ভারতের সংবিধান MCQ প্রশ্ন উত্তর||Indian Constitution MCQ Questions Answers Part 2

ভারতের সংবিধান MCQ প্রশ্ন উত্তর||Indian Constitution MCQ Questions Answers Part 2

Indian Constitution MCQ Questions Answers Part 2

1. ভারতীয় সংবিধানের কোন সংশোধনটি দলত্যাগ বিরোধী আইনের (Anti Defection Law)সাথে যুক্ত?:- ৫২ তম সংবিধান সংশোধন।

2. কোন সংবিধান সংশোধনের মাধ্যমে প্রস্তাবনায় ধর্মনিরপেক্ষ ও প্রজাতান্ত্রিক শব্দগুলি যুক্ত হয়?:- ৪২ তম সংবিধান সংশোধন।

3. কত সালে ভারতের প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়?:- ১৯৫১-১৯৫২ সাল।

4. কোন সংবিধান সংশোধনের মাধ্যমে ভারতে ভোটাধিকারের বয়স ২১ বছর থেকে কমিয়ে ১৮ বছর করা হয়েছে?:- ৬১ তম সংবিধান সংশোধন।

5. কোনো রাজ্যের রাজ্যপাল কার কাছে শপথ বাক্য পাঠ করেন?:- সে রাজ্যের হাইকোর্টের প্রধান বিচারপতি।

6. লোকসভার অধিবেশনের জন্য কতজন সদস্যদের উপস্থিত প্রয়োজন?:- মোট সদস্যদের এক-দশমাংশ।

7. নীতি আয়োগ চেয়ারপারসন কে?:- প্রধানমন্ত্রী।

8. সংবিধানে ভারতের ভাষা গুলিকে কোন তপশিলে স্থান দেওয়া হয়েছে?:- অষ্টম তপশীল।

9. সুপ্রিম কোর্ট কোন মামলার রায়ে বলেন যে, প্রস্তাবনা ভারতের সংবিধানের একটি অংশ?:- কেশবানন্দ ভারতী মামলা।

10. কোনো রাজ্যের মুখ্যমন্ত্রীকে কে নিয়োগ করেন?:- সেই রাজ্যের রাজ্যপাল।

11. রজ্যের প্রধান আইনী আধিকারিক কে?:- অ্যাডভোকেট জেনারেল।

12. গণপরিষদের প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়?:- দিল্লিতে।

13. ভারতের স্বাধীনতা আইন কবে ব্রিটেনে রাজকীয় সম্মতি লাভ করে?:- ১৯৪৭ সালের ১৮ জুলাই।

14. কোনটি থেকে ভারতীয় যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা প্রণীত হয়েছে?:- ভারত শাসন আইন 1935।

15. কে প্রস্তাবনাকে “ভারতের রাজনৈতিক রাশিফল” হিসেবে উল্লেখ করেছেন?:- কে.এম মুন্সী।

16. ভারতের প্রস্তাবনায় উল্লেখিত সার্বভৌম শব্দটির অর্থ কি?:- ভারত বৈদেশিক নিয়ন্ত্রণ থেকে পুরোপুরি মুক্ত।

17. “গণতন্ত্র হলো জনগণের দ্বারা, জনগণের জন্য, জনগণের শাসন”- উক্তিটি কার?:- আব্রাহাম লিঙ্কন।

18. প্রস্তাবনায় লিখিত প্রজাতন্ত্র শব্দটির অর্থ কি?:- ভারতের কোনো বংশানুক্রমিক শাসক নেই।

19. সংবিধানের কোন ধারা শিশুশ্রম নিষিদ্ধ করে?:- ২৪ নম্বর ধারা।

20. পঞ্চায়েতিরাজ প্রতিষ্ঠার কথা নির্দেশমূলক নীতির কোন অনুচ্ছেদে বলা হয়েছে?:- ৪০ নম্বর অনুচ্ছেদ।

21. আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখার কথা কোন অনুচ্ছেদে বলা হয়েছে?:- ৫১ নম্বর অনুচ্ছেদে।

22. ভারতীয় সংবিধানের কোন কোন ধারায় নাগরিকত্বের বিষয়টি ব্যাখ্যা করা হয়েছে?:- অনুচ্ছেদ ৫-১১

23. কোন অনুচ্ছেদ অনুসারে নাগরিকত্বের বিষয়ে পার্লামেন্টের আইন প্রণয়ন করার অধিকার রয়েছে?:- অনুচ্ছেদ ১১।

24. NRI এর পুরো নাম কি?:- Non Resident Indian.

25. রাষ্ট্রপতির নির্বাচন সংস্থা বা Electoral College কাদের নিয়ে গঠিত হয়?:- লোকসভা, রাজ্যসভা ও অঙ্গরাজ্যের বিধানসভার নির্বাচিত সদস্যদের নিয়ে।

26. কত নম্বর অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রপতিকে সংবিধান লঙ্ঘনের কারণে পার্লামেন্ট অপসারণ করতে পারে?:- ৬১ নম্বর অনুচ্ছেদ।

27. উপরাষ্ট্রপতি নির্বাচন কারা করেন?:- রাজ্যসভা ও লোকসভার সদস্যরা।

28. ভারতের কোন প্রধানমন্ত্রী প্রথম পদত্যাগ করেন?:- মোরারজি দেশাই।

29. কত সালে জাতীয় উন্নয়ন পরিষদ বা National Development Council স্থাপিত হয়?:- ১৯৫২ সালে।

30. রাজ্যসভার কতজন সদস্যকে দুবছর অন্তর অবসর নিতে হয়?:- ১/৩ সদস্যকে।

31. কে অর্থ বিলের প্রশ্নে সার্টিফিকেট দিতে পারেন?:- স্পিকার।

32. ভারতের লোকসভার অধ্যক্ষ(Speaker) নির্বাচিত হন কাদের দ্বারা?:- লোকসভার সদস্যদের দ্বারা।

33. কে ১৭৪ নম্বর অনুচ্ছেদ অনুসারে রাজ্য বিধানসভা ভেঙে দিতে পারেন?:- রাজ্যপাল।

34. ভারতে কোন রাজ্যের রাজ্যপাল হওয়ার জন্য কমপক্ষে কত বছর বয়স্ক হতে হয়?:- ৩৫ বছর।

35. ভারতের কোনো অঙ্গরাজ্যের আইনসভার অধিবেশন বন্ধ থাকলে অধ্যাদেশ কে জারি করতে পারেন?:- রাজ্যপাল।

36. ভারতীয় সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী রাজ্যপাল মুখ্যমন্ত্রী কে নিয়োগ করেন?:-: ১৬৪ (১) নং ধারা।

37. মুখ্যমন্ত্রীকে কে নিয়োগ করেন?:- রাজ্রআজ্য

38. কতদিন পর্যন্ত বিধানসভা কর্তৃক গৃহীত বিল বিধানপরিষদে আটকে রাখা যায়?:- ১৪ দিন পর্যন্ত।

39. সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী প্রতিটি অঙ্গরাজ্যের একটি করে আইনসভা রয়েছে?:- ১৬৮ (১) নম্বর।

40. বর্তমানে ভারতের কয়টি রাজ্যের আইনসভা দ্বিকক্ষ বিশিষ্ট?:- ৬টি (অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, কর্ণাটক, মহারাষ্ট্র, বিহার এবং উত্তর প্রদেশ)।

41. কোনো রাজ্যে District Judge কার দ্বারা নিযুক্ত হন?:- গভর্নর দ্বারা।

42. FIR কথাটির সম্পূর্ণ নাম কি?:- First Information Report.

43. ভারতের বিচার ব্যবস্থার নিম্নতম ফৌজদারী আদালত?:- Naya Panchayat.

44. সংবিধানের কোন ধারা অনুসারে রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের কাছে পরামর্শ চান?:- ১৪৩ নম্বর ধারা অনুযায়ী।

45. পশ্চিমবঙ্গ ছাড়া কলকাতা হাইকোর্টের এলাকার রয়েছে কি পর্যন্ত?:- আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ।

46. কোথায় প্রথম লোক আদালত গঠিত হয়?:- গুজরাট।।

47. কাকে লোক আদালতের জনক বলা হয়?:- মহাত্মা গান্ধী।

48. পৌরসভার প্রধান কার্যনির্বাহী প্রধান কে?:- চেয়ারম্যান।

49. কত সালে তপশিলি জাতি, তপশিলি উপজাতি ও মহিলাদের জন্য ৭৩ তম সংবিধান সংশোধনের মাধ্যমে আসন সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে?:- ১৯৯২ সালে।

50. কত সালে কলকাতা পৌরনিগম আইন প্রণীত হয়েছিল?:- ১৯৮০ সালে।

 

 

প্রতিদিন এই ধরনের পোস্ট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ও টেলিগ্ৰাম চ্যানেলে যুক্ত হয়ে যান 

 

Leave a comment