ভারতের সংবিধান, গণপরিষদ গঠন||Indian Constitution

ভারতের সংবিধান, গণপরিষদ গঠন||Indian Constitution

Indian Constitution

সংবিধান কাকে বলে?

রাষ্ট্র পরিচালনার জন্য প্রত্যেকটি রাষ্ট্রের কিছু বিধি-বিধান বা নিয়মকানুন থাকে। এই বিধি-বিধান বা নিয়মকানুনের সমষ্টিকেই রাষ্ট্রের সংবিধান বা শাসনতন্ত্র বলে।

সংবিধান কত প্রকার ও কি কি?

সংবিধানের প্রকারভেদ: ১.লিখিত সংবিধান বা Written Constitution. ২. অলিখিত সংবিধান বা Unwritten Constitution.

লিখিত সংবিধান: দেশের শাসনব্যবস্থা সম্পর্কিত মৌলিক নীতিগুলির অধিকাংশ বা সবগুলি একটি বা কয়েকটি দলিলের লিপিবদ্ধ করা থাকে, তাকে লিখিত সংবিধান বা Written Constitution বলে।

উদাহরণ: ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র, সুইজারল্যান্ড।

অলিখিত সংবিধান: শাসন সংক্রান্ত মৌলিক নীতি গুলি যখন প্রথা, আচার ব্যবহার, রীতিনীতি ও বিচারালয়ের সিদ্ধান্ত প্রভৃতির উপর ভিত্তি করে গড়ে ওঠে। তাকে অলিখিত সংবিধান বা Unwritten Constitution বলে।

উদাহরণ: ব্রিটেন, নিউজিল্যান্ড, স্পেন, সৌদি আরব।

গণপরিষদ গঠন (constituent Assembly):

গণপরিষদ হল ভারতের সংবিধান রচনার জন্য বিভিন্ন প্রদেশের নির্বাচিত প্রতিনিধি নিয়ে গঠিত একটি পরিষদ।

• ১৯৪৬ সালের ক্যাবিনেট মিশন পরিকল্পনা অনুসারে ৪টি মূলনীতির ভিত্তিতে ভারতীয় গণপরিষদ গঠনে ব্যবস্থা গৃহীত হয়।

• দেশের গণপরিষদ গঠনের দাবি প্রথম তোলেন মানবেন্দ্রনাথ রায় ১৯৩৪ সালে। যিনি ভারতের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা করেন।

• ভারতের কমিউনিস্ট দলের প্রতিষ্ঠাতা সদস্যরা ছিলেন মানবেন্দ্রনাথ রায়, ইভিলিন ট্রেন্ড রায় (মানবেন্দ্রনাথ রায়ের স্ত্রী), অবনী মুখোপাধ্যায়, রোজা ফিটিন গফ (অবনী মুখোপাধ্যায়ের স্ত্রী), মোহাম্মদ আলী, মোহাম্মদ শাফিক সিদ্দিকী, ভোপালের রফিক আহমেদ প্রমুক উল্লেখযোগ্য।

• গণপরিষদের প্রথম অধিবেশন বসেছিল ১৯৪৬ সালের ৯ ডিসেম্বর এবং এই তিনি সংবিধান রচনার কাজ শুরু হয়।

• গণপরিষদের প্রথম অধিবেশন ১৯৪৬ খ্রিস্টাব্দের ৯ ডিসেম্বর দিল্লীর কনস্টিটিউশন হলে বসেছিল।

• গণপরিষদের সর্বশেষ অধিবেশনে বসেছিল ১৯৫০ সালের ২৪শে জানুয়ারি।

• গণপরিষদের প্রথম অধিবেশনের সভাপতি ছিলেন সচিদানন্দ সিনহা। তিনি ছিলেন অস্থায়ী সভাপতি। গণপরিষদের প্রথম অধিবেশনের স্থায়ী সভাপতি ছিলেন ডঃ রাজেন্দ্র প্রসাদ। হরেন্দ্র কুমার মুখার্জি এবং ভি টি কৃষ্ণাখাচারি গণপরিষদের সহ-সভাপতি নির্বাচিত হন।

 

FAQ:

1. গণপরিষদ বা Constituent Assembly কবে গঠিত হয়?

উঃ- ১৯৪৬ সালে।

2. কোন মিশনের পরিকল্পনার ভিত্তিতে গণপরিষদ গঠিত হয়?

উঃ- ক্যাবিনেট মিশন।

3. দেশের গণপরিষদ গঠনের প্রথম দাবি কে তুলেছিলেন?

উঃ-মানবেন্দ্রনাথ রায়।

4. গণপরিষদের সর্বশেষ অধিবেশন কবে বসেছিল?

উঃ- ১৯৫০ সালের ২৪ শে জানুয়ারি।

5. গণপরিষদের প্রতীক চিহ্ন কি ছিল?

উঃ- হাতি।

6. গণপরিষদের প্রথম অধিবেশনে কতজন সদস্য যোগদান করেন?

উঃ- ২০৭ জন সদস্য যোগদান করেন।

 

প্রতিদিন এই ধরনের পোস্ট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ও টেলিগ্ৰাম চ্যানেলে যুক্ত হয়ে যান 

 

আরও পড়ুন:- সাধারণ বিজ্ঞান প্রশ্ন উত্তর পার্ট ১

আরও পড়ুন:- পশ্চিমবঙ্গের ভূগোল প্রশ্ন উত্তর পার্ট ৪

Leave a comment