Important Current Affairs 2024 || জেনে নিন মার্চ মাসের প্রথম সপ্তাহের কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন উত্তর

Important Current Affairs 2024 || জেনে নিন মার্চ মাসের প্রথম সপ্তাহের কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন উত্তর

সম্প্রতি পশ্চিমবঙ্গে অনেক গুলো চাকরি বেরিয়েছে, সেই সব পরীক্ষার জন্য কারেন্ট অ্যাফেয়ার্স একটি গুরুত্বপূর্ণ অংশ নিয়ে থাকে। তাই কিছু গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স প্রকাশ করা হল।

Important Current Affairs 2024

1. ভারতের দ্বিতীয় বৃহত্তম মহাকাশ বন্দর(Space Port)কোথায় নির্মিত হবে?:- তামিলনাড়ু

2. ইরানের ইমেজিং স্যাটেলাইট ‘পার্স 1’ মহাকাশেদ উৎক্ষেপণ করেছে কোন দেশ?:- রাশিয়া

3. রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কাকে রাজ্যসভায় মনোনীত করেছেন?:- সুধা মূর্তি

4. সাম্প্রতিক লেপার্ড রিপোর্ট 2024 অনুসারে, ভারতে কয়টি চিতাবাঘ আছে অনুমান করা হয়েছে?:- 13,874

5. খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস 2023 পদক তালিকায় শীর্ষে রয়েছে:- চন্ডীগড় বিশ্ববিদ্যালয়

6. 2027 সালের বিশ্ব অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপ আয়োজিত হবে কোথায়?:- বেইজিং

7. প্রতিবছর কোন তারিখে পালিত হয় বিশ্ব বন্যপ্রাণী দিবস(World Wildlife Day)?:- 3rd মার্চ

8. NITI Aayog এবং কোন স্কুলে ফ্রন্টিয়ার টেকনোলজি ল্যাব স্থাপনের জন্য চুক্তি করেছে?:- Meta

9. জাতীয় যুব সংসদ উৎসব, 2024-এ প্রথম পুরস্কার জিতেছেন কে?:- ইয়াতিন ভাস্কর দুগ্গাল

10. কে ভারতের হয়ে 100 টেস্ট ম্যাচ খেলা 14 তম খেলোয়াড় হয়েছিল?:- রবিচন্দ্রন অশ্বিন

11. ‘স্তালিনের ডিভান’-এর জন্য এবারের রোম্যাঁ রোলাঁ পুরস্কারে ভূষিত হয়েছেন কে?:- পঙ্কজকুমার চট্টোপাধ্যায়

12. ডেঙ্গু জ্বরের কারণে কোন দেশ সম্প্রতি স্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করেছে?:- পেরু

13. সম্প্রতি 2024 সালে (WGC) ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল ইন্ডিয়ার প্রধান কর্মকর্তা হিসেবে তাকে নিযুক্ত করা হয়েছে?:- সচিন জৈন

14. ভারতের প্রথম ‘সেমিকন্ডাক্টর ফেব্রিকেশন প্ল্যান্ট’ স্থাপিত হবে কোন রাজ্যের ধলেরায়?:- গুজরাট

15. সম্প্রতি প্রয়াত ব্রায়ান মূলরোনি কোন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ছিলেন?:- কানাডা

16. সম্প্রতি কোন দেশ আনুষ্ঠানিকভাবে ন্যাটো 32 তম সদস্য দেশ হয়ে উঠেছে?:- সুইডেন

17. সম্প্রতি কোন রাজ্যের বিখ্যাত ‘চন্ডী তর্কাশি’ জিআই ট্যাগ স্ট্যাটাস পেয়েছে?:- ওড়িশা

18. সম্প্রতি কোথায় প্রথম দেশীয় তৈরি হাইড্রোজেন ইলেকট্রোলাইজার উদ্বোধন করা হয়েছে?:- গুজরাট

19. পাঁচ কোটি আয়ুষ্মান কার্ড ইস্যু করার জন্য দেশের প্রথম রাজ্য হয়েছে কোনটি?:- উত্তরপ্রদেশ

20. রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কতজন বিশিষ্ট শিল্পীকে 2022 এবং 2023 সালের জন্য সংগীত নাটক আকাদেমি পুরস্কার প্রদান করবেন?:- 94 জন

21. ভারতের প্রথম ‘আন্ডারওয়াটার মেট্রো ট্রেন’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী কোথায়?:- কলকাতা

22. ভারতের প্রথম সরকারি মালিকানাধীন OTT প্ল্যাটফর্ম ‘CSpace’ কোন রাজ্য সরকার চালু করবে?:- কেরালা

23. ‘Keyi Panyor’ সম্প্রতি কোন রাজ্যে 26 তম জেলা হয়েছে?:- অরুণাচল প্রদেশ

24. কোথায় শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘জাতীয় উদ্যানপালন মেলা’?:- কর্ণাটক

25. ভারতীয় কোস্ট গার্ড কোন দেশের সাথে ‘সি ডিফেন্ডারস-2024’ আয়োজন করবে?:- মার্কিন যুক্তরাষ্ট্র

 

 

 

Leave a comment