KP WBP Constable GK Questions Answers Part 1 || KP & WBP কনস্টেবল জিকে প্রশ্ন উত্তর

KP WBP Constable GK Questions Answers Part 1 || KP & WBP কনস্টেবল জিকে প্রশ্ন উত্তর

KP WBP Constable GK Questions Answers Part 1: আজ আপনাদের সামনে KP WBP Constable এর প্রশ্ন উত্তর আলোচনা করা হলো। যা আপনাদের আগত পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে।

KP WBP Constable GK Questions Answers Part 1

KP & WBP Constable GK Questions Answers

1. সরিস্কা অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত?:- রাজস্থান

2. WHO সর্বাধিক দূষণমুক্ত মহানগর হিসেবে চিহ্নিত করেছে কাকে?:- দিল্লিকে

3. ঝাড়খণ্ডের ঘাটশিলা কিসের জন্য বিখ্যাত?:- তামা

4. কোন ভারতীয় সাহিত্যিকের ছদ্মনাম মুন্সি প্রেমচাঁদ?:- ধনপত রায়

5. মহাবিদ্রোহের(১৮৫৭) সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিলেন?:- পার্মস্টন

6. “সংবাদ ভাস্কর” পত্রিকার সম্পাদক কে ছিলেন?:- গৌরীশংকর তর্কবাগীশ

7. মেগাস্থিনিস এর লেখা গ্রন্থের নাম কি?:-ইন্ডিকা

8. চাপের দ্বারা দুটি বরফখন্ডকে জুড়ে দেওয়ার পদ্ধতিকে কি বলে?:-পুনঃশিলীভবন

9. উদ্ভিদের কোন রেচন পদার্থটি নাইট্রোজেন বিহীন?:- রেজিন

10. গৃহস্থ বৈদ্যুতিক তারের সংযোগ কোন ধরনের হয়?:- সমান্তরাল সজ্জা

11. পাইন‌গাছ থেকে কোন গুরুত্বপূর্ণ করেছেন পদার্থ পাওয়া যায়?:- রজন

12. তাঁতিয়া টোপির আসল নাম কি ছিল?:- রামচন্দ্র পান্ডুরঙ্গ।

13. আলেকজান্ডার আক্রমণের সময় মগধের সম্রাট কে ছিলেন?:-ধননন্দ

14. কোন গ্রহের উপগ্রহ সংখ্যা বেশি?:-শণি(১৪৬টি)

15. স্নায়ুতন্ত্রের একক কি?:-নিউরোন

16. আত্মীয় সভা কে প্রতিষ্ঠা করেন?:-রাজা রামমোহন রায়।

17. শিকাগো ধর্ম সম্মেলন কত সালে অনুষ্ঠিত হয়?:-১৮৯৩ সালে।

18. অক্সিজেনের যোজ্যতা কত?:-

19. আগ্নেয় মেখলা কোথায় দেখতে পাওয়া যায়?:- প্রশান্ত মহাসাগরে।

20. “The Insider” বইটি কার লেখা?:-পি ভি নরসিমা রাও।

21. “পোলা নবখাই” কোন রাজ্যের প্রাদেশিক উৎসব?:- ছত্রিশগড়

22. নীলদর্পণ ইংরেজিতে কে অনুবাদ করেন?:-মাইকেল মধুসূদন দত্ত

23. স্তন্যপায়ী প্রাণীর সারভাইকাল কশেরুকার সংখ্যা কত?:- ৭ টি

24. শেরশাহের সেনাপতি কে ছিলেন?:- ব্রম্ভজিৎ গৌড়।

25. সরীসৃপ ও পাখির মধ্যে যোগসূত্র কোনটি?:- আর্কিওপটেরিক্স

 

Leave a comment