জেনে নিন মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহের কারেন্ট অ্যাফেয়ার্স||March 2nd Week Current Affairs 2024

জেনে নিন মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহের কারেন্ট অ্যাফেয়ার্স||March 2nd Week Current Affairs 2024

প্রিয় বন্ধুরা,

আজ মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহের কারেন্ট অ্যাফেয়ার্স গুলি আলোচনা করা হলো। এই বাছাই করা কারেন্ট অ্যাফেয়ার্স গুলি সমস্ত পরীক্ষায় একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে কাজ করে।

March 2nd Week Current Affairs 2024

📝মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহে কারেন্ট অ্যাফেয়ার্স ২০২৪📝

1. কে সম্প্রতি নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন?:-জ্ঞানেশ কুমার ও ডঃ সুখবীর সিং সান্ধু।

2. ভারতের প্রথম ইনডোর অ্যাথলেটিক্স সেন্টার এবং ইনডোর অ্যাকোয়াটিক সেন্টার উদ্বোধন হয়েছে কোন রাজ্যে?:-ওড়িশা।

3. কোন রাজ্যের নগর এবং গতিশীলতা উন্নত করতে ভারত, ADB-র সাথে ১৮১ মিলিয়ন ডলারের ঋণ স্বাক্ষর করেছে?:-গুজরাট।

4. সাম্প্রতিক মানব উন্নয়ন সূচক (HDI)2022-এ ভারত কত তম স্থানে রয়েছে?:- ১৩৪তম।

5. UNDP-র লিঙ্গ বৈষম্যসূচক (GII) 2022-এ ভারতের স্থান কত?:- ১০৮ তম।

6. উত্তর ভারতের প্রথম সরকারি হোমিওপ্যাথিক কলেজ তৈরি হবে কোথায়?:- জম্মু ও কাশ্মীর।

7. প্রতিবছর কোন তারিখে পালিত হয় বিশ্ব ক্রেতা অধিকার দিবস?:-১৫ মার্চ।

8. বিশ্ব হোমিওপ্যাথিক দিবস কবে পালিত হয়?:-১০ এপ্রিল।

9. ২০২৪ সালের রঞ্জি ট্রফি টাইটেল জিতেছে কোন দল?:- মুম্বাই

10. কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজু কোথায় বায়ুমন্ডলীয় গবেষণা টেস্টবেড সুবিধার উদ্বোধন করেছেন?:- মধ্যপ্রদেশ।

11. রাজকুমার বিশ্বকর্মা কে কোন রাজ্যের নতুন প্রধান তথ্য কমিশনার হিসেবে নিয়োগ করা হয়েছে?:-উত্তর প্রদেশ।

12. একাডেমিক অ্যাওয়ার্ড ২০২৪ (অস্কার)-এ কে সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন?:-কিলিয়ান মার্ফি।

13. ভারতের প্যারালিম্পিক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন কে সম্প্রতি?:-দেবেন্দ্র ঝাঝারিয়া।

14. ২০১৪-২০২৪ দশকের শেষে ভারত এখন বিশ্বের কততম বৃহত্তম মোবাইল ফোন উৎপাদনকারী দেশ হয়ে উঠেছে?:- দ্বিতীয়।

15. ৭১ তম মিস ওয়ার্ল্ড এর খেতাব জিতলেন কে সম্প্রতি?:- ক্রিস্টিনা পিসকোভা।

16. সম্প্রতি ফ্রেন্স ওপেন পুরুষদের ডাবল ব্যাডমিন্টন শিরোপা জিতেছেন কোন জুটি?:- সাত্ত্বিক সাইরাজ রঙ্কিরেড্ডি ও চিরাগ শেট্টি।

17. সম্প্রতি কে “মিস ওয়ার্ল্ড হিউম্যানিটরিয়ান অ্যাওয়ার্ড”-এ ভূষিত হয়েছেন?:- নীতা আম্বানি।

18. ভারতের কোন রাজ্যে বিশ্বের দীর্ঘতম টুইনলেন টানেল উদ্বোধন করা হয়েছে?:- অরুনাচল প্রদেশ

19. কোন দেশের ফোনপে পেমেন্ট সার্ভিস এবং এন পি সি আই ইন্টারন্যাশনাল পেমেন্টস চুক্তি স্বাক্ষর করেছে?:- নেপাল

20. কে সম্প্রতি কেন্দ্রীয় ভিজিল্যান্স কমিশনে ভিজিল্যান্স কমিশনার হিসেবে নিযুক্ত হয়েছেন?:- এ এস রাজীব।

21. কে সম্প্রতি ২০২৪ সালের জন্য প্রিটজকার আর্কিটেকচার পুরস্কার জিতেছেন?:- রিকেন ইয়ামামোতো।

 

 

 

আরও পড়ুন:- মার্চ মাসের প্রথম সপ্তাহের কারেন্ট অ্যাফেয়ার্স 

Leave a comment