

18. অক্সিজেন বিহীন একটি হরমোন হলো:- জিব্বারেলিন।

19. শুক্রাশয় কোন ধরনের গ্রন্থি?

:- মিশ্রগ্রন্থি।

20. একটি লোকাল হরমোন হলো:- টেস্টোস্টেরন।

21. কোন হরমোনকে আপাতকালীন বা সংকটকালীন হরমোন বলে?

:- প্রোল্যাক্টিন।

22. একটি মিশ্রগ্রন্থি হল:- অগ্নাশয়।

23. ACTH-এর বেশি ক্ষরণে কোন রোগ হয়?

:- কুশিং বর্ণিত রোগ।

24. অক্সিটোসিন ও ADH বা ভেসোপ্রেসিন কোন স্থান থেকে নির্গত হয়?

:- পশ্চাৎ পিটুইটারি।

25. থাইরয়েড গ্রন্থির কম ক্ষরণ হলে শিশুদের কোন রোগ হয়?

:- ক্রেটিনিজম।

26. স্টেরয়েড হরমোন হলো:- ইস্ট্রোজেন।

27. থাইরক্সিন এর গঠনগত উপাদান কোনটি?

:- আয়োডিন।

28. শিশুদের মানসিক বিকাশে আবশ্যিক হরমোন হলো:- থাইরক্সিন।

29. ক্যাটেফেলিমাইন হরমোনটি হল:- অ্যাড্রিনালিন।

30. প্লাসেন্ট নিঃসৃত প্রধান হরমোন কোনটি?

:- HCG.

31. কোন অনাল গ্রন্থিকে বলে মাস্টার গ্ল্যান্ড?

:-পিটুইটারি।

32. আইলেটস অব ল্যাঙ্গারহেনসের বিটাকোশ থেকে কোন হরমোন নিঃসৃত হয়?

:- ইনসুলিন।

33. কোন হরমোন বৃক্কীয় নালীর পুনঃশোষণে সাহায্য করে?

:- ADH.

34. টাইপ-l ডায়াবেটিসের অন্য নাম কি?

:- জুভেনাইল ডায়াবেটিস।

35. কোন হরমোনটি অ্যাসিডধর্মী?

:- অক্সিন।

36. IAA বা ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড কোন উদ্ভিদ হরমোনের রাসায়নিক নাম?

:- অক্সিন।

37. উদ্ভিদের জরা বিলম্বিত করে কোন উদ্ভিদ?

:- IAA

38. উদ্ভিদ হরমোন নয়:- STH.

39. শুক্রাশয় থেকে নিঃসৃত হরমোন:- টেস্টোস্টেরন।

40. বীজের অঙ্কুরোদগমের সাহায্য করে:- জিব্বেরেলিন।

41. একটি মিশ্র গ্রন্থির উদাহরণ হল:- অগ্নাশয়।

42. স্ট্রেস হরমোন বলা হয়:- অ্যাড্রিনালিন।

43. পত্র ও ফলমোচনের সাহায্য করে কোন হরমোন?

:- ABA.

44. অগ্নাশয় এর আলফা কোশ থেকে নির্গত কোন হরমোন?

:- গ্লুকাগণ।

45. পিটুইটারি হল:- অন্তঃক্ষরা গ্রন্থি।

 

Leave a comment