ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস প্রশ্ন উত্তর পার্ট 4 || Indian Freedom Questions Answers Part 4

ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস প্রশ্ন উত্তর পার্ট 4 || Indian Freedom Questions Answers Part 4

Indian Freedom Questions Answers Part 4

Indian Freedom Questions Answers Part 4:আজ ইতিহাসের পক্ষ থেকে ভারতের স্বাধীনতা সংগ্রাম প্রশ্ন উওর আলোচনা করা হলো। যেকোনো পরীক্ষায় এখান থেকে তিন-চার টি প্রশ্ন আসে।

Indian Freedom Questions Answers

 

1. প্যারিসে ‘বন্দেমাতারাম’ সম্পাদনা করতেন কে?:- মাদাম কামা

2. কখন আকালি আন্দোলন শুরু হয়?:-১৯২১ সালে

3. চট্টগ্রামের পাহাড়তলীর ইউরোপীয় ক্লাব আক্রমণে কে নেতৃত্ব দিয়েছিলেন?:- প্রীতিলতা ওয়াদ্দেদার

4. কেন্দ্রীয় আইন সভায় বোমা বিস্ফোরণের জন্য ভগৎ সিং এর সঙ্গী কে ছিলেন?:-বটুকেশ্বর দত্ত

5. কোন উদ্দেশ্যে গান্ধীজী চম্পারন আন্দোলন করেছিলেন?:- নীলচাষীদের সমস্যার সমাধান করতে

6. জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে?:-বদরুদ্দিন তৈয়াবজি

7. কোন আন্দোলনের সঙ্গে খিলাফত আন্দোলনকে যুক্ত করা হয়?:- অসহযোগ আন্দোলন

8. কে দিল্লির কেন্দ্রীয় সভায় “বিপ্লব দীর্ঘজীবী হোক” স্লোগান দেন?:-ভগত সিং

আরও পড়ুন:-ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস প্রশ্ন উত্তর পার্ট ৩

9. কোন সালে গান্ধীজী আরউইন চুক্তি স্বাক্ষরিত হয়?:- ১৯৩১ সালে

10. কে লর্ড আরউইন চুক্তির পর ভারতের ভাইসরয় হন?:- লর্ড ওয়েলিংটন

11. কোন কংগ্রেস অধিবেশনে পূর্ণ স্বাধীনতার দাবি প্রথম উপস্থাপিত হয়?:-লাহোর

12. ইন্ডিয়া উইন্স ফ্রিডম গ্রন্থটি রচয়িতা কে?:-মৌলানা আবুল কালাম আজাদ।

13. খুদা-ই-খিদমতগার দলের নেতা কে ছিলেন?:- খান আব্দুল গাফফার খান।

14. ‘বন্দেমাতরম’ প্রথম গাওয়া হয় ভারতীয় জাতীয় কংগ্রেসের একটি অধিবেশনে সেটি কোন সালে হয়?:-১৮৯৬ খ্রিস্টাব্দে

15. কোন ঘটনা গান্ধীজিকে ১৯২২ খ্রিস্টাব্দে অসহযোগ আন্দোলন প্রত্যাহার করতে বাধ্য করেছিল?:- চৌরিচৌরার হিংসাত্মক ঘটনা

16. ১৯১৯ খ্রিস্টাব্দে আইনটি কি নামে পরিচিত?:-মন্ট-ফোরড আইন।

17. কোন ব্যক্তি ‘হরিজন’ পত্রিকার সম্পাদনা করেছিলেন?:-মহাত্মা গান্ধী

18. স্বদেশী আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ মুসলিম নেতা কে ছিলেন?:-লিয়াকত হোসেন

19. ‘স্বরাজ আমার জন্মগত অধিকার’ কে বলেছিলেন?:- বালগঙ্গাধর তিলক

20. কবে অসহযোগ আন্দোলন শুরু হয়?:-১৯২১ খ্রিস্টাব্দে।

21. কোন অভিযানের নেতৃত্ব দিতে গিয়ে প্রীতিলতা ওয়াদ্দেদারের মৃত্যু হয়?:- ইউরোপীয় ক্লাব আক্রমণ

 

 

আরও পড়ুন:- ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস প্রশ্ন উত্তর পার্ট ১

আরও পড়ুন:- ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস প্রশ্ন উত্তর পার্ট ২

Leave a comment