ভাইরাসের গঠন সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য || Importance of Virus

ভাইরাসের গঠন সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য || Importance of Virus

 

Importance of Virus

 

1. প্রধান দুটি অংশে ভাইরাস দেহকে ভাগ করা যায়-ক্যাপসিড বা বহিরাবরণ ক্যাপসিড এর অভ্যন্তরে অবস্থিত ভাইরাস-জিনোম ও নিউক্লিওয়েড।

2. ভিরিয়ন হলো সংক্রমণযোগ্য ভাইরাস একক।

3. ভাইরয়েড হল RNA যুক্ত ক্যাপসিডবিহীন ভাইরাস।

4. ক্যাপসিডের সাংগঠনিক একক হল ক্যাপসোমিয়র।

5. প্রোটিন দ্বারা গঠিত ভাইরাসের বহিরাবরণ হল ক্যাপসিড।

6. এনভেলাপ হলো লিপিড এবং প্রোটিন দ্বারা গঠিত ক্যাপসিডের বহিরাবরণ।

7. এনভেলাপের সাংগঠনিক একক পেলপোমিয়ার।

8. ক্যাপসিডবিহীন ভাইরাস হলো রাউস ভাইরাস।

9. ক্যাপসিড যুক্ত ভাইরাস হলো TMV,ফাজ ভাইরাস ইত্যাদি।

10. এধভেলাপযুক্ত ভাইরাস হলো বসন্ত ভাইরাস।

11. লিপোভাইরাস হলো এনভেলাপযুক্ত।

RNA ও DNA এর ভিত্তিতে ভাইরাসের বিভাজন:-

RNA যুক্ত ভাইরাস:-

1. প্রাণী ভাইরাস:- ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, পোলিও ভাইরাস।

2. উদ্ভিদ ভাইরাস:- পি মোজাইক ভাইরাস, বিন মোজাইক ভাইরাস, টোবাকো মোজাইক ভাইরাস, টোমাটো বুসি ভাইরাস, হলুদ মোজাইক ভাইরাস।

3. ব্যাকটেরিয়া ভাইরাস:- MS2 ফাজ, f2, f7, ব্যাকটেরিয়া ভাইরাস।

DNA যুক্ত ভাইরাস:-

1. প্রাণী ভাইরাস:- মিসল ভাইরাস,এনকেফালাইটিস ভাইরাস, মাম্পস ভাইরাস, বসন্ত ভাইরাস, পোড়া নারাঙ্গ ভাইরাস, হারপিস ভাইরাস।

2. উদ্ভিদ ভাইরাস:- ফুলকপির মোজাইক ভাইরাস।

3. ব্যাকটেরিয়া ভাইরাস:- লামডা ফাজ, ব্যাকটেরিওফাজ।

DNA ও RNA উভয় যুক্ত ভাইরাস:- ক্যামাইডিয়া সিট্রিসি, রস সারকোমা, লিউকো ভাইরাস‌।

বেশিরভাগ উদ্ভিদ ভাইরাস RNA যুক্ত ও বেশিরভাগ প্রাণী ভাইরাস DNA যুক্ত।

Leave a comment