ভারতের স্বাধীনতা সংগ্রামের প্রশ্ন উত্তর পার্ট ২ || Indian Freedom Questions Answers Part 2

ভারতের স্বাধীনতা সংগ্রামের প্রশ্ন উত্তর পার্ট ২ || Indian Freedom Questions Answers Part 2

Indian Freedom Questions Answers Part 2:আজ ইতিহাসের পক্ষ থেকে ভারতের স্বাধীনতা সংগ্রাম প্রশ্ন উওর আলোচনা করা হলো। যেকোনো পরীক্ষায় এখান থেকে তিন-চার টি প্রশ্ন আসে।

Indian Freedom Questions Answers Part 2

Indian Freedom Questions Answers

1. কার রিপোর্টে প্রথম ফেডারেশন অব স্টেট গঠনের প্রস্তাব দেওয়া হয়?:-মতিলাল নেহেরু।

2. সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে আই এন এ কোন দেশের পরাজয়ের পর ব্রিটিশদের কাছে আত্মসমর্পণ করেন?:- জাপান।

3. ভারতের স্বাধীনতার সময় কে জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন?:- জে বি কৃপালিনি ।

4. কোন কংগ্রেস সভাপতি ক্রিপস মিশন এবং সিমলা বৈঠকে মধ্যস্থতা করেন?:-আব্দুল কালাম আজাদ।

5. ভারতের জাতীয় কংগ্রেসের দ্বিতীয় বার্ষিক অধিবেশনে কে ছিলেন?:-দাদাভাই নৌরজি।

6. ভারতীয় কংগ্রেস যখন প্রতিষ্ঠিত হয় তখন ভাইসরয় কে ছিলেন?:- লর্ড ডাফরিন।

7. কোন বছর বঙ্গভঙ্গের “স্থির সিদ্ধান্ত” সুনিশ্চিত ভাবে ভেঙে যায়?:-১৯১১ সালে।

8. ব্রিটিশ সংসদে সদস্যপদ গ্রহণকারী প্রথম ভারতীয় কে ছিলেন?:-দাদাভাই নৌরজি

9. গদর পার্টি কোথায় গঠিত হয়েছিল?:-সান ফ্রান্সিস্কো।

10. কে “ইনক্লাব জিন্দাবাদ” স্লোগান দিয়েছিলেন?:- ভগৎ সিং।

11. অসহযোগ আন্দোলনের তাৎক্ষণিক কারণ কি ছিল?:- খিলাফত অন্যায়।

12. সম্প্রতি প্রয়াত লক্ষ্মী সায়গল কে ছিলেন?:-স্বাধীনতা সংগ্রামী।

13. ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন?:-চক্রবর্তী রাজা গোপালাচারী

14. “গণপরিষদ” বা “সংবিধান সভার” প্রথম সভাপতি কে ছিলেন?:-ডঃ রাজেন্দ্র প্রসাদ।

15. কোন অধিবেশনের সুভাষচন্দ্র বসু দ্বিতীয়বার কংগ্রেসের সভাপতি ছিলেন?:-ত্রিপুরি অধিবেশন

16. বঙ্গভঙ্গ কবে রদ হয়?:-১৯১১ খ্রিস্টাব্দে

17. লখনৌ চুক্তি কবে স্বাক্ষরিত হয়?:- ১৯১৬ খ্রিস্টাব্দে।

18. ভারতের জাতীয় কংগ্রেসকে অতি ক্ষুদ্র এক আণুবীক্ষণিক সংস্থা বলে উপহাস করেন কে?:-লর্ড ডাফরিন।

19. কোন ভারতীয় প্রথম ব্রিটিশ হাউস অব কমন্স এর নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন?:-দাদাভাই নৌরজি

20. কোন ব্যক্তি ব্রিটিশ সরকারের দেওয়া “নাইট হুড” উপাধি প্রত্যাখ্যান করেন এবং ভারতীয় আইনসভার সভায় সদস্যপদ গ্রহণ করতে অস্বীকার করেন?:- মোতিলাল নেহেরু

21. দাদাভাই নৌরজি মতে, “স্বরাজ” কথাটির অর্থ কী?:- স্বায়ত্তশাসন

22. কংগ্রেসের কোন অধিবেশনে দাদাভাই নৌরজি বলেন, স্বরাজ স্থাপনই ভারতীয় রাজনৈতিক প্রচেষ্টার একমাত্র লক্ষ্য?:- ১৯০৬, কলকাতা অধিবেশন।

 

Leave a comment