March 3rd Week Current Affairs in Bengali || জেনে নিন মার্চ মাসের তৃতীয় সপ্তাহে কারেন্ট অ্যাফেয়ার্স গুলি

March 3rd Week Current Affairs in Bengali || জেনে নিন মার্চ মাসের তৃতীয় সপ্তাহে কারেন্ট অ্যাফেয়ার্স গুলি

March 3rd Week Current Affairs in Bengali: আজ মার্চ মাসের তৃতীয় সপ্তাহে কারেন্ট অ্যাফেয়ার্স গুলি নিয়ে আলোচনা করা হলো। আগত পরীক্ষার জন্য সেগুলি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই তাড়াতাড়ি সেগুলি খাতায় লিখে নিন।

March 3rd Week Current Affairs in Bengali

1. সম্প্রতি মর্যাদাপূর্ণ সাহিত্য একাডেমি পুরস্কার প্রদান করা হয়েছে কতজন কে?:- ২৪ জনকে

2. কে সম্প্রতি CBSE-র চেয়ারপারসন হিসেবে নিযুক্ত হলেন?:-রাহুল সিং

3. কোন রাজ্য সরকার বাজরা উৎপাদন বাড়াতে বিনামূল্যে বীজ কিট বিতরণের ঘোষণা দিয়েছে?:- রাজস্থান

4. নৌসেনা ভবন ভারতীয় নৌবাহিনীর নবনির্মিত সদর দপ্তর কে উদ্বোধন করলো সম্প্রতি?:-রাজনাথ সিং

5. কোন রাজ্যের মুখ্যমন্ত্রী সম্প্রতি ভারতের প্রথম LNG চালিত বাসের উদ্বোধন করলেন?:-মহারাষ্ট্র

6. কনিষ্ঠতম ক্রিকেটার হিসেবে স্যার রিচার্ড হ্যাডলি পদক জিতলেন কে সম্প্রতি?:- রচিন রবীন্দ্র

7. প্রতিবছর কোন তারিখে পালিত হয় বিশ্ব জল দিবস?:-২২শে মার্চ

8. 2024 সালে WPL বা মহিলা প্রিমিয়ার লিগ টাইটেল জিতেছে কোন দল?:- রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর।

9. নর্থ ইস্ট গেমস ২০২৪ এর তৃতীয় সংস্করণ কোথায় শুরু হয়েছে?:-নাগাল্যান্ড

10. ২০২৪ সালের প্যারিস অলিম্পিক ভারতের পতাকাবাহী হবেন কে?:- শরৎ কমল

11. IREDA সম্প্রতি তার ৩৮ তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করেছে?:- ১১ই মার্চ।

12. কাকে সম্প্রতি ২০২৪ সালের জন্য সংগীতা কালানিধি পুরস্কার প্রদান করা হয়েছে?:- টি এম কৃষ্ণা

13. ECI সম্প্রতি কাকে নির্বাচন কমিশনের জাতীয় পিডব্লুডি আইকন ঘোষণা করল?:- শীতল দেবী

14. জনহিতকর কাজের জন্য কে পিভি নরসিমহা রাও মেমোরিয়াল অ্যাওয়ার্ডে ভূষিত হন?:-রতন টাটা

15. ২০২৪ সালের লোকসভা নির্বাচন কত ধাপে অনুষ্ঠিত হবে?:- ৭ ধাপে

16. ভারতীয় সেনাবাহিনী এবং কোন দেশের বাহিনীদের মধ্যে যৌথ সামরিক মহড়া “LAMITIYE-2024” এর দশম সংস্করণ শুরু হচ্ছে?:- সেশেলস

17. সম্প্রতি প্রসার ভারতীয় চেয়ারম্যান নিযুক্ত করা হয়েছে কাকে?:- নবনীত কুমার সেহগাল

18. জাতীয় প্যারা ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ কোথায় অনুষ্ঠিত হবে?:- জামসেদপুর

19. ভারত বাংলাদেশ পর্যটন মেলা কোথায় আয়োজিত হয়েছিল?:- ঢাকা

20. কোন রাজ্যের রাজ্যপাল পদ থেকে তামিলিসাই সৌন্দররাজন পদত্যাগ করেছেন?:- তেলেঙ্গানা

21. তেলেঙ্গানার নতুন গভর্নর হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন কে সম্প্রতি?:- সি পি রাধাকৃষ্ণান

22. “The Order of the Druk Gyalpo” ভুটানের সর্বোচ্চ নাগরিক সম্মান পেলেন কে সম্প্রতি?:- নরেন্দ্র মোদী।

23. ভারত আর নাগরিকদের হাইতি থেকে ডোমিনিকান প্রজাতন্ত্রে সরিয়ে নিতে কোন অপারেশন শুরু করেছে?:- অপারেশন ইন্দ্রাবতী

24. বিনয় কুমার কোন দেশে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হয়েছেন?:-রাশিয়া

25. প্রতিবছর কোন তারিখে পালিত হয় আন্তর্জাতিক বন দিবস?:-২১শে মার্চ।

26. প্রতিবছর কোন তারিখে পালিত হয় বিশ্ব ডাউন সিনড্রোম দিবস?:-২১শে মার্চ।

27. F 1 সৌদি আরবীয় গ্র্যান্ড প্রিক্স জিতেছে কে সম্প্রতি?:- ম্যাক্স ভার্স্টাপেন

28. ওয়ার্ল্ড হেপিনেস রিপোর্ট ২০২৪ অনুসারে বিশ্বের সবচেয়ে সুখী দেশ কোনটি?:-ফিনল্যান্ড

29. ২০২৩ সালে সরস্বতী সম্মানের জন্য নির্বাচিত হয়েছে কে?:-প্রভা বর্মা।

30. কে সম্প্রতি মহারাষ্ট্র গৌরব পুরস্কার সম্মানিত হয়েছেন?:- ডঃ উমা রেলে।

 

 

আর‌ও পড়ুন:- মার্চ মাসের প্রথম সপ্তাহে কারেন্ট অ্যাফেয়ার্স 

আরও পড়ুন:- মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহে কারেন্ট অ্যাফেয়ার্স 

Leave a comment