বিভিন্ন পত্রিকা ও সম্পাদক তালিকা || list of historical bengali megazines

বিভিন্ন পত্রিকা ও সম্পাদক তালিকা || list of historical bengali megazines

প্রিয় বন্ধুরা,

আজ একটি গুরুত্বপূর্ণ টপিক হিসেবে ব্রিটিশ ভারতের বিভিন্ন সংবাদপত্র ও তাদের সম্পাদক এবং প্রকাশকাল শেয়ার করলাম। এখানে আপনারা পত্রিকার নাম, সম্পাদকের নাম এবং প্রকাশকালের একটি সম্পূর্ণ তালিকা পেয়ে যাবেন।

তাই দেরি না করে তাড়াতাড়ি সেটি পড়ুন এবং আপনাদের বন্ধুদেরকে শেয়ার করে দিন।

list of historical bengali megazines

1. বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাপ্তাহিক সংবাদপত্র হল:- সমাচার দর্পণ।

2. ভারতে প্রকাশিত প্রথম সংবাদপত্র টি হল:- বেঙ্গল গেজেট।

3. বাংলার প্রথম রাজনৈতিক পত্রিকা হল:- সোমপ্রকাশ।

4. সংবাদ প্রভাকর একটি দৈনিক বাংলা সংবাদপত্র এটির প্রকাশক হলেন:- ঈশ্বরচন্দ্র গুপ্ত।

5. ভার্নাকুলার প্রেস অ্যাক্ট পাস করেন:- লর্ড লিটন (১৮৭৮)।

6. Right to information অ্যাক্ট পাস হয়:- ২০০৫ সালে।

7. ‘ইউ রায় এন্ড সন্স’-এর প্রতিষ্ঠাতা ছিলেন:- উপেন্দ্রকিশোর রায়চৌধুরী।

8. দেশ পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন:- সত্যেন্দ্রনাথ মজুমদার (১৯৩৩)।

9. কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকাটির নাম:- ধুমকেতু।

10. ১৭৯৯ সেন্সরশিপ অফ প্রেস অ্যাক্ট পাস করেন:- লর্ড ওয়েলেসলি।

11. ‘মিরাতুল আকবর’ পত্রিকার প্রতিষ্ঠাতা ছিলেন:- রাজা রামমোহন রায়।

12. বাঙালিদের উদ্যোগে প্রকাশিত প্রথম বাংলা সামরিক পত্র হল:- দ্য বেঙ্গল গেজেট।

13. ভারতীয়দের দ্বারা প্রকাশিত প্রথম ইংরেজি দৈনিক পত্রিকা হল:- ইন্ডিয়ান মিরর (১৮৬২)।

14. নীল চাষীদের সমর্থনে লেখা পত্রিকা হল:- হিন্দু প্যাট্রিয়ট।

15. কেশরী দৈনিক পত্রিকা কি ভাষায় প্রকাশিত হয়:- মারাঠি ভাষায়।

16. অমৃতবাজার পত্রিকা প্রথম প্রকাশিত হয়:- ১৮৬৮ খ্রিস্টাব্দে।

17. অমৃতবাজার পত্রিকার প্রথম সম্পাদক হলেন:- শিশির কুমার ঘোষ।

18. দ্য ইন্ডিপেন্ডেন্ট পত্রিকা প্রতিষ্ঠাতা ছিলেন:- মতিলাল নেহেরু।

19. কাকে সংবাদপত্রের মুক্তিদাতা বলা হয়:- চার্লস মেটাক্যাফে।

20. ‘সুলভসমাচার’ পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন:- কেশবচন্দ্র সেন।

বিভিন্ন পত্রিকা, সম্পাদক ও প্রকাশ সালের তালিকা

পত্র-পত্রিকা

সম্পাদক 

প্রকাশ সাল

বেঙ্গল গেজেট 

জেমস অগাস্টাস হিকি

১৭৮০

সমাচার দর্পণ

মার্শম্যান

১৮১৮

দিগদর্শন

মার্শম্যান

১৮১৮

সম্বাদ কৌমুদী

রাজা রামমোহন রায়

১৮২১

সংবাদ প্রভাকর

ঈশ্বরচন্দ্র গুপ্ত

১৮৩১

তত্ত্ববোধিনী পত্রিকা

অক্ষয়কুমার দত্ত

১৮৪৩

দি ইন্ডিয়ান মিরর

কেশবচন্দ্র সেন

১৮৬১

অমৃতবাজার

শিশির কুমার ঘোষ

১৮৬৮

সুলভ সমাচার

কেশবচন্দ্র সেন

১৮৭০

বঙ্গদর্শন

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

১৮৭২

ভারতী

দ্বিজেন্দ্রনাথ ঠাকুর

১৮৭৭

দি বেঙ্গলি

সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়

১৮৬২

পার্থেনন

ডিরোজিও

১৮৩০

হিন্দু প্যাট্রিয়ট

গিরিশচন্দ্র ঘোষ

১৮৫৩

সঞ্জীবনী

কৃষ্ণকুমার মিত্র

১৮৮৩

বন্দেমাতরম

অরবিন্দ ঘোষ

১৯০৫

ধুমকেতু

কাজী নজরুল ইসলাম

১৯২২

যুগান্তর

ভূপেন্দ্রনাথ দত্ত

১৯০৬

কেশরী

বালগঙ্গাধর তিলক

১৮৮১

দ্য হিন্দু

জি.সুব্রাক্ষণ্য আয়ার

১৮৭৮

সন্দেশ

উপেন্দ্রকিশোর রায়চৌধুরী

১৯১৩

বামাবোধিনী

উমেশচন্দ্র দত্ত

১৮৬৩

গ্রামবার্তা প্রকাশিকা

হরিনাথ মজুমদার

১৮৬৩

নিউ ইন্ডয়া 

অ্যানি বেশান্ত

১৯১৪

ইন্ডিয়ান ওপেনিয়ন

মহাত্মা গান্ধী

১৯০৩

ইন্ডিয়ান স্টেটসম্যান

রবার্ট নাইট

১৯৭৫

আল হিলাল

মাওলানা আবুল কালাম আজাদ

১৯১২

বঙ্গদূত

নীলমনি হালদার

১৮২৯

Leave a comment