Important awards and honors of India || গুরুত্বপূর্ণ পুরস্কার ও সম্মান

গুরুত্বপূর্ণ পুরস্কার ও সম্মান ||Important awards and honors of India

Important awards and honors of India

1. কবে প্রথম নোবেল পুরস্কার প্রদান করা হয়?
:- 1901 সালে।
• এটি পাঁচটি বিভাগে প্রদান করা হয় যথা-সাহিত্য, রসায়ন, শান্তি, পদার্থবিদ্যা, চিকিৎসা।
2. সাহিত্যে নোবেল পুরস্কার প্রদান করে কোন সংস্থা?
:- সুইডিশ একাডেমী
3. 2022 সালের চিকিৎসা বিজ্ঞানের নোবেল পুরস্কার বিজয়ী হলেন?
:- সভান্তে প্যাবো।
4. অর্থনীতিতে নোবেল পুরস্কার প্রাপ্ত প্রথম ভারতীয় কে?
:-অমর্ত্য সেন
5. কবে থেকে অর্থনীতিতে নোবেল পুরস্কার প্রচারিত হয়?
:- 1969 সালে
6. অ্যালবার্ট আইনস্টাইন কত সালে নোবেল পুরস্কার পায়?
:- 1921 সালে
7. পেনিসিলিন আবিষ্কারের জন্য কাকে নোবেল পুরস্কার প্রদান করা হয়?
:- আলেকজান্ডার ফ্লেমিং।
8. রবীন্দ্রনাথ ঠাকুরকে কত সালে সাহিত্যে নোবেল পুরস্কার প্রদান করা হয়?
:- 1913 সালে
9. প্রথম ব্যক্তি হিসেবে কে দুইবার নোবেল পুরস্কার জয়ী হন?
:- মেরি কুরি।
10. DNA কোড সম্পর্কিত গবেষণা জন্য কাকে নোবেল পুরস্কার প্রদান করা হয়?
:- হরগোবিন্দ খোরানা (1968 খ্রিস্টাব্দে চিকিৎসা বিদ্যাই তাকে নোবেল পুরস্কার প্রদান করা হয়)।
11. কে বা কোন সংস্থা তিনবার নোবেল পুরস্কার অর্জন করেন?
:- আন্তর্জাতিক রেডক্রস সোসাইটি (1917,1944,1963)
12. আলফ্রেড নোবেল কি আবিষ্কারের জন্য বিখ্যাত?
:-তিনি ডায়নামাইট আবিষ্কারের জন্য বিখ্যাত।
13. মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার 2022 সালে কে পেয়েছেন?
:-শরথ কমল(এটি ভারতের সর্বোচ্চ ক্রিড়া সম্মান)
14. ফিফা গোল্ডেন বল পুরস্কার প্রথম প্রাপক হলেন কে?
:-পাওলো রোসি।
15. গোল্ডেন গ্লোব পুরস্কার প্রদান করা হয় প্রথম কত সালে?
:- 1944 সালে।
16. কোন আমেরিকান রাষ্ট্রপতি নোবেল শান্তি পুরস্কার জিতেছেন?
:-বারাক ওবামা
17. শান্তি স্বরূপ ভাটনগর পুরস্কার প্রদান করা হয় কোন ক্ষেত্রে?
:-এটি প্রথম প্রদান করা হয় 1958 খ্রিস্টাব্দে বিজ্ঞান ক্ষেত্রে।
18. ভিক্টোরিয়া ক্রস কোন দেশের সর্বোচ্চ সামরিক সম্মান?
:-ব্রিটেন।
• প্রথম ভিক্টোরিয়া ক্রস সম্মান প্রাপক প্রথম ভারতীয় হলেন খুদাদাদ খান।
19. ভারতের সর্বোচ্চ সামরিক সম্মান হল কি?
:-পরমবীর চক্র।
• প্রথম পরমবীর চক্র প্রদান করা হয় 1950 সালে।
• এর প্রথম প্রাপক ছিলেন মেজর সোমনাথ।
20. অশোক চক্র সম্মান টি প্রদান করা হয় কবে থেকে?
:-1952 সালে
21. কলিঙ্গ পুরস্কার প্রদান করা হয় কোন ক্ষেত্রে?
:- বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে।
• কলিঙ্গ পুরস্কার প্রদান করে থাকে ইউনেস্কো এবং এটি প্রথম প্রদান করা হয় 1951 সালে।
22. প্রথম বিদ্যাসাগর পুরস্কার দেয়া হয় কাকে?
:-অন্নদাশঙ্কর রায় ও লীলা মজুমদারকে।
23. ভারতের সাহিত্যের শ্রেষ্ঠ পুরস্কারটি হলো কি?
:-জ্ঞানপীঠ পুরস্কার।
• জ্ঞানপীঠ পুরস্কার প্রথম প্রদান করা হয় 1965 সালে।
• প্রথম প্রাপক হলেন মালায়ালাম লেখক জি শংকর কুলুপ।
• প্রথম বাঙালি জ্ঞানপীঠ পুরস্কার প্রাপক হলেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়।
• ভারতের প্রথম মহিলা প্রাপক ছিলেন আশাপূর্ণা দেবী।
24. অরুন্ধতী রায় কোন গ্রন্থের জন্য বুকার পুরস্কার লাভ করেন?
:- দ্য গড অব স্মল থিংস।
• এই পুরস্কারটি দেওয়া হয় সাহিত্য ক্ষেত্রে।
• প্রথম প্রদান করা হয় 1969 সালে।
• প্রথম প্রাপক হলেন পি এইচ নিউবি।
25. প্রথম সাহিত্য একাডেমী পুরস্কার (হিন্দি) প্রাপক হলেন কে?
:-মাখনলাল চতুর্বেদী।
• প্রথম দেওয়া হয় 1954 সাল থেকে।
• বাংলায় প্রথম প্রাপক হলেন জীবনানন্দ দাশ।
26. ব্যাস সম্মান প্রদান করে থাকে কে?
:-কে কে বিড়লা ফাউন্ডেশন।
• এটি দেওয়া হয় সাহিত্যক্ষেত্র।
• এটি প্রথম দেওয়া হয় 1991 সালে।
• প্রথম প্রাপক হলেন রাম বিলাস শর্মা।
27. প্রথম ভারতীয় হিসেবে ম্যান বুকার পুরস্কার প্রাপক হলেন কে?
:-অরুন্ধতী রায়।
28. কবে থেকে রবীন্দ্র পুরস্কার প্রদান করা হয়?
:-1950 সালে।
• এটি আমাদের রাজ্যে সর্বোচ্চ সাহিত্য সম্মান।
• এটি প্রথম প্রাপক হলেন সতীনাথ ভাদুড়ী ও নিহার রঞ্জন রায়।
29. প্রথম ভারতীয় হিসেবে কে পুলিৎজার পুরস্কার লাভ করেন?
:-গোবিন্দ বিহারীলাল।
• ১৯১৭ সালের এটি প্রথম দেয়া শুরু হয়েছিল।
30. অ্যাবেল প্রাইজ প্রদান করা হয় কোন ক্ষেত্রে বিশেষ কৃতিত্বের জন্য?
:-গণিতে প্রদান করা হয়।
31. দ্রোণাচার্য পুরস্কার প্রদান করা হয় কোন ক্ষেত্রে?
:-ক্রিড়া প্রশিক্ষণ।
32. অর্জুন পুরস্কার প্রদান করা হয় কবে থেকে?
:- 1961 সালে
33. ফিফা গোল্ডেন গ্লাবস পুরস্কারটির সূচনা হয় কোন বিখ্যাত গোলকিপারের সম্মানে?
:- লেভ ইয়াসিন।
34. কোন ফুটবলার সবচেয়ে বেশিবার ব্যালন ডি’অর জেতার রেকর্ড করেন?
:- লিওনেল মেসি।
35. ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড এর সূচনা হয় কত সালে?
:- 1954 সালে
36. ‘ইন্টারপ্রেটার অফ মালাডিস’ গ্রন্থের জন্য কে পুলিৎজার পুরস্কার লাভ করেন?
:-ঝুম্পা লাহিড়ী।
37. Nobel Prize of Music বলা হয় কোন পুরস্কারটিকে?
:- পোলার মিউজিক প্রাইজ
38. চিত্রকলার ক্ষেত্রে সর্বোচ্চ পুরস্কার ললিতকলা একাডেমি ফেলোশিপ এর প্রথম প্রাপক কে ছিলেন?
:-যামিনী রায়।

Leave a comment