ভারতের গুরুত্বপূর্ণ নদ নদী ও জলপ্রপাত সমূহ MCQ প্রশ্ন উত্তর || Importance river and Water falls in India

ভারতের গুরুত্বপূর্ণ নদ নদী ও জলপ্রপাত সমূহ MCQ প্রশ্ন উত্তর | Importance river and Water falls

Food SI, PSC Clerkship,WBP পরীক্ষার জেনারেল নলেজের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর । সিলেবাস অনুযায়ী প্রশ্ন উত্তর আছে। পরীক্ষায় কমন আসার সম্ভাবনা রয়েছে।

 

1. ভারতের কোন নদী সবথেকে বেশি পরিমাণ জল বহন করে?

:-ব্রহ্মপুত্র নদ।

2. ভারতের দীর্ঘতম নদী কোনটি?

:-গঙ্গা।

3. গঙ্গার দীর্ঘতম উপনদীর নাম কি?

:- যমুনা।

4. দামোদর নদীর উৎপত্তিস্থল কোথায়?

:- ছোটনাগপুর মালভূমি।

• দামোদর কে বাংলার দুঃখ বলা হয়।

5. সিন্ধু নদের উৎপত্তিস্থল কোথায়?

:- মানস সরোবর সিংখাবাব থেকে।

6. গোদাবরী নদীর উৎপত্তি হয়েছে কোন রাজ্য থেকে?

:- মহারাষ্ট্র।

7. পশ্চিমঘাটের ব্রহ্মগিরি পর্বত থেকে কোন নদীর উৎপত্তি লাভ করেছে?

:- কাবেরী নদী।

8. ভিমা নদী কোন নদীর উপনদী?

:- কৃষ্ণা নদীর উপনদী।

9. দক্ষিণ ভারতের গঙ্গা নামে পরিচিত কোন নদী?

:- গোদাবর।

• গোদাবরী নদী, দক্ষিণ ভারতের সবথেকে দীর্ঘতম নদী তাই একে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়।

10. হিমাচল প্রদেশের রোটাং গিরিপথ এর কাছ থেকে কোন নদীর উৎপত্তি লাভ করেছে?

:- ইরাবতী নদী।

11. ওয়েন গঙ্গা কোন নদীর উপনদী?

:- গোদাবরী।

12. কোন নদীর কর্কটক্রান্তি রেখাকে দুইবার অতিক্রম করেছে?

:- সুবর্ণরেখা।

• সুবর্ণরেখা ছাড়াও মাহি নদী কর্কটক্রান্তি রেখাকে দুইবার অতিক্রম করেছে।

13. একটি অন্তর্বাহিনী নদীর উদাহরণ দাও?

:- লুনি নদী।

14. কোন নদী মধ্যপ্রদেশের অমরকন্টক থেকে উৎপত্তি লাভ করেছে?

:- নর্মদা ও শোন নদী।

15. ব্রহ্মপুত্র নদী বাংলাদেশে কি নামে প্রবেশ করেছে?

:- যমুনা।

16. গঙ্গা নদী বাংলাদেশের কি নামে প্রবেশ করেছে?

:- পদ্মা নামে।

• পদ্মা ও যমুনা মেঘনা নামে মিলিত হয়।

17. পশ্চিম তিব্বতের মানস সরোবরের রাক্ষস তাল থেকে কোন নদীর উৎপত্তি হয়েছে?

:- শতদ্রু।

18. বিহারের দুঃখ নামে পরিচিত কোন নদী?

:- কোশি নদী।

• কোশি নদী গঙ্গায় মিলিত হয়।

• কোশি নদী গঙ্গার বাম তীরের উপনদী।

19. উড়িষ্যার দ্বিতীয় দীর্ঘতম নদী কোনটি?

:- ব্রাহ্মণী।

• উড়িষ্যার প্রথম দীর্ঘতম নদী হল মহানদী।

• মহানদীর উপর অবস্থিত ভারতের দীর্ঘতম বাঁধ হিরাকুঁদ বাঁধ।

20. সরাবতি নদী কোন রাজ্যের উপর দিয়ে প্রবাহিত হয়েছে?

:- কর্ণাটক।

21. ধুয়াধার জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত?

:- মধ্যপ্রদেশ।

• এটি নর্মদা নদীর উপর অবস্থিত।

22. গঙ্গা ও যমুনা কোন স্থানে মিলিত হয়?

:- এলাহাবাদ , এর বর্তমান নাম প্রয়াগরাজ।

• মন্দাকিনী ও অলকানন্দার মিলনস্থল হল রুদ্রপ্রয়াগ।

23. ভারতের উচ্চতম জলপ্রপাত এর নাম কি?

:- কুঞ্চিকল।

• এটি কর্ণাটক রাজ্যে অবস্থিত।

• এটি বারাহি নদীর উপর অবস্থিত।

24. দুধসাগর জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত?

:- মান্ডবী নদী, এটি গোয়াতে অবস্থিত।

25. শিবসমুদ্রম জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত?

:- কর্ণাটক।

• এটি কাবেরী নদীর উপর অবস্থিত।

26. চিত্রকূট জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত?

:- ছত্রিশগড়।

• এটি ইন্দ্রাবতী নদীর উপর অবস্থিত।

27. যোগ জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত?

:- সরাবতী নদী।

• এটি কর্নাটকে অবস্থিত।

28. হুড্রু জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত?

:-ঝাড়খন্ড।

• সুবর্ণরেখা নদীর উপর অবস্থিত।

29. নাগার্জুন সাগর বহুমুখী প্রকল্প কোন নদীর উপর অবস্থিত?

:- কৃষ্ণা নদীর উপর।

30. রিহান্দ নদী পরিকল্পনা কোন রাজ্যে অবস্থিত?

:- উত্তরপ্রদেশ।

31. সালাল জলবিদ্যুৎ পরিকল্পনা কোন নদীর উপর অবস্থিত?

:-চন্দ্রভাগা।

32. মেত্তুর নদী পরিকল্পনা কোন রাজ্যে অবস্থিত?

:- তামিলনাড়ু।

 

 

 

 

 

 

 

Leave a comment