ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস প্রশ্ন উত্তর পার্ট ৩ || Indian Freedom Questions Answers Part 3

ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস প্রশ্ন উত্তর পার্ট ৩ || Indian Freedom Questions Answers Part 3

Indian Freedom Questions Answers Part 3

Indian Freedom Questions Answers Part 3:আজ ইতিহাসের পক্ষ থেকে ভারতের স্বাধীনতা সংগ্রাম প্রশ্ন উওর আলোচনা করা হলো। যেকোনো পরীক্ষায় এখান থেকে তিন-চার টি প্রশ্ন আসে।

Indian Freedom Questions Answers

1. কে কংগ্রেসের নরমপন্থী নেতা নামে পরিচিত?:-গোপালকৃষ্ণ গোখলে।

2. বঙ্গভঙ্গ কত খ্রিস্টাব্দে কার্যকর হয়?:-১৯০৫ খ্রিস্টাব্দে ১৬ই অক্টোবর।

3. মুসলিম লীগ অন্তর্বর্তী সরকারের যোগদান করে কবে?:-১৯৪৬ এর অক্টোবরে।

4. কে ডাক দিয়েছিলেন “করেঙ্গে ইয়ে মরেঙ্গে”?:- মহাত্মা গান্ধী।

5. কার সভাপতিত্বে ১৯৩৮ খ্রিস্টাব্দে ‘ন্যাশনাল প্ল্যানিং কমিশন’ প্রথম গঠিত হয়?:- সুভাষচন্দ্র বসু।

6. ১৯৪২ খ্রিস্টাব্দে কোথায় ‘স্বরাজ পঞ্চায়েত’ গঠিত হয়েছিল?:- তমলুক।

আরও পড়ুন:- ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস প্রশ্ন উত্তর পার্ট ১

7. ভারতীয়রা কেন সাইমন কমিশনের ওপর অসন্তুষ্ট ছিল?:- কোনো ভারতীয় কেই কমিশনের সদস্য করা হয়নি।

8. কে সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষণা করেন?:- ব্রিটিশ প্রধানমন্ত্রী রামসে ম্যাকডোনাল্ড।

9. গান্ধীজী কোন সালে তার বিখ্যাত ডান্ডি মার্চ শুরু করেছিলেন?:- ১৯৩০ সালে।

10. স্বদেশীকে রবিসালে গণ-আন্দোলনে কে পরিণত করেছিলেন?:- অশ্বিনীকুমার দত্ত।

11. আদি কংগ্রেসের সম্মেলনকে কে তিন দিনের তামাশা বলেছিলেন?:- অশ্বিনীকুমার দত্ত।

12. কে ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করেন?:- সুভাষচন্দ্র বসু।

13. ভারতের স্বাধীনতা আন্দোলনের সময় কে “ফ্রি ইন্ডিয়ান লিজিয়ন” গঠন করেন?:- সুভাষচন্দ্র বসু।

14. কোন ভারতীয় নেতা দেশীয় রাজ্যগুলিকে ভারতীয় ইউনিয়নে অন্তর্ভুক্তির পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেন?:- সরদার বল্লভভাই প্যাটেল।

15. কোন ঘটনাকে উপলক্ষ করে স্বদেশী ও আন্দোলন শুরু হয়?:- বঙ্গভঙ্গ, 1905

16. ভারতীয় জাতীয় কংগ্রেসকে কে একটি সেফটি ভাল্ব রূপে দেখতে চেয়েছিলেন?:-এ ও হিউম।

17. ১৯০৭ সালে কংগ্রেসের বার্ষিক অধিবেশনে সভাপতিত্ব কে করেছিলেন?:- রাজবিহারী ঘোষ।

18. কে বাঘাযতীন নামে পরিচিত?:-যতীন্দ্রনাথ মুখার্জী।

19. অনুশীলন সমিতির প্রতিষ্ঠা কে করেন?:- প্রমথনাথ মিত্র।

20. প্যারিসে ‘বন্দেমাতারাম’ সম্পাদনা করতেন কে?:- মাদাম কামা।

আরও পড়ুন:- ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস প্রশ্ন উত্তর পার্ট ২

 

Leave a comment